শক্তিশালী বিস্ফোরণে উড়ে গেল গোটা বাড়ি

Madhab Das

Published on:

Advertisements

অমরনাথ দত্ত : বিরোধীরা বারংবার বীরভূমকে বারুদের স্তুপে পরিণত হয়েছে বলে অভিযোগ করে আসছেন। আর যেন সেই অভিযোগকে মঙ্গলবার প্রমাণ করল বীরভূমের ইলামবাজারের জালালনগর গ্রামের বিস্ফোরণ। এদিন বিস্ফোরণে উড়ে গেল পরিত্যক্ত বাড়ির গোটা অংশ। স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার সকালে একটি শক্তিশালী বিস্ফোরণে উড়ে যাই জালালনগরের ওই বাড়িটি।

Advertisements

Advertisements

এদিন এই বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বিস্ফোরণের আওয়াজ শোনা যায় দূর-দূরান্ত থেকে। আর বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইলামবাজার থানার পুলিশ। পুলিশ ইতিমধ্যেই এই বিস্ফোরণের কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, পরিত্যক্ত ওই বাড়িটিতে বোমা মজুদ করে রাখা হয়েছিল। যার ফলেই এই বিস্ফোরণ ঘটে। পরিত্যক্ত ওই ভাঙ্গা বাড়িটি মৃত কাসেম আলীর ছেলে শেখ ওসমানের বলে জানা যায় স্থানীয় সূত্রে।

Advertisements

প্রতিবেশীদের দাবি, সকালবেলায় ঘটে যাওয়া এই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে পুরো বাড়ির অংশ উড়ে যায়। পাশাপাশি ওই বাড়িটি ক্ষতি হওয়া ছাড়াও পার্শ্ববর্তী একটি বাড়িতেও ক্ষতি হয়েছে।

প্রসঙ্গত, বীরভূমে বোমা বিস্ফোরণ বাড়ি ভেঙে পড়ার ঘটনা এই প্রথম নয়। এর আগেও আমরা বারংবার দেখেছি বীরভূমের বিভিন্ন এলাকায় বিস্ফোরণে কখনো বাড়ীর চাল উড়ে যেতে, কখনো সম্পূর্ণ বাড়ি ভেঙে পড়তে। আর এই ঘটনায় অধিকাংশ সময় এই অভিযোগের আঙুল উঠেছে শাসক দলের নেতাকর্মীদের দিকে।

Advertisements