Higher Secondary Examination: উচ্চমাধ্যমিকে পাশ ফেলের নিয়মে বড় বদল! ঝোপ বুঝে কোপ মারার সুযোগ পাবে পরীক্ষার্থীরা

Prosun Kanti Das

Published on:

There is a big change in the rules for passing the Higher Secondary Examination: কিছুদিন আগেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। শিক্ষার্থীরা ইতিমধ্যে উচ্চ স্তরের শিক্ষা গ্রহণের জন্য আবেদন ও ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করা শুরু করে দিয়েছেন। ২০২৪ থেকে উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষা ব্যাবস্থায় বেশ কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে। এখন থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে ৪টি সেমিস্টারে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর সিলেবাসে যুক্ত হয়েছে একাধিক নতুন বিষয়। এবার পরিবর্তিত হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Examination) ফল প্রকাশের কিছু নিয়ম। শিক্ষার্থীরা পাবে দ্বিতীয় সুযোগ।

প্রচলিত নিয়ম অনুযায়ী, উচ্চ মাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Examination) সময় মূলত ৫ টি বিষয়ে প্রাপ্ত নম্বরের উপর নির্ভর করে পরীক্ষার ফলাফল নির্ধারণ করা হয়। ঐচ্ছিক বিষয় সহ মোট বিষয় থাকে ৬ টি। এর মধ্যে বাংলা ও ইংরেজি বিষয় ২ টি বাধ্যতামূলক। এই বিষয়ে ২ টিতে পাস করতেই হয় শিক্ষার্থিকে। যদি কোন শিক্ষার্থী বাকি ৩ টি মূল বিষয়ের মধ্যে একটিতে অনুত্তীর্ণ হন এবং ঐচ্ছিক বিষয়ে উত্তীর্ণ হন, তাহলে ঐচ্ছিক বিষয়টি মূল বিষয় হিসেবে চিহ্নিত হয়। অর্থাৎ সেই শিক্ষার্থীটি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন।

তবে এক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। যদি কোন শিক্ষার্থী এমন কোন বিষয়ে অনুত্তীর্ণ হন যেটা নিয়ে তিনি ভবিষ্যতে এগোতে চেয়েছিলেন, তাহলে ঐচ্ছিক বিষয়ের সাহায্যে তিনি উচ্চ মাধ্যমিক পাস করবেন ঠিকই কিন্তু ভবিষ্যতে তার পছন্দমতো বিষয় নিয়ে পড়তে পারবেন না। সেই সমস্যা দূর করার জন্য শিক্ষা দপ্তর নতুন একটি নিয়ম প্রচলন করেছে। ২০২৪ শিক্ষাবর্ষ থেকে এই নিয়ম চালু করা হবে বলে জানা গেছে। ২০২৪ শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা (Higher Secondary Examination) অনুত্তীর্ণ বিষয়ে উত্তীর্ণ হবার জন্য দ্বিতীয় সুযোগ পাবেন।

আরও পড়ুন 👉 WBCHSE PDF Books: উচ্চমাধ্যমিকের নতুন বই না পেলেও চিন্তা নেই, দুর্দান্ত ব্যবস্থা করে দিল সংসদ

নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে যদি কোন শিক্ষার্থী চান তাহলে ঐচ্ছিক বিষয়ের সাহায্যে পাস করার সুযোগ গ্রহণ নাও করতে পারেন। অনুত্তীর্ণ বিষয়টিতে উত্তীর্ণ হওয়ার জন্য পরের বছর আবারো সেই বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন সেই শিক্ষার্থী। শুধু সেই বিষয় নয়, তিনি চাইলে আবার নতুন করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (Higher Secondary Examination) বসতে পারেন। কোন শিক্ষার্থী যদি তার মূল বিষয়ে অনুত্তীর্ণ হন এবং ঐচ্ছিক বিষয়ে উত্তীর্ণ হন তাহলে ঐচ্ছিক বিষয়টিকেই মূল বিষয় ধরে নেওয়া হয়। তিনি উচ্চ মাধ্যমিক পাশ করে যান। কিন্তু কোন শিক্ষার্থী যদি চান তাহলে এখন থেকে এই সুযোগ গ্রহণ নাও করতে পারেন। তিনি আবারো নতুন করে পরীক্ষায় বসার আবেদন জানাতে পারেন।

কোন বিষয়ে অনুত্তীর্ণ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পুনরায় সেই বিষয়ে পরীক্ষা দিতে চাইলে, পূর্বের মার্কশিটটি জমা দিতে হবে তাকে। নির্দিষ্ট দিনের মধ্যে মার্কশিট জমা দিয়ে নতুন করে বিশেষ একটি আবেদন পত্র পূরণ করে জমা দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে। যদি কোন শিক্ষার্থী এমন কোন বিষয় অনুত্তীর্ণ হন যেটি তার ভবিষ্যতের উচ্চশিক্ষার জন্য প্রয়োজন তাহলে তিনি এই আবেদন করতে পারেন। যেমন নিউট্রিশন নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করতে গেলে পাশাপাশি কেমিস্ট্রি সাবজেক্টটি থাকার প্রয়োজন। কোনো ছাত্রী যদি উচ্চ মাধ্যমিক স্তরে কেমিস্ট্রিতে অনুত্তীর্ণ হন তাহলে ভবিষ্যতে নিউট্রিশন নিয়ে পড়তে পারবেন না। কিন্তু তিনি যদি পুনরায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Examination) দিয়ে আবার কেমিস্ট্রিতে ভালো ফল করেন তাহলে তার ভবিষ্যতের পড়াশোনায় কোনো বাধা সৃষ্টি হবে না। এই ধরনের শিক্ষার্থীরা এই পদ্ধতির মাধ্যমে অত্যন্ত উপকৃত হবেন। বিশেষ করে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টদের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে।