৩ লক্ষ লোনে সুদ মাত্র ৪ শতাংশ, কৃষি ক্ষেত্রে কেন্দ্রের দুর্দান্ত উদ্যোগ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের কৃষকদের কথা মাথায় রেখে কেন্দ্র সরকারের তরফ থেকে বিভিন্ন সময়ে নানান প্রকল্প আনা হয়ে থাকে। আর্থিকভাবে এবং কৃষকদের পাশে থাকার জন্য এই সকল প্রকল্প আনা হয়। এই উদ্যোগের পরিপ্রেক্ষিতে আনা হয়েছে জনদরদী প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। সেরকমই এবার এমন একটি উদ্যোগ নেওয়া হলো যাতে ৩ লক্ষ টাকা লোনে ১.৫% সুদের সহায়তা দেওয়া হবে।

Advertisements

এই রকম একটি উদ্যোগের ক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। সম্প্রতি নরেন্দ্র মোদির মন্ত্রিসভা এই অনুমোদন দিয়েছে। ২০২২-২৩ অর্থবর্ষে ১.৫% সুদের সাবভেনশন দেওয়া হবে। কৃষি ঋণ দেওয়ার ক্ষেত্রে এই সুবিধা বজায় থাকবে আগামী ২০২৪-২৫ অর্থবর্ষ পর্যন্ত। সরকারি খাতের ব্যাঙ্ক, বেসরকারি ব্যাঙ্ক, ক্ষুদ্র আর্থিক ব্যাঙ্ক, আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক, সমবায় ব্যাঙ্কগুলিকে এই সাবভেনশন দেওয়া হবে।

Advertisements

এরই পরিপ্রেক্ষিতে ৩৪৮৫৬ কোটি টাকা অতিরিক্ত খরচ করা হবে বাজেট থেকে। এর ফলে কৃষি ক্ষেত্রে ঋণ প্রবাহ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি এর ফলে গ্রামীণ অর্থনীতি এবং ঋণ প্রদানকারী সংস্থাগুলির ভীত মজবুত হবে। কারণ এর ফলে ঋণ প্রদানকারী সংস্থাগুলি ঋণ দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত খরচ বহন করতে সক্ষম হবে।

Advertisements

কৃষিক্ষেত্রে এই ঋণ প্রদান বৃদ্ধি পেলে স্বল্পমেয়াদি ঋণের কারণে পশুচাষ, ডেয়ারি, পোলট্রি, মাছচাষের সুবিধা বাড়বে। এর পাশাপাশি সময়মতো কৃষকরা যদি তাদের ঋণ শোধ করে দেন তাহলে তাদের কেবলমাত্র ৪ শতাংশ সুদ দিতে হবে। এছাড়াও কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষকরা যেকোনো সময় ঋণের সুবিধা পেয়ে থাকেন।

কেন্দ্র সরকারের তরফ থেকে সম্প্রতি আত্মনির্ভর প্রকল্পের আওতায় প্রায় ৩.১৩ কোটি কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে। যেখানে এই কিষান ক্রেডিট কার্ড দেওয়ার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা ছিল ২.৫ কোটি। কেন্দ্রের এই প্রকল্পের এবং উদ্যোগের পরিপ্রেক্ষিতে দেশের বহু কৃষক উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

Advertisements