Underground hotel: ১৩৭৫ মাটির নিচে হোটেল! কীভাবে তৈরি হল বিশ্বের গভীরতম এই হোটেল

Prosun Kanti Das

Published on:

Advertisements

There is a luxury hotel under the ground, is it even possible: মানুষ অবসর সময় পেলে চেষ্টা করে স্বাদ বদল করার মানে একঘেয়েমি থেকে চায় একটু মুক্তি। একঘেয়েমি কাটাতে বেড়াতে যাওয়ার মত দাওয়াই আর হয় না। বেড়াতে যাওয়া মানেই হোটেল বুক করতে হবে। আজকাল অবশ্য অনলাইন মাধ্যমে হোটেল সংক্রান্ত সব তথ্য পাওয়া যায়। বেশিরভাগ মানুষই চায় হোটেলে গিয়ে শুধু আরাম করবে, এবার নেট দুনিয়ার দৌলতে বারবার এক হোটেলের সম্পর্কে জানা যাচ্ছে। যেখানে আপনি আরাম করবেন গভীরে। মানে ভূপৃষ্ঠ থেকে ১,৩৭৫ ফুট গভীরে (Underground hotel) এই হোটেল যেখানে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। একে নাম দেওয়া হয়েছে বিশ্বের ‘গভীরতম হোটেল’ এবং এটি অবস্থিত ব্রিটেনের ওয়েলসে। অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে বহু মানুষ কিন্তু মাটির নিচে হোটেলে থাকার অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। অবশ্য এই হোটেল আগে ছিল স্টে পাথরের পরিত্যক্ত খনি। সেই পরিত্যক্ত খনি পরিণত হয়েছে বিশ্বের গভীরতম হোটেলে।

Advertisements

যাঁরা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন তাদের কাছে স্বর্গ এই হোটেল। আসলে এত কোনো হোটেল নয়, এটা হল ‘রিমোট-ক্যাম্প অ্যাডভেঞ্চার এক্সপেরিয়েন্স’। আপনাকে ট্রেকিং এর মাধ্যমে যেতে হবে এই হোটেলে (Underground hotel) যার অভিজ্ঞতা হলো অসাধারণ। খনিতে কাজ চলার সময় এই মাটি-পাথর কেটে খাড়াই রাস্তা বানানো হয়েছে। আর সেই তৈরি করা পথ ধরে, ক্ষয়ে যাওয়ার সেতুর উপর দিয়ে, দড়ি বেয়ে নামতে হবে নিচে। অবশ্যই আপনাকে ট্রেকিংয়ের জন্য আলাদাভাবে জিনিসপত্র নিতে হবে। যেমন হেলমেট, টর্চ, ওয়েলিংটন বুট নিতে হবে।

Advertisements

এই খনিতে কাজ চলেছে ১৮১০ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত। সেইসময় শ্রমিকেরা যে পথ ধরে কাজ করতেন, বর্তমানে হোটেলে যাওয়ার রাস্তা সেটাই। ১ ঘন্টা হাঁটা পথের পরই আপনি দেখতে পাবেন ইস্পাতের বড় দরজা যেখানে লেখা আছে ‘ডিপ স্লিপ’ (Underground hotel), এই ঘুমের রাজ্যে আপনাকে স্বাগত জানানো হচ্ছে পানীয়ের সঙ্গে। খাওয়া দাওয়া থেকে শুরু করে জলের ব্যবস্থা সবই খুব উন্নত। জল আসে ঝর্ণা থেকে আর তারপরই গভীর ঘুম।

Advertisements

এই হোটেলের তাপমাত্রা কিন্তু ১০ ডিগ্রি সেলসিয়াস কিন্তু গরম পোশাকের কোনো দরকার নেই। সবই পাবেন হোটেলের ঘরে, এমনকি আপনার একটুও শীত করবে না। ‘ডিপ স্লিপ’ নামের এই হোটেলে (Underground hotel) আছে প্রাইভেট টুইন-বেড কেবিন এবং একটি ডাবল বেড-সহ ‘রোমান্টিক’ গ্রোটো রুম। এখানে যে আলো জ্বলে তাও কম ভোল্টেজের এবং আছে ওয়াইফাই এর সুবিধা। কিন্তু এখানে আপনি সপ্তাহে একদিন রাত পারবেন। শুধু শনিবার রাতে পর্যটকদের জন্য খোলা হয় ‘ডিপ স্লিপ’।

কিভাবে যাবেন এখানে? ‘ডিপ স্লিপ’ যেতে গেলে শনিবার বিকেল ৫ টার মধ্যে ব্লেনাউ এফেস্টিনিয়োগ শহরের কাছে গো বেলোর বেসে পৌঁছাতে হবে এবং আপনার জন্য অপেক্ষা করবে একজন গাইড। সেই গাইডও সেদিন আপনার সঙ্গে খনিতেই থাকবেন এবং রবিবার আপনার জন্য করবে ব্রেকফাস্টের ব্যবস্থা। আপনাকে ওপরে নিয়ে আসবে তিনি। খাওয়া দাওয়া কিন্তু বেশ এলাহী এবং পাবেন গরম জল। গভীরতম হোটেলের ভাড়া হলো দু’জনের জন্য একটি প্রাইভেট কেবিনের ভাড়া ভারতীয় মূল্যে ৩৬,২৫০ টাকা এবং গ্রোটোর ভাড়া ভারতীয় মূল্যে ৫৬,৯৬০ টাকা।

Advertisements