Small Savings Interest: সুকন্যা যোজনা থেকে PPF, মধ্যবিত্তদের খুশি করতে দিন কয়েকের মধ্যেই হতে পারে বড় ঘোষণা

Antara Nag

Published on:

Advertisements

There could be a big announcement in a few days about Small Savings Interest: গত কয়েক মাস ধরেই চলছিল লোকসভা নির্বাচনের প্রচার পর্ব থেকে শুরু করে ভোট নির্বাচন, ভোট গণনা ও অন্যান্য কাজ। গত ৪ই জুন প্রকাশ্যে এসেছে সেই নির্বাচনের ফলাফল। টানা দু’বারের পর এবারেও তৃতীয়বারের মতো কেন্দ্রের ক্ষমতা দখলে ২০২৪-এ শেষ হাসি হেসেছে NDA জোট। সেই অনুযায়ী শপথ গ্রহণ সেরে প্রধানমন্ত্রী পদে বসেছেন নরেন্দ্র মোদি। আর সরকার গঠনের পরই জনসাধারণের প্রশ্ন উঠেছে, এবার কি সুদ বৃদ্ধি (Small Savings Interest) হবে ক্ষুদ্রয সঞ্চয়ী প্রকল্পগুলিতে? কি বলছে বিশেষজ্ঞরা?

Advertisements

প্রসঙ্গত, মধ্যবিত্তদের জন্যই স্মল সেভিংস স্কিম (Small Savings Interest) চালু করা হয়েছে। তাই প্রতিবারই মধ্যবিত্তদের আশা থাকে সুকন্যা যোজনা, পিপিএফ-এর মতো স্কিমগুলিতে সুদের হার বৃদ্ধি হবে। কিন্তু বহুবার এই আশা হতাশায় পরিণত হয়েছে আমজনতার। এখনো পর্যন্ত এপ্রিল থেকে জুন পর্যন্ত ত্রৈমাসিকের সুদের হারে কোন পরিবর্তন আসেনি। তবে ভোট পর্ব তো মিটে গেছে তাহলে এবার কি কেন্দ্র এই প্রকল্পগুলিতে সুদের হার পরিবর্তন করতে পারে? গুরুত্বপূর্ণ প্রশ্ন আমজনতার।

Advertisements

খবর রয়েছে, নতুন সরকার গঠনের পরেই পর্যালোচনা চলছে স্মল সেভিংস স্কিমগুলির সুদ সংক্রান্ত বিষয়ে। অনুমান করা যাচ্ছে, পরিবর্তন হতে পারে ক্ষুদ্র সঞ্চয়ী প্রকল্পগুলি সুদের হার। বিশেষজ্ঞদের মতে, সুদের হার বৃদ্ধি হলে পরিবার কেন্দ্রিক সঞ্চয়ের বৃদ্ধিতেও যে প্রভাব ফেলবে তা বলার অপেক্ষা রাখে না। সেই অনুসারে কেন্দ্রকে উদ্দেশ্য করে বিশেষজ্ঞদের পরামর্শ সুদে হার বৃদ্ধি করা হোক। তবে অপরদিকে এই সুদ বৃদ্ধি করলে সরকারের ব্যয় যেমন বাড়বে তেমন রাজস্ব ঘাটতি দেখা দেবে। তবে এই সুদ বৃদ্ধিতে উপকৃত হবেন লাখ লাখ ক্ষুদ্র সঞ্চয়কারীরা। কারণ সুদ বৃদ্ধি না করলে ক্ষুদ্র সঞ্চয়কারীর ডিপোজিট সংখ্যা কমবে। এতে ক্ষতিগ্রস্ত হবে সরকার। তাই গ্রাহকদের ধরে রাখতে সুধ বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাই অনুমান করা হচ্ছে জুলাই থেকে সেপ্টেম্বর কোয়াটারের সুদের হার ঘোষণা হতে পারে ৩০শে জুনের মধ্যেই।

Advertisements

আরও পড়ুন ? Travel Allowance: রাজ্য সরকারি কর্মীদের লাগল লটারি! DA বাড়ানোর পর এবার এই খাতে টাকা দেওয়ার ঘোষণা

বিশেষত স্মল সেভিংস স্কিমগুলি মধ্যবিত্ত পরিবারের জন্য বিশেষ সুবিধা প্রদান করে। বিশেষ করে সুকন্যা সমৃদ্ধি যোজনা, পিপিএফ, কিষান বিকাশ পত্র। এই স্কিমগুলিতে বিনিয়োগ করে প্রচুর লাভবান হন মধ্যবিত্ত গ্রাহকরা। মূলত সুদের হার দেখেই বহু মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা এই স্কিমগুলিতে (Small Savings Interest) প্রচুর পরিমাণে বিনিয়োগ করেন। তাই প্রতিবারেই সুদ বৃদ্ধির দিকে মুকিয়ে থাকেন ক্ষুদ্র সঞ্চয়কারীরা। গ্রাহকদের সুবিধার কথা ভেবে তাদের রাশ টানতে সুদ বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা খুব শীঘ্রই ঘোষণা হতে পারে বলে অনুমান। তবে বর্তমানে স্মল সেভিংস স্কিমগুলির কোনটাতে কেমন সুদ রয়েছে দেখে নেওয়া যাক তালিকা।

  • সুকন্যা সমৃদ্ধি যোজনা: সুদের হার ৮.২ শতাংশ।
  • পাবলিক প্রভিডেন্ড ফান্ড: সুদের হার রয়েছে ৭.১ শতাংশ।
  • ফিক্সড ডিপোজিট: ৩ বছরের মেয়াদে সুদের হার রয়েছে ৭.১ শতাংশ।
  • পোস্ট অফিসের সেভিংস ডিপোজিট: সুদের হার রয়েছে ৪ শতাংশ।
  • কিষান বিকাশ পত্র: সুদের হার রয়েছে ৭.৫ শতাংশ।
  • ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট: সুদের হার রয়েছে ৭.৭ শতাংশ।
  • মান্থলি ইনকাম স্কিম: সুদের হার রয়েছে ৭.৪ শতাংশ।
Advertisements