লকডাউনে বাড়ি ফিরতে পারেননি মালিক, সুযোগ বুঝে কোপ চোরেদের

নিজস্ব প্রতিবেদন : বিশ্বের পাশাপাশি ভারতেও দিনের পর দিন বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। এই করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন। ২১ দিনের জন্য লকডাউন জারি করেছে কেন্দ্র সরকার। আর এই লকডাউন চলাকালীন বাড়ির মালিক বাইরে আটকে থাকার সুযোগকে কাজে লাগিয়ে সুযোগ বুঝে কোপ মারলেন চোরের দল। রাতের অন্ধকারে মালিকহীন বাড়িতে ঢুকে সর্বস্ব চুরি করে নিয়ে পালাল দুষ্কৃতীরা।

চুরির ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার নিশ্চিন্তপুরের সিদ্ধেশ্বরীতলায়। সেখানকার বাসিন্দা ছায়া রায় বাড়ি তালা বন্ধ করে লকডাউনের আগে বর্ধমানে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছেন। লকডাউনের পরিস্থিতিতে তিনি সেখানেই আটকে পড়েন। এরপর শনিবার সকালবেলা এলাকার লোকজন দেখতে পান বাড়ির দরজা খোলা। তারা বাড়ির ভিতরে উঁকি মারলে দেখতে পান আলমারি ভাঙা। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বাড়ির জিনিসপত্র। চুরির বিষয়টি বুঝতে পেরে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।