USB powered refrigerator: ৫ মিনিটে হবে বরফের মত ঠাণ্ডা! 5V হলেই চলবে এই ফ্রিজ

Prosun Kanti Das

Published on:

Advertisements

The USB refrigerator is a piece of relief, check it: হাঁসফাঁস গরমের দাবদাহে প্রাণ ওষ্ঠাগত জনসাধারণের। দক্ষিণবঙ্গে যেমন দাপিয়ে বাড়ছে তাপপ্রবাহ উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতেও এর হাত থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। স্বস্তির উপায় খুঁজতে মরিয়া আমরা সকলেই। কর্মসূত্রে আমাদের সকলকেই কমবেশি বাইরে বেরোতে হয়। যাতায়াতের পথে ঠান্ডা পানীয় ক্ষণিক স্বস্তি এনে দিতে পারে কিন্তু তা সব সময় হাতের কাছে পাওয়া সম্ভব নয় এই দাবদাহের সময়। বিজ্ঞানের কল্যাণে এক অভিনব উপায় আমাদের হাতের মুঠোয় চলে এসেছে এখন। সেটি আমরা সহজেই আমাদের সাথে করে যাত্রাপথে ব্যবহার করতে পারি। বিজ্ঞানের সেই আশীর্বাদ ইউএসবি রেফ্রিজারেটর (USB powered refrigerator) সম্পর্কে আজ আমরা জেনে নেব।

Advertisements

মিনি এই রেফ্রিজারেটর এর কথা আমরা অনেকেই শুনেছি। এটি বিদ্যুৎ চালিত নয় এই রেফ্রিজারেটরটি ইউএসবি চালিত (USB powered refrigerator)। এটিকে আমরা সাথে করে এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই নিয়ে যেতে পারি। ঠান্ডা করার সাথে সাথে এই রেফ্রিজারেটরের মাধ্যমে গরম করা সম্ভব। ৪° থেকে ৯° সেন্টিগ্রেড পর্যন্ত ঠান্ডা করতে পারে যেমন ঠিক তেমনভাবেই ৪০° থেকে ৪৫°সেন্টিগ্রেড পর্যন্ত গরম করতেও সক্ষম এই রেফ্রিজারেটর। তবে মাথায় রাখতে হবে পাঁচ মিনিটের বেশি কোন কিছুই এর ভিতরে রাখা চলবে না। এই ইউএসবি রেফ্রিজারেটর খুব দ্রুত কাজ করে বাড়ির রেফ্রিজারেটরের তুলনায়।

Advertisements

এই অভিনব রেফ্রিজারেটরটি আয়তন কিরকম একবার দেখে নেওয়া যাক। দৈর্ঘ্যে নয় সেন্টিমিটার ও প্রস্থে ৮ সেন্টিমিটারের হয়ে থাকে এটি। এটির আভ্যন্তরীণ স্থান ৭৮৪ সেন্টিমিটার। এটিকে মিনি ট্রাভেল ফ্রিজ ও বলা যেতে পারে অতএব আপনি অনায়াসেই অন্যত্র সাথে করে নিয়ে যাওয়া সম্ভব। এই রেফ্রিজারেটরের বডিটি প্লাস্টিক দিয়ে তৈরি। বাজার থেকে কেনার সময় একটি ম্যানুয়াল ও পাওয়ার কার্ড দেওয়া হয়।

Advertisements

5V মিনি ইউএসবি রেফ্রিজারেটরটি (USB powered refrigerator) ফ্ল্যাবিশ তৈরি করে থাকে। এর মডেল নাম্বারটি হল PZIN68002646। এটির ওজন প্রায় ১০০ গ্রাম। চীনে উৎপাদিত এই রেফ্রিজারেটরটি ভারত আমদানি করে থাকে। ২৭ শে ফেব্রুয়ারি ২০১৯ থেকে এটি বাজারে পাওয়া যাচ্ছে। অ্যামাজন থেকে অতি সহজেই আমরা অর্ডার করতে পারি এটিকে।

হরেক উপকারিতার সাথে সাথে এই ফ্রিজটির রয়েছে কিছু সীমাবদ্ধতা সেগুলি এখন আমরা দেখে নেব

১. এই মেশিনে সরাসরি তরল ঢালা একদম উচিত নয়।

২. স্যাঁতস্যাঁতে জায়গা থেকে দূরে রাখা প্রয়োজন এটিকে।

৩. কার্বোহাইড্রেট জাতীয় কোন রকম পানীয় এই ইউএসবি রেফ্রিজারেটরের মধ্যে রাখা একদম উচিত নয়।

৪. ভেজা হাতে কখনোই এটিকে স্পর্শ করবেন না।

৫. পাওয়ার বন্ধ করে তবেই এটি ব্যবহার করা বাঞ্ছনীয়।

৬. মিনি এই রেফ্রিজারেটরের এয়ার ভেন্ট সবসময় পরিষ্কার থাকে সেই দিকে আপনার যত্নশীল হওয়া প্রয়োজন।

৭. সূর্যের সরাসরি রশ্মি থেকে এটিকে যথাসম্ভব দূরে রাখতে হবে।

আপনার হাতের কাছে এই সুবিধাজনক রেফ্রিজারেটরটি থাকায় গরমের দাবদাহ আর নাজেহাল হতে হবে না আপনাকে। শরীর ঠান্ডা করার জন্য শীতল পানিও এবার আপনার হাতের মুঠোয়।

Advertisements