Amritsar to Jamnagar Expressway: ১১ হাজার ১২৫ কোটি টাকার গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে! বিদেশের মত ছুটবে গাড়ি!

Prosun Kanti Das

Published on:

Advertisements

The road from Amritsar to Jamnagar is made easy by Greenfield Expressway: যেকোনো জায়গার সড়কপথ হলো সেই জায়গার প্রাণ। বিভিন্ন জাতীয় সড়কপথগুলো যেনো সাপের মত এঁকেবেঁকে বিস্তৃত হয়েছে নানা জায়গায়। কিন্তু এই মহাসড়কপথগুলি হলো যেকোনো দেশের উন্নতির পরিচয়। একটি দেশ প্রযুক্তিগত দিক থেকে কতটা উন্নত হয়েছে তা বোঝা যায় এই ধরনের উন্নত সড়কপথের মাধ্যমে। সম্প্রতি অমৃতসর থেকে জামনগর (Amritsar to Jamnagar Expressway) যাওয়ার যে সড়কপথ নির্মিত হয়েছে তা ভারতের উন্নতির সাক্ষী।

Advertisements

এখন মানুষের কাছে স্বর্ণমন্দির থেকে মরুশহর যাওয়া অনেকটাই সহজ হয়ে উঠেছে। খুব শীঘ্রই চালু হতে চলেছে অমৃতসর-জামনগর ইকোনমিক করিডর (Amritsar to Jamnagar Expressway)। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি বছরেই উদ্বোধন করেছেন ৬ লাইনের এই গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে। তিনি এই সড়কপথটি রাজস্থানের বিকানের থেকেই উদ্বোধন করেছেন। ভারতের দেশবাসীর জন্য এই হাইওয়েটি হলো প্রধানমন্ত্রীর এক উপহার।

Advertisements

এই উল্লেখযোগ্য অমৃতসর-জামনগর ইকোনমিক হাইওয়েটি (Amritsar to Jamnagar Expressway) শুধুমাত্র দুটি বড় শহরের সঙ্গে সংযোগ স্থাপন করেছে তাই নয়, এটা কিন্তু আসলে একটি ইন্ডাস্ট্রিয়াল করিডর হতে চলেছে। ফলে এই হাইওয়ের মাধ্যমে অনেক কম সময়ে বহু পণ্য সামগ্রী রাজস্থান থেকে পঞ্জাব ছাড়াও বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে। পণ্য সমাগ্রীর সাথে সাধারণ মানুষের জন্য এই হাইওয়ে যথেষ্টই কার্যকরী। অর্থাৎ, অমৃতসর-জামনগর ইকোনমিক হাইওয়ে শুধুমাত্র যে অন্য সরবরাহের ক্ষেত্রে সাহায্য করবে তা নয়, পর্যটনশিল্পে যথেষ্ট উন্নতি ঘটাবে। সরকার দাবি করেছে যে এই হাইওয়ের সংলগ্ন এলাকাগুলোর অর্থনৈতিক উন্নতি অবশ্যই ঘটবে।

Advertisements

সূত্রের মাধ্যমে জানা গেছে যে, রাজস্থানের বেশিরভাগ অংশের উপর দিয়েই গেছে অমৃতসর-জামনগর ইকোনমিক হাইওয়েটির (Amritsar to Jamnagar Expressway) ৫০০ কিলোমিটারের বেশি অংশ। এই সড়কপথটি রাজস্থানের হনুমানগঢ় জেলার জাখদাওয়ালি গ্রাম থেকে জালোর জেলার খেতলাওয়াস গ্রাম পর্যন্ত বিস্তৃত, যা সরাসরি অমৃতসরের সঙ্গে সংযোগ স্থাপন করছে। সড়কপথটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ১১ হাজার ১২৫ কোটি টাকা।

চলতি বছরের ৭ই জুন অর্থাৎ শুক্রবার ভোটকে লক্ষ্য করে প্রধানমন্ত্রী গেছিলেন চার রাজ্য- তেলঙ্গানা, ছত্তিশগঢ়, রাজস্থান এবং উত্তরপ্রদেশ সফরে। প্রথমে এই যাত্রা শুরু হয়েছিল উত্তরপ্রদেশ দিয়ে এবং পরে রাজস্থান সফরের সময়ই ৬ লাইন বিশিষ্ট জামনগর-অমৃতসর ইকোনমিক হাইওয়ের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী।

Advertisements