৬ মাসের জন্য গরবীদের বিনামূল্যে চাল-গম, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পরিস্থিতি ভালোর দিকে ঠেকছে না। এমনটা বুঝে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন রকম ঝুঁকি নিতে চাইছেন না। ইতিমধ্যেই রাজ্যে করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩। তাই রাজ্যের জনসাধারণকে নির্দেশ, প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবেন না।

Advertisements

Advertisements

পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার ঘোষণা করেন, প্রয়োজন হলে জোর করে হাসপাতালে নিয়ে যাওয়া হবে। এমনিতেই রাজ্যজুড়ে লাগু হয়েছে মহামারী আইন। শুক্রবার প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে কথা বলার পর একগুচ্ছ বার্তা রাজ্যের বাসিন্দাদের জন্য ঘোষণা করেন। করোনা পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেন, রেশন ব্যবস্থায় গরিবরা চাল গম কেনার জন্য যে ২ টাকা দিতে হতো তা দিতে হবে না। বিনামূল্যে মিলবে খাদ্যশস্য। পাশাপাশি তিনি এদিন এও নির্দেশ দেন, ৫০% সরকারিকে কর্মচারী বাড়ি থেকেই কাজ করার।

Advertisements

মুখ্যমন্ত্রী জানান, “দোকানপাট বন্ধ থাকছে না। গুজব না ছড়িয়ে সংক্রমণ ঠেকানোর জন্য লড়াই করুন। এই মতো জরুরি অবস্থায় রাজ্যের শ্রমজীবী ও গরিব মানুষের খাদ্য নিয়ে অসুবিধায় পড়তে পারেন। তাদের সামনে কাজ বন্ধ হয়ে যেতে পারে। তাই তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেজন্য সেপ্টেম্বর মাস পর্যন্ত তারা একসঙ্গে ৬ মাসের খাদ্যশস্য তুলে নিতে পারবেন বিনামূল্যে।”

এছাড়াও সরকারি কর্মচারীদের জন্য তিনি বলেন, “আগামী সপ্তাহ থেকে ৩১ শে মার্চ পর্যন্ত সরকারি অফিসের কর্মচারীদের ৫০% বাড়িতে বসে কাজ করুন। কিভাবে করবেন সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট তা জানিয়ে দেবে। ডাক্তার, নার্স, পুলিশদের জরুরী পরিষেবার সাথে যুক্তদের আলাদা লিড দেওয়া হবে।”

করোনা মোকাবিলায় রাজ্য সরকারের তরফ থেকে আপাতকালীন ফান্ড খোলা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisements