নিজস্ব প্রতিবেদন : ভোট দিতে যাওয়ার সময় পথ আটকে বাধা মহিলাকে। তবে ওই মহিলা কোনরকম তোয়াক্কা না করেই চোখে চোখ রেখে পাল্টা জবাব দিয়ে ভোট দেওয়ার জন্য রওনা দিলেন। এই ঘটনা যেন নারী শক্তির জয়। আর সেই নারী শক্তির জয়কে হাতিয়ার করেই বিজেপির তরফ থেকে ফের একবার শাসকদলের বিরুদ্ধে তোপ দাগা হয়েছে।
এমন ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের পানাকুয়া গ্রামপঞ্চায়েতে। ঘটনাকে কেন্দ্র করে বিজেপি অভিযোগ করেছে, ‘তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের ভোটারকে ভোটদানে বাধার সৃষ্টি করে।’ ইতিমধ্যেই এই ভিডিও প্রকাশ্যে আসার পর নির্বাচন কমিশনও নড়েচড়ে বসেছে। তবে ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর বেলা ওই মহিলা যখন ভোট দিতে যাচ্ছিলেন তখন তৃণমূল আশ্রিত এক দুষ্কৃতী তার পথ আটকানো। তাদের মধ্যে বেশ কিছুক্ষণ বচসা হয়। সেসময় তৃণমূল আশ্রিত ওই দুষ্কৃতীকে বলতে শোনা যায়, ‘ভোট দিতে যাচ্ছিস যা, কিন্তু ভালো করছিস না।’ এর জবাবে ওই মহিলা রুখে দাঁড়িয়ে বলেন, ‘কি করবি আমার’। জবাবে তখন ওই দুষ্কৃতী বলেন, ‘কি করব না করব বুঝবি’। আর এর পরেই ওই মহিলা রীতিমতো রুখে দাঁড়িয়ে ‘যা করার করে নিবি যা’ বলে ভোট দিতে রওনা দেন।
এটাই নারী শক্তি, যারা কোনো চোখ রাঙানিকে ভয় করেনা!
তৃণমূল যতই অত্যাচার করো, বাংলার নারীরা এই অত্যাচারের বিরুদ্ধে নিজেদের মতাধিকার প্রয়োগ করবে। #BJPAnbeAsolPoriborton pic.twitter.com/h5eAS7RSeO
— BJP Bengal (@BJP4Bengal) April 6, 2021
[aaroporuntag]
ভিডিওটিকে হাতিয়ার করে বিজেপির তরফ থেকে টুইট করা হয়েছে এবং লেখা হয়েছে, ‘এটাই নারী শক্তি, যারা কোনো চোখ রাঙানিকে ভয় করেনা! তৃণমূল যতই অত্যাচার করো, বাংলার নারীরা এই অত্যাচারের বিরুদ্ধে নিজেদের মতাধিকার প্রয়োগ করবে।’ অন্যদিকে নির্বাচন কমিশন এই ভিডিও দেখার পর স্থানীয় জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে ওই ব্যক্তিকে খুঁজে বের করে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে।