Two Stations in Same Place: দু’পা হাঁটলেই আলাদা স্টেশন! একই জায়গায় দুই নামের রেলস্টেশন রয়েছে ভারতের এই জায়গায়

Prosun Kanti Das

Published on:

Advertisements

There are two railway stations with the same name in this place in India: ভারতের পরিবহন ব্যবস্থার মধ্যে ভারতীয় রেল হচ্ছে অন্যতম একটি পরিবহন ব্যবস্থা। ধনী থেকে শুরু করে দরিদ্র সবার কাছে ভারতীয় রেলের গুরুত্ব অপরিসীম। খুব স্বল্প খরচায় আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবেন। ট্রেনের জার্নি সাধারণ মানুষের কাছে সবসময়ই আরামদায়ক থাকে। কিন্তু এই ভারতীয় রেল সম্পর্কে বহু তথ্য আমাদের কাছে অজানা রয়ে গেছে। আজকে সেই অজানা তথ্যেরই আলোচনা করা হবে।।

Advertisements

দেশের সরকারি সংস্থাগুলোর মধ্যে ভারতীয় রেল হল অন্যতম একটি সংস্থা। বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল ভারতীয় রেল। ভারতীয় রেলের সাহায্যে প্রত্যেক বছর কোটি কোটি মানুষ যাতায়াত করে থাকেন। নিত্যদিনের যাত্রা থেকে শুরু করে দূরপাল্লার যাত্রা সর্বক্ষেত্রেই ভারতীয় রেল রয়েছে এক নম্বরে। এই ভারতীয় রেলের এমন অনেক চমকপ্রদ তথ্য আপনাকে অবাক করে দেবে। দেশের একই জায়গায় রয়েছে দুটি আলাদা রেল স্টেশন (Two Stations in Same Place), কিভাবে সম্ভব এটি আসুন জেনে নিই।

Advertisements

এই দুই আশ্চর্য স্টেশনের অবস্থান হল মহারাষ্ট্রের আহমেদনগর জেলায়। একই জায়গায় দুটি আলাদা স্টেশন (Two Stations in Same Place) সত্যি ভেবেছেন কখনো? স্টেশন দু’টির নাম বেলাপুর এবং শ্রীরামপুর। যেহেতু স্টেশন দুটি একই জায়গায় অবস্থিত তাই এর মধ্যে দূরত্ব তেমন কিছু নয়। ভাবলে অবাক হবেন যে ট্রেন লাইন দুটো স্টেশনকে পৃথক করেছে। অর্থাৎ ট্রেন লাইনের দুই পাশে দু’টি আলাদা স্টেশন, এক দিকে শ্রীরামপুর, আর এক দিকে বেলাপুর। এমনকি এই দুটি স্টেশন এর প্ল্যাটফর্ম পর্যন্ত এক।

Advertisements

আরও পড়ুন ? Sealdah Station: শিয়ালদা স্টেশনে নতুন বিপত্তি! ক্ষতির মুখে রেলের লক্ষ লক্ষ টাকার সামগ্রী

ভারতীয় রেলের এই স্টেশন দুটিতে (Two Stations in Same Place) প্রথমবার গেলে আপনি পথ ভুলে যাবেন। এই স্টেশনের উপর দিয়ে বিভিন্ন ট্রেন চলাচল করে তার মধ্যে কোন ট্রেন দাঁড়ায় বেলাপুরের জন্য আবার কোন দাঁড়ায় শ্রীরামপুরের জন্য। কোন স্টেশনের জন্য কোন ট্রেনটি কোন দিকে থামবে তা যাত্রীদের অবাক করে তোলে। স্টেশন দুটিকে আলাদা করবার জন্য বিভিন্ন রকম সাইনবোর্ডের ব্যবহার করা রয়েছে।

মহারাষ্ট্রের এই দুটি স্টেশন (Two Stations in Same Place) কিন্তু উল্লেখযোগ্য জায়গা শিরডি স্টেশন থেকে ৩৭ কিলোমিটার দূরে। অনেকেই হয়তো এই স্টেশনের ওপর দিয়ে যাতায়াত করেছেন। যাঁরা শিরডি যান তাঁরা এই স্টেশনের উপর দিয়ে গিয়ে থাকবেন। এমনকি বেলাপুর স্টেশনে যাত্রীদের অপেক্ষার জন্য একটি নন-এসি রিটায়ারিং রুমও রয়েছে।

Advertisements