স্বস্তি, দেশের পাশাপাশি রাজ্যেও বাড়ছে করোনায় সুস্থতার হার

নিজস্ব প্রতিবেদন : প্রতিনিয়ত বাড়তে থাকা করোনা ভাইরাসের সংক্রমণ যেমন নাগরিকদের কাছে চিন্তার কারণ, ঠিক তেমনি মাথা ব্যথার কারণ সরকারের কাছেও। তবে এরই মাঝে স্বস্তির খবর এটাই যে দেশে করোনা রোগীর সুস্থ হয়ে ওঠার হার দিন দিন বেড়ে চলেছে। শনিবার কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া রিপোর্ট অনুযায়ী সুস্থ হয়ে উঠেছেন ২৯.৯১% রোগী। ঠিক একইভাবে রাজ্যেও বেড়েছে সুস্থতার হার। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ভবনের শনিবারের রিপোর্ট অনুযায়ী সুস্থ হয়ে উঠেছেন ২০.৮৩% রোগী।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাস সংক্রামিত হয়েছেন ৩৩২০ জন। মোট সংক্রমণের সংখ্যা পৌঁছে গেছে ৫৯৬৬২ তে। আর মোট মৃতের সংখ্যা ১৯৮১। তবে সুস্থ হয়ে উঠেছেন এখনো পর্যন্ত ১৭৮৪৭ জন। গত ২৪ ঘন্টায় ১৩০৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ভবনের তরফ থেকে যে রিপোর্ট শনিবার পেশ করা হয় তা থেকে জানা যায় রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রামিত হয়েছেন ১০৮ জন। রাজ্যে মোট সংক্রামিত রোগী ১৭৮৬ জন। এখনো পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৩৭২ জন। রাজ্যে সুস্থ হয়ে ওঠার হার ২০.৮৩%। তবে রাজ্যে মৃতের সংখ্যা পৌঁছে গেছে ১৭১-এ (৭২+৯৯)।

আশার আলো এটাই যে দেশের পাশাপাশি রাজ্যেও দিন দিন বাড়ছে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার।পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ভবনের তরফ থেকে প্রকাশ করা রিপোর্ট অনুযায়ী ৫ দিন আগে রাজ্যে সুস্থ হয়ে ওঠার হার ছিল ১৭.৩২%, আজ যা পৌঁছে গেছে ২০.৮৩%-এ। অর্থাৎ এই পাঁচ দিনে সুস্থতার হার বেড়েছে ৩.৫১ শতাংশ। আগামী দিনে সুস্থ হয়ে ওঠার হার আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছে রাজ্য সরকার।