Election in Darjeeling: ভোটার মাত্র ১০৫! এই জায়গায় ভোট করাতে যেতে হাজার কাঠখড় পোড়াতে হয় ভোটকর্মীদের

There are only 105 Election staff in this booth in Darjeeling: সামনেই লোকসভা ভোট। বিভিন্ন সরকারি কর্মীদের ভোট কর্মী হিসেবে বিভিন্ন এলাকায় পাঠানো হবে। ইতিমধ্যে ভোট প্রক্রিয়া চালানোর নিয়ম কানুন শেখানোর জন্য ট্রেনিং শুরু হয়ে গেছে অনেক জায়গাতেই। ১৯.০৪.২০২৪ থেকে ০১.০৬.২০২৪ অব্দি সারা ভারতব্যাপী লোকসভা ভোট অনুষ্ঠিত হবে। তার ঠিক ১ দিন আগে থেকে বিভিন্ন এলাকায় ভোট কর্মীদের পাঠানো শুরু হবে। এই ভোট কর্মী হিসেবে কোন এলাকায় ভোট নিতে যাওয়ার বিষয়টা অনেকের কাছেই খুব ঝক্কি ঝামেলার হয়ে দাঁড়ায়। অনেক প্রত্যন্ত গ্রামে ভোট নিতে যেতে হয় ভোট কর্মীদের। সেক্ষেত্রে যাতায়াতের অসুবিধা, থাকা খাওয়ার অসুবিধা সবকিছুরই সম্মুখীন হতে হয় তাঁদের।

আজ এই প্রতিবেদনে আমরা যে এলাকা সম্বন্ধে কথা বলছি সেখানেও যাতায়াত করা খুবই কঠিন। কিছুটা রাস্তা গাড়িতে যাওয়া যায়। তারপরে ইভিএম মেশিন সহ ইত্যাদি মালপত্র খচ্চরের পিঠে চাপিয়ে বেশ কিছু রাস্তা যেতে হয় হেঁটে। পাহাড়ি রাস্তার চড়াই উতরাই পার করার জন্য হাঁটা ছাড়া আর কোনো গতি নেই। এইভাবে ভোট কর্মীরা পৌঁছাবেন রাম্মাম বনবস্তি প্রাইমারি স্কুলের ভোট কেন্দ্রে। শুধুমাত্র এই বুথ কেন্দ্রটি নয়, দার্জিলিং লোকসভার (Election in Darjeeling) অন্তর্ভুক্ত এমন অনেক বুথই রয়েছে যেগুলি পাহাড়ে ঘেরা দুর্গম এলাকায়। তাই অনেক কাঠখড় পুড়িয়ে ভোট কর্মীদের এই এলাকাগুলোতে পৌঁছাতে হয়।

দার্জিলিং লোকসভার (Election in Darjeeling) অন্তর্গত রাম্মাম বনবস্তি প্রাইমারি স্কুল বুথে, ভোটারের সংখ্যা খুবই কম মাত্র ২০৯ জন। দার্জিলিং থেকে শ্রীখোলা হয়ে প্রায় ৬৫ কিলোমিটার দুর্গম পথ অতিক্রম করার পর পৌঁছানো যাবে রাম্মাম বনবস্তি প্রাইমারি স্কুল বুথে। শ্রীখোলা থেকে আর কোন গাড়ি উপরের দিকে ওঠে না। তাই ভরষা শুধু টাট্টু ঘোড়া বা খচ্ছর। মালবহনের জন্য ভরসা শুধু টাট্টু ঘোড়া ও খচ্চর, আর যাতায়াতের জন্য পায়ে হাঁটা পথ ছাড়া কোন উপায় নেই। শ্রীখোলা থেকে প্রায় তিন ঘন্টার ট্রেক করে তারপরে পৌঁছানো যায় শ্রীখোলা বুথ তারপরেই পূর্বে রাম্মাম বনবস্তি প্রাইমারি স্কুল বুথ।

আরও পড়ুন 👉 Lok Sabha Polls 2024: ২৩৮ বার ভোটে দাঁড়িয়েও আসেনি জয়! তবুও হাল ছাড়ছেন না এই প্রার্থী

সবচেয়ে কম ভোটারদের নিয়ে তৈরি হয়েছে কালিম্পং (Election in Darjeeling) এর সৌরনী বনবস্তি বুথ। এখানে ভোটারদের সংখ্যা মাত্র ১০৫ জন। কালিম্পং থেকে ১৬০ কিলোমিটার দূরে প্রথমে কেরাম প্রাইমারি স্কুল বুথ তারপরেই সৌরনী বনবস্তি বুথ অবস্থিত।

কালিম্পং (Election in Darjeeling) এর তনইয়ং ট্রাইবাল প্রাইমারি স্কুল বুথে সব থেকে বেশি সংখ্যক ভোটার রয়েছে এখানকার মোট ভোটারের সংখ্যা ১৪২০ জন। নির্বাচন কমিশনারের মতে, এটি এই এলাকার সবথেকে বড় বুথ। দার্জিলিং এলাকায় মোট ১৯৯৯ টি বুথ রয়েছে। তবে এর মধ্যে সবকটা বুথ কেন্দ্রই যে পাহাড়ি এলাকা নির্ভর তা কিন্তু নয়, সমতল এলাকাতেও বেশ কয়েকটি বুথ কেন্দ্র আছে। উত্তর দিনাজপুরের চোপড়া এলাকার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মুন্সিগঞ্জ প্রাইমারি স্কুল। ভর্তি এই এলাকার সবথেকে বড় বুধ বলে নির্বাচিত। এখানকার মোট ভোটাদের সংখ্যা ২০১৩ জন।