বাহুবলির প্রভাসের আসল নাম জানেন! উচ্চারণ করতে কালঘাম ছুটে যাবে

অন্তরা নাগ : দক্ষিণ ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় সুপারস্টার হলেন প্রভাস। বর্তমানে যাঁকে সবাই বাহুবলী নামে চেনে। প্রভাস তাঁর অভিনয়ের দক্ষতা দেখিয়ে তাঁর প্রতি আকৃষ্ট করে রেখেছে সকল ভারতবাসীকে। বর্তমানে বেশিরভাগ মহিলারাই প্রভাসের ভক্ত হয়ে উঠেছেন। সম্প্রতি নেটপাড়ায় পোস্ট হয়েছে এই বাহুবলির গোপনীয় অনেক তথ্য। তার মধ্যে প্রকাশ্যে এসেছে তাঁর স্বপ্ন। জানতে চান প্রভাস অর্থাৎ বাহুবলির ব্যক্তিগত অজানা তথ্য?

প্রভাসের ৪৩ বছরের পদার্পণ

গত রবিবার ভারতীয় মহিলাদের স্টার প্রভাস ৪৩ বছরে পদার্পণ করলেন। প্রভাসকে সবাই বাহুবলী নামে বেশি চেনায় তাঁর আসল নাম ও পদবী অনেকেই জানেন না। সম্প্রতি জন্মদিনেই প্রকাশ পেল প্রভাস-এর আসল নাম ও পদবী। জানতে আগ্রহী হলে প্রতিবেদনটি পুরোটা পড়তে হবে।

বাহুবলি নায়কের আসল নাম ও পদবী

বাহুবলী নায়ক অর্থাৎ প্রভাসের আসল নাম হল Venkata Satyanarayana Prabhas Raju Uppalapati। U. Suryanarayana Raju হল বাহুবলি সুপারস্টারের বাবার নাম। মায়ের নাম হল Siva Kumari।

বাহুবলি সুপারস্টার এর পরিবার সম্পর্কিত তথ্য

বাহুবলি সুপারস্টারের পরিবার সম্পর্কে জানা যায়, তাঁদের পরিবারে তাঁরা তিন ভাই-বোন এবং মা-বাবা থাকেন। তিন ভাই-বোনের মধ্যে প্রভাস অর্থাৎ বাহুবলি ছোটো বলে জানা গেছে। তাঁর দাদার নাম Pramod Uppalapati এবং দিদির নাম Pragathi।

অল্প ছবিতে সুপারহিট প্রভাস

একসঙ্গে একাধিক ছবিতে শুটিং করতে দেখা যায় না প্রভাসকে। সূত্র ধরে জানা গেছে, বছরে দু-তিনটি ছবিতে শুটিং করেন তিনি। ছবির তালিকা অনুযায়ী দেখা গেছে, এই বাহুবলী ছবির জন্য ৫ বছর তিনি অন্য কোনো সিনেমার কাজের সাথে যুক্ত ছিলেন না।

মাদাম তুষো-র মাধ্যমে প্রভাসের সম্মান লাভ

দক্ষিণী ইন্ডাস্ট্রির বিভিন্ন সুপারস্টারদের মধ্যে প্রভাস প্রথম নায়ক যাঁর মোমের মূর্তি বানিয়ে Madame Tussauds মিউজিয়ামে রাখা হয়েছে।

বাহুবলী অর্থাৎ প্রভাসের স্বপ্ন

এই অভিনেতার ভক্তরা এই অভিনেতার ব্যক্তিগত তথ্য জানতে সবসময় উদগ্রীব হয়ে থাকেন। সম্প্রতি এই অভিনেতার স্বপ্ন প্রকাশ্যে এসেছে তাঁর ভক্তদের কাছে। সূত্রের খবর জানা গেছে, তাঁর স্বপ্ন ছিল হোটেলিয়র হওয়া। তাঁর কথায়, তিনি কখনোই অভিনেতা হতে চাননি। কিন্তু ভাগ্যের পরিহাসে তিনি আজ দক্ষিণী ইন্ডাস্ট্রির সুপারস্টার বাহুবলী হয়েছেন।