দিনকয়েক ধরেই দক্ষিণের ছবি Enemy-র Tum-tum গানটি ভীষণভাবে জনপ্রিয় হয়েছে। সোশাল মিডিয়া খুললেই সেই গানের তালে রিলসের ছড়াছড়ি দেখতে পাওয়া যায়। এবার এই গানের হিন্দি ভার্সন বের করে সোশ্যাল মিডিয়া কাঁপালো এক যুবক।
মাঝেমধ্যে বেশকিছু গান এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে তা সকলেরই ঠোঁটের আগায়। তার সুর, তাল সবমিলিয়ে বলাই যায় সারাক্ষণই গুনগুন করতে ইচ্ছে হয় খানিক। অনেকক্ষেত্রেই সে সমস্ত গানের মানেও আমরা তেমনভাবে হয়তো জানি না। দক্ষিণের সেইসব গান নিয়ে দর্শকের এতটাই আগ্রহ থাকে যে একবার অন্ততঃ অর্থ জানতেও মন চায় না কারো। যদিও যেকোনও বিষয়েরই অর্থ জানা থাকলে তা আরও বেশি করে সহজবোধ্য হয়ে ওঠে মানুষের কাছে। তাই মানুষের বোধগম্য হবার জন্য এবার এই গানের হিন্দি ভার্সন বের করলো এক যুবক।
ইনস্টাগ্রামে এই গানটি (Tum Tum) আসলে গেয়েছিলেন আক্স বাঘলা নামের এক গায়ক। ইনস্টা বায়োতে আক্স নিজেকে ইউটিউবার এবং গায়ক হিসেবে দাবি করেছেন। ছোট্ট ক্লিপটিতে আক্স-কে দেখা গিয়েছে বিখ্যাত তামিল গান ‘Tum Tum’-এর হিন্দি ভার্সনটি গাইছেন। আর গানের শুরুটাই তিনি করেছেন শ্রীলঙ্কার ‘মানিকে মাগে হিথে’ গানটির সাথে ম্যাশ আপ করে।
এই গান শুনে এক সোশ্যাল মিডিয়া বাসি লিখেছেন, এটা তার কাছে অপ্রত্যাশিত এবং আশ্চর্যজনক কিছু ছিল। গানটা শোনার পর যেন তার মাথার উপর দিয়ে প্রজাপতিরা উড়ছিল! আর একজন এই মন্তব্যের সাথে যোগ করলেন, আক্স- এর অন্যান্য গানের মতোই এটাতেও মুগ্ধ সকলে।
ইউটিউব ইন্ডিয়াতে এই গান (Tum Tum) প্রকাশ পেয়েছে। ভিডিয়োটির ক্যাপশনে লেখা আছে, এই গান শুনে থেমে থাকতে পারবেন না। আর ভিডিও পোস্ট হবার অল্প সময়ের মধ্যেই ভিডিয়োটির ভিউ ২ লাখ ছাপিয়ে গিয়েছে। ওরিজিনাল ভিডিয়োটির ভিউ এর মধ্যেই ৬.৫ মিলিয়নের বেশি হয়ে গিয়েছে। আক্সের এই গান শুনে নেটিজেনরা অবিশ্বাস্যভাবে মুগ্ধ হয়েছেন।