There has been a change in the rules of the Senior Citizen Savings Scheme: অবসর জীবনে নিজের কষ্টের সঞ্চিত অর্থ অনেকের কাছেই একমাত্র ভরসা। তাই পোস্ট অফিসের ভরসার স্কিম হল ‘সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম’ (Senior Citizen Savings Scheme)। এই স্কিমটিতে রয়েছে করছাড়-সহ অন্যান্য সুযোগ-সুবিধা সেই কারণে বহু প্রবীণ নাগরিক এতে বিনিয়োগ করে থাকে। এতে রিটার্নও ভালো পাওয়া যায়। এবার কিন্তু সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের একাধিক নিয়ম পরিবর্তন করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফ থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যার ফলে লাভবান হবে প্রবীর নাগরিকরা। জীবনভর টাকা পাওয়ার রাস্তা তৈরি হয়ে গেল। পাশাপাশি প্রয়াত সরকারি কর্মচারীদের পরিবারও উপকৃতও হবে।
নতুন নিয়মের ফলে এখন থেকে প্রয়াত সরকারি কর্মচারীদের সঙ্গীরাও সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের (Senior Citizen Savings Scheme) অ্যাকাউন্ট (SCSS) খুলতে পারবেন। এতদিন পর্যন্ত কিন্তু কোন প্রয়াত সরকারি কর্মচারীদের সঙ্গীদের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের অ্যাকাউন্ট খোলার অনুমতি ছিল না। কেন্দ্রীয় সরকার এবার সেই বিধি নিষেধ তুলে দিল তাও জনগণের সুবিধার্থে। তার ফলে তাঁরা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের অ্যাকাউন্ট খুলতে পারবেন। এর ফলে আর্থিক সুরক্ষা অনেকাংশে বৃদ্ধি পাবে।
যেসব অবসরপ্রাপ্ত কর্মচারীরা রয়েছেন তারা আরো বেশি সুযোগ ও সময় পাবেন সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অ্যাকাউন্ট খোলার (Senior Citizen Savings Scheme)। এতদিন অবসর সংক্রান্ত সুযোগ-সুবিধার রশিদ পাওয়ার এক মাসের মধ্যে তাঁদের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অ্যাকাউন্ট খুলতে হত। বর্তমানে তা বৃদ্ধি পেয়ে হয়েছে তিন মাস। আপনারা চাইলে ৬০ বছরের ঊর্ধ্বে এই অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে যাঁদের বয়স ৫৫-র বেশি এবং ৬০-র কম, তাঁরাও সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অ্যাকাউন্ট খুলতে পারবেন। কিছু শর্ত আপনাকে অবশ্যই পালন করতে হবে। যাঁরা ‘সুপার অ্যানুয়েশন’-র মাধ্যমে আগেই অবসর গ্রহণ করেছেন, তাঁরা সেই সুযোগ পাবেন।
কেন্দ্রীয় সরকারের নয়া নিয়ম অনুসারে, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে (Senior Citizen Savings Scheme) আপনার যতদিন ইচ্ছা ততদিন বিনিয়োগ করতে পারেন। তিন বছর করে একাধিকবার এই স্কিমের অ্যাকাউন্ট এর মেয়াদ বাড়ানো যাবে। মজার ব্যাপার হল সর্বোচ্চসীমা কিছু নেই অর্থাৎ যতদিন ইচ্ছা, ততদিন সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের অ্যাকাউন্টের মেয়াদ বাড়ানো যাবে। এই স্কিমের মেয়াদ বৃদ্ধি করা হবে এবং সেই সংক্রান্ত নিয়মও পরিবর্তন করা হয়েছে। আগে যেদিন আবেদন করবেন, সেদিন থেকে অ্যাকাউন্টের মেয়াদ বৃদ্ধির নিয়ম কার্যকর হত, এখন আর তা হবেনা বরং ম্যাচিওরিটির দিন থেকে বা তিন বছরের মেয়াদ শেষ হওয়ার দিন থেকে মেয়াদ বৃদ্ধি করা হয়েছে বলে ধরা হবে। আবেদন যখনই করা হোক তা বিবেচনা করা হবে না।
এবার থেকে বিনিয়োগকারীরা ম্যাচিওরিটির দিন থেকে বা প্রতিটি তিন বছরের মেয়াদ শেষ হওয়ার দিন থেকে বর্ধিত হারে সুদ পাবেন। এরফলে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অ্যাকাউন্টধারীরা লাভবান হবেন সবদিক থেকে এমন কি তারা সুদ পেতে থাকবেন। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অ্যাকাউন্টের মেয়াদ বৃদ্ধির জন্য ম্যাচিওরিটি বা প্রতিটি তিন বছরের মেয়াদ শেষ হওয়ার এক বছরের মধ্যে ফর্ম-৪ নিয়ে আবেদন করতে হয়। এই আবেদনের ভিত্তিতে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অ্যাকাউন্টের মেয়াদ বাড়বে। পোস্ট অফিসের অন্যতম জনপ্রিয় স্কিম হলো এটি।