There has been a major change in SBI Loan Interest Rate: এবার লোনগ্রহীতাদের জন্য একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক ও ইন্ডিয়া বা SBI। তাদের গ্রহণ করা নতুন এই সিদ্ধান্তের প্রভাব সরাসরি পড়তে চলেছে গ্রাহকদের পকেটে। জানা গেছে দেশের বৃহত্তম সরকারি এই ব্যাংক টি লোনের ক্ষেত্রে MCLR নিয়ে নতুন একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজ এই প্রতিবেদনে সেই বিষয়েই গুরুত্বপূর্ন তথ্য আপনাদের জানাবো। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে লোন (SBI Loan Interest Rate) গ্রহণ করার আগে অবশ্যই জেনে নিন নতুন চালু করা নিয়ম নীতি গুলির সম্পর্কে।
MCLR কি?
MCLR কথাটির অর্থ হলো মার্জিনাল কস্ট লেন্ডিং রেট। যে সর্বনিম্ন হারে ব্যাংক তার গ্রাহকদের লোন (SBI Loan Interest Rate) দিতে পারে সেটিকেই মূলত ব্যাংকের ভাষায় MCLR বা মার্জিনাল কস্ট লেন্ডিং রেট বলা হয়। এই পদ্ধতির মাধ্যমে কোনো গ্রাহক ব্যাংকের নির্দিষ্ট করা সর্বনিম্ন এই হারের চেয়ে কম সুদে ঋণ নিতে পারবেন না। এক বছরের MCLR অটো, ব্যক্তিগত এবং বাড়ির জন্য নেওয়া ঋণের ক্ষেত্রে সুদের হার নির্ধারণ করতে ব্যবহৃত হয়।
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন MCLR রেট-
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ওভার নাইট লোনের (SBI Loan Interest Rate) ক্ষেত্রে MCLR এর পরিমাণ 8%। এক মাসের এমসিএলআর রেট 8.15%। তিন মাসের ক্ষেত্রে এর রেট রয়েছে 8.15%। ছয় মাসের ক্ষেত্রে SBI এর এমসিএলআর রেট 8.45%। এক বছরের ক্ষেত্রে এমসিএলআর রেটের পরিমাণ 8.55%। দুই বছরের ক্ষেত্রে এই রেট এর পরিমাণ 8.65%। তিন বছরের ক্ষেত্রে MCLR রেট রয়েছে 8.75%।
বর্তমান SBI-এর জনপ্রিয়তা –
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হল বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। ডিপোজিট এর হিসাব, শাখা সংখ্যা, গ্রাহক সংখ্যা, কর্মচারী ইত্যাদি সমস্ত দিক থেকে এই ব্যাংক অন্য সবার থেকে এগিয়ে আছে। বর্তমানে স্টেট ব্যাঙ্কের হোম লোনে পোর্টফোলিও রয়েছে 6.53 লক্ষ কোটি টাকারও বেশি। হোম লোন এবং অটো লোনের ক্ষেত্রে এই ব্যাংকের মার্কেট শেয়ার রয়েছে যথাক্রমে 33.4% থেকে 19.5%। বর্তমানে সারা ভারতে স্টেট ব্যাংকের শাখা রয়েছে 22405 টি। এবং এটিএম এর সংখ্যা 65627 টি। বর্তমানে SBI-এর মোট গ্রাহক সংখ্যা আছে 44 কোটির বেশি।
বর্তমানে লোনের চড়া সুদের হার- গত দেড় বছর ধরে দেশে ক্রমাগত সুদের হার বেড়েই চলেছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) তাদের রেপো রেট বৃদ্ধি করার পরে দেশের বিভিন্ন ব্যাঙ্কগুলি লোনের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করেছে। এই বর্ধিত সুদের হারের প্রভাবে টান পড়েছে মধ্যবিত্তের পকেটে। গত দুই বছরের হিসাবে লোনের (SBI Loan Interest Rate) ক্ষেত্রে সুদের হার বাড়ানো হয়েছে প্রায় 2- 2.5%। এই কারণেই মাসিক বেশ কিছুটা বেশি কিস্তি ব্যাংকে প্রদান করতে হয় সাধারণ মানুষকে। যা আগের থেকে বেশ সমস্যাজনক হয়ে উঠেছে।