নিজস্ব প্রতিবেদন : আবহাওয়ার চরম থেকে চরমতম খামখেয়ালিপনা। গত দুদিন আগেই দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও রাত ও ভোরের দিকে শীতের অনুভূতি বজায় ছিল। অথচ বৃহস্পতিবার থেকে আবহাওয়ার বিপুল পরিবর্তন ঘটে, সকাল থেকে শুরু হয় প্যাচপেচে গরম। তবে এই প্যাচপেচে গরম থেকে রেহাই দিতে আসছে ঝড়-বৃষ্টি, কালবৈশাখী। অন্তত হাওয়া অফিসের পূর্বাভাস এমনটাই।
আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দেখা মিলতে পারে। এমনকি এদিন বিকালের পর কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। শনিবার পর্যন্ত চলবে ঝড়-বৃষ্টি। এমনকি ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হওয়া। অন্যদিকে নদীয়া, মুর্শিদাবাদ এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে রবিবার। শুক্র ও শনিবার উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার সকাল থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। বেলা বাড়ার সাথে সাথে বাড়বে মেঘ। কলকাতায় শুক্রবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। অন্যদিকে শ্রীনিকেতন হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২০.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী বেশি।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, ১৩ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনার কথা। আর শ্রীনিকেতন হাওয়া অফিসের পূর্বাভাস ১৩ থেকে ১৬ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।