Price Hike: বছরের শেষেই মধ্যবিত্তের পকেটে পড়বে টান, বাড়তে চলেছে একাধিক জিনিসের মূল্য

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Price Hike: উৎসবের মরশুমে সাধারণ মানুষের খরচা এমনিতেই বৃদ্ধি পেয়েছে তার ওপরে বছরের শেষে অপেক্ষা করছে বড় রকমের ধাক্কা। গতমাসে সারাদেশ জুড়ে চলেছে উৎসবের মরশুম। বাঙালির দুর্গাপূজা থেকে শুরু করে লক্ষ্মীপূজো, কালীপুজো এবং দীপাবলীর মতো উৎসব পালিত হয়েছে গোটা দেশে। পকেটের অবস্থা এমনিতেই শোচনীয় তার ওপর যদি মাথায় চিন্তা আসে মূল্য বৃদ্ধির তাহলে তো সোনায় সোহাগা। মধ্যবিত্তের পক্ষে এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সারা মাসের খরচ সামাল দেওয়া সত্যি কষ্টকর। আবারও খরচ বাড়তে চলেছে মাসকাবারি পণ্যের। চা, বিস্কুট থেকে শুরু করে তেল, শ্যাম্পু, বিভিন্ন ফাস্ট মুভিং কনজিউমার গুডস বা এফএমসিজি পণ্যের দাম বাড়তে চলেছে।

Advertisements

বাজারে বিভিন্ন জিনিসের দাম উর্ধ্বমুখী (Price Hike), তার ওপর মধ্যবিত্তের চিন্তা বাড়াতে চলতি নভেম্বর মাস বা ডিসেম্বর মাস থেকেই চা, বিস্কুট, তেল, শ্যাম্পুর মতো পণ্যের দাম বাড়তে চলেছে। কেন বাড়ছে জিনিসের দাম? আসলে উৎপাদনের খরচ বাড়ায় এবং মূল্যবৃদ্ধির কারণে জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে এফএমসিজি পণ্য উৎপাদনকারী সংস্থাগুলির লাভের মার্জিন কমেছে। যারফলে তারা দাম বাড়িয়ে দিয়েছে বিভিন্ন পণ্যের।

Advertisements

আরো পড়ুন: জিএসটি বৃদ্ধির ফলে দামি হচ্ছে ঘড়ি-জুতো, কিসের দাম কমলো জানেন কি

এছাড়াও এফএমসিজি পণ্য যেসব কাঁচামাল দিয়ে তৈরি হয় সেগুলোরও মূল্যবৃদ্ধি (Price Hike) পেয়েছে অনেকাংশে। যেমন পাম তেল, কোকা বিন, কফির দাম বেড়েছে। সেই কারণেও বিভিন্ন জিনিসের দাম ভবিষ্যতে বাড়ানোর চিন্তা-ভাবনা করেছে এই সংস্থাগুলো। জানা গিয়েছে, শীঘ্রই এফএমসিজি কোম্পানিগুলি তাদের পণ্যগুলির দাম বাড়াতে চলেছে।

Advertisements

আরো পড়ুন: রিজার্ভ ব্যাঙ্ক যেনো সোনার খনি জেনে নিন দেশের তহবিলে কত সোনা জমা রয়েছে

একাধিক সংস্থা যেমন হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড থেকে শুরু করে গোদরেজ কনজিউমার প্রোডাক্টস, ম্যারিকো, আইটিসি, টাটা কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের ব্যবসায় অনেকটাই হ্রাস ঘটেছে। এছাড়া ভোগ্যপণ্য ব্যবহারের হার ৬৫ শতাংশ থেকে ৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে শহরাঞ্চলে। অবশ্য গ্রামে ৩০-৩২ শতাংশ বিক্রি হয়। তবে সেপ্টেম্বর ত্রৈমাসিকে শহরের তুলনায় গ্রামীণ এলাকায় বিক্রি তুলনামূলকভাবে বিক্রি হয়েছে।

চলতি বছরের শেষেই হয়তো বৃদ্ধি পেয়ে যাবে একাধিক এফএমসিজি পণ্যের মূল্য (Price Hike)। এই মূল্যবৃদ্ধির ফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। অল্প আয়ে সারা মাসের খরচ সামাল দিয়ে কিভাবে অর্থ সঞ্চয় করবে তারা? ইতিমধ্যেই চিন্তার ভাঁজ দেখা গেছে মধ্যবিত্তের কপালে।

Advertisements