নিজস্ব প্রতিবেদন : চলতি বছর আবহাওয়ার খামখেয়ালিপনা চরম কষ্ট দিয়েছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। যেভাবে এই বছর গরম পড়েছিল তা এর আগে কত বছর আগে পড়েছিল তা মনে করতে পারছেন না অনেকেই। তবে এবার সেই গরমের অবসান ঘটতে চলেছে। আপাতত আর ঘাম ঝরানোর মতো গরম খুব একটা দেখা যাবে না বলেই পূর্বাভাস দিচ্ছে হওয়া অফিস। এর পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে, কবে থেকে দক্ষিণবঙ্গে পড়বে শীত (Winter)।
আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে মূলত শুক্রবার এবং শনিবারের আবহাওয়া নিয়ে একটি আপডেট দিয়েছে। আলিপুর হাওয়া অফিসের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শুক্রবার দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার থাকবে। কোথাও কোনরকম বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। এছাড়াও শনিবারও আবহাওয়া ভালো থাকবে বলে জানিয়েছেন তিনি। শনিবার রয়েছে লক্ষ্মীপূজো।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবারের মতো শনিবারও আবহাওয়ার কোনরকম খামখেয়ালিপণা লক্ষ্য করা যাবে না। সুতরাং লক্ষ্মীপুজোর দিন বৃষ্টি অথবা অন্য কোন আশঙ্কা নেই। ঐদিন রাজ্যের আবহাওয়া বেশ মনোরম থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়াও শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। উত্তরবঙ্গের আবহাওয়াও আপাতত মনোরম থাকবে বলে জানানো হয়েছে।
অন্যদিকে শীত কবে পড়বে তা সম্পর্কে যা জানা যাচ্ছে তাতে আগামী তিন চার দিন দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। শুক্রবার থেকেই তাপমাত্রার পতন লক্ষ্য করা যাবে। তবে ইতিমধ্যেই শীত শীত ভাব শুরু হয়ে গিয়েছে পশ্চিমের জেলাগুলিতে। পশ্চিমের জেলাগুলিতে রাতে তরতরিয়ে তাপমাত্রার পারদ কমছে এবং ভোর ও সকাল দিকে ইতিমধ্যেই শীত শীত অনুভব শুরু হয়ে গিয়েছে। কোন কোন জেলায় তাপমাত্রার পারদ ২০ ডিগ্রির নিচেও থাকতে পারে।
হাওয়া অফিসের তরফ থেকে দক্ষিণবঙ্গে কবে থেকে জাঁকিয়ে শীত পড়বে তা সম্পর্কে সুনির্দিষ্ট কোন দিন জানানো না হলেও ধাপে ধাপে তাপমাত্রার পারদ কমবে বলেই জানানো হয়েছে। এক্ষেত্রে আশা করা হচ্ছে নভেম্বর মাস অর্থাৎ কালীপুজোর সময় দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ অনেকখানি কমে যেতে পারে, যদি কোন প্রতিকুল পরিস্থিতি তৈরি না হয়।