যাত্রী মাত্র ১৫ জন, বিশ্বের সবচেয়ে ছোট ট্রেন চলে ভারতেই, ভাড়াও অবাক করা

Antara Nag

Published on:

Advertisements

ব্রিটিশ আমলে ভারতীয় রেলের (Indian Railways) পথ চলা শুরু। সুপ্রাচীন ইতিহাস রয়েছে ভারতীয় রেল ব্যবস্থার। সময়ের সাথে ভারতীয় রেল (Indian Railways) আজ ছড়িয়ে পড়েছে দেশের প্রতিটি কোনায়। প্রধানত মালপত্র লুট করার কাজের জন্য ব্রিটিশরা ভারতীয় রেলের (Indian Railways) প্রচলন করে। এছাড়াও দার্জিলিং বা সিমলার মত জায়গাতে ঘুরতে যাওয়ার জন্যও বসানো হয় রেললাইন।

Advertisements

জানলে অবাক হবেন ব্রিটিশ ভারতে শীতকালীন রাজধানী ছিল কলকাতা (Kolkata)। আর গ্রীষ্মকালীন রাজধানী হিমাচল প্রদেশ (Himachal Pradesh)। তাই নিজেদের সুবিধার্থে তারা নানান জায়গায় ট্রেন চলাচল শুরু করে। হিমাচল প্রদেশের সিমলাতে একটি বিশ্ব বিখ্যাত (Simla Toytrain) টয় ট্রেন রয়েছে। এই টয়ট্রেন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমাও পেয়েছে। আর এই সিমলাতেই আছে রেল মোটর। যার কথা শুনলে চমকে উঠবেন সকলেই।

Advertisements

এই টয় ট্রেন (Simla Toytrain) চলে কালকা থেকে সিমলার মধ্যে। এই রেল সিমলা থেকে দুপুর ১২ টার সময় ছাড়ে এবং বিকাল ৫ টায় পৌঁছায় কালকা। গোটা যাত্রাপথে এই ছোট্ট টয় ট্রেনটি (Simla Toytrain) মাত্র একটি জায়গায় দাঁড়ায়। সেই জায়গাটি হল বরোগ। আর এই রেলে একসাথে যাত্রা করতে পারেন মাত্র ১৫ জন যাত্রী।

Advertisements

যদিও অন্যান্য পরিবহন ব্যবস্থার থেকে এই ট্রেনের যাত্রা খরচ বেশ দামী। তবে যাত্রার সময় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এই টয় ট্রেন (Simla Toytrain) ব্যবস্থার কোনও বিকল্প নেই। কালকা থেকে সিমলার দূরত্ব ৯৪ কিলোমিটার। এই ট্রেনে ভ্রমণ করার জন্য আপনাকে দিতে হবে মাত্র ৮০০ টাকা। আর এর বিনিময়ে এই গোটা পথ আপনি ঘুরতে পারবেন ছোট্ট একটি ট্রেনে চেপে।

যদিও বর্তমানে ট্রেন মানুষের নিত্য সঙ্গী। এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে মানুষ ট্রেনকেই ভরসা করেন বেশি। আর সেই ট্রেন সফরেই যদি রোমাঞ্চ খুঁজে পাওয়া যায় তাহলে তো কথাই নেই। তাই কখনো সিমলা গেলে অবশ্যই এই ট্রেনে সফর করে দেখবেন।

Advertisements