UIDAI Jobs: দুর্দান্ত চাকরির সুযোগ আছে আধার দফতরে, কবে করা যাবে আবেদন?

Prosun Kanti Das

Published on:

Advertisements

UIDAI Job: নতুন বছরে আপনিও কি উপযুক্ত চাকরি করছেন? এই প্রতিবেদনটি অবশ্যই একবার পড়বেন তাহলে এমন একটি চাকরির সন্ধান পাবেন যা বদলে দিতে পারে আপনার ভাগ্য। যেসব চাকরিপ্রার্থীরা এতদিন পর্যন্ত অপেক্ষা করেছেন উপযুক্ত চাকরির জন্য তাদের অপেক্ষার দিন এবার শেষ। এই বড় খবর চাকরিপ্রার্থীদের জন্য আশার আলো নিয়ে আসতে চলেছে। চলুন দেরি না করে জেনে নিই বিস্তারিতভাবে।

Advertisements

বেশিরভাগ ছেলেমেয়ে স্বপ্ন দেখে সরকারি চাকরি পাওয়ার, কিন্তু অনেকের কাছে এই স্বপ্ন অধরাই থেকে যায়। তবে আজকের এই প্রতিবেদনে যে দুর্দান্ত চাকরির খবর দেওয়া আছে তাতে ভাগ্য খুলে যেতে পারে বেকার যুবক-যুবতীদের। এবার জানতে হবে কোথায় শুরু হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়া? শূন্যপদ কত এবং বেতনই বা কত হবে?

Advertisements
কোন দপ্তরের পক্ষ থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে?

কেন্দ্র সরকারের আধার দপ্তরে (UIDAI Job) খুব শীঘ্রই নিয়োগ করা হবে প্রার্থী।

Advertisements
কোন পদে নিয়োগ হবে?

আধার সেবা কেন্দ্রে (UIDAI Job) অপারেটর এবং সুপারভাইজর পদের জন্য এই নিয়োগ করা হবে।

কিভাবে নেওয়া হবে আবেদনপত্র?

কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে (UIDAI Job) এই নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হচ্ছে। উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, পঞ্জাব সহ মোট ২৩টি রাজ্যের প্রার্থীরা এক্ষেত্রে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।

আবেদন করার শেষ তারিখ

আগামী ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত করা যাবে আবেদন।

কারা আবেদন করতে পারবেন?

বর্তমানে গুজরাত, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, নাগাল্যান্ড, ওড়িশা, পঞ্জাব, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, তেলেঙ্গানা, ত্রিপুরা, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের প্রার্থীরা আধার সেবা কেন্দ্রের এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: এই কেন্দ্রীয় বিদ্যালয়ে নিয়োগ করা হবে শিক্ষক, আবেদন করুন শীঘ্রই

কোথায় দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি?

জেলাভিত্তিক নিয়োগের (UIDAI Job) জন্য অনলাইনে বিজ্ঞাপন দেওয়া হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদন করার আগে প্রার্থীরা এই বিজ্ঞপ্তি ভাল করে পড়ে দেখে নিতে পারেন।

শিক্ষাগত যোগ্যতা

অপারেটর বা সুপারভাইজর পদের জন্য প্রার্থীদের একটি স্বীকৃত বোর্ড থেকে ৩ বছরের পলিটেকনিক ডিপ্লোমা সহ দ্বাদশ উত্তীর্ণ বা ২ বছরের আইটিআই ডিগ্রি সহ দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। তবে এই প্রার্থীদের অবশ্যই কোনো UIDAI প্রত্যয়িত সংস্থা থেকে আধার অপারেটর কিংবা সুপারভাইজর সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও কম্পিউটার সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকা জরুরি।

কী অভিজ্ঞতা দরকার?

প্রার্থীদের অবশ্যই যে কোনো আধার পরিষেবা কেন্দ্রে কাজের অভিজ্ঞতার শংসাপত্র থাকতে হবে।

কীভাবে হবে প্রার্থী নির্বাচন?

সাধারণত প্রার্থীদের এক বছরের চুক্তির ভিত্তিতে করা হবে এই নিয়োগ (UIDAI Job)। নির্বাচিত প্রার্থীদের রাজ্য সরকারের বেতন স্কেল অনুযায়ী বেতন দেওয়া হবে প্রতি মাসে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য কমন সার্ভিস সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে।

Advertisements