নতুন বছরে সুখবর, প্রথম করোনার টিকা হিসাবে pfizer-কে ছাড়পত্র দিলো WHO

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গোটা একটা বছর আশঙ্কার মধ্যে কাটানোর পর অবশেষে নতুন বছরের শুরুতেই মিললো সবথেকে বড় সুখবর। যে সুখবরের জন্য দীর্ঘদিন ধরে মানুষ অপেক্ষায় ছিলেন অর্থাৎ করোনার টিকা। এবার বছরের অন্তিম লগ্নে নতুন বছরের শুরুর আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO প্রথম করোনার টিকা হিসাবে Pfizer- BioNtech-এর সম্ভাব্য কোভিড প্রতিষেধককে জরুরী ভিত্তিতে ব্যবহারের জন্য ছাড়পত্র দিলো। আর এই ছাড়পত্র মিলতেই খুশির হাওয়া বিশ্বজুড়ে।

Advertisements

Advertisements

Pfizer- BioNtech-এর টিকাকে ছাড়পত্র দেওয়ার কারণ?

Advertisements

WHO-এর বক্তব্য অনুযায়ী, সংস্থার এই টিকাটি নিরাপত্তা সংক্রান্ত সমস্ত শর্ত পূরণ করেছে। যে সকল শর্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে দেওয়া হয়েছিল। পাশাপাশি এই টিকা ব্যবহারের ফলস্বরূপ সংক্রমণের ঝুঁকি কমায় ইঙ্গিতও মিলেছে। যে কারনেই বিশ্বের প্রথম টিকা হিসাবে Pfizer- BioNtech-এর করোনার টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার থেকে ছাড়পত্র পেল।

ছাড়পত্রের ফলাফল

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে এই ছাড়পত্র দেওয়ার ফলে Pfizer- BioNtech-এর করোনার টিকা বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন সংস্থার জন্য দরজা খুলে দিলো। এখন বিশ্বের যে কোন ওষুধ প্রস্তুতকারী সংস্থা চাইলে এই টিকা আমদানী করতে পারবে এবং বিতরণ করতে পারবে। পাশাপাশি UNICEF-এর মতো WHO-র সহকারী সংস্থাগুলিও এখন থেকে সরকারিভাবে এই টিকা কিনতে পারবে এবং তা বিশ্বের গরিব দেশগুলির মধ্যে বিতরণ করতে পারবে।

কতটা কার্যকর এই করোনার টিকা

মার্কিন টিকা প্রস্তুতকারী সংস্থা Pfizer- BioNtech-এর তরফ থেকে দাবি করা হয়েছে ৯০% কার্যকর এই টিকা। পাশাপাশি তারা চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালের করার পর জানিয়েছে, করোনার এই টিকার কোনো রকম পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

Advertisements