স্বস্তি, সৌদি ফেরৎ বীরভূমের যুবকের শরীরে মিললো না করোনা সংক্রমণ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সৌদি ফেরত এক যুবকের শরীরে করোনা সংক্রমণ হয়েছে, এমন সন্দেহ আর খবরে শুক্রবার থেকে শোরগোল পড়ে যায় বীরভূম জুড়ে। আতঙ্কের মধ্যে পড়ে যান বেশ কিছু মানুষ। কারণ শুক্রবার ওই যুবক সিউড়ির এসপি মোড়ের কাছে থাকা এক ডাক্তারের চেম্বারে যখন চিকিৎসা করাতে আসেন তখন সেখানে অন্যান্য বেশ কয়েকজন রোগীও ছিলেন। যাদের মধ্যেই ভীতির সৃষ্টি হয়। তাদের মনে ঘুরতে থাকে তাহলে তারাও তো ওই যুবকের সংস্পর্শে এসেছিলেন, এখন কি হবে? তবে অবশেষে স্বস্তি। সৌদি ফেরত ওই যুবকের শরীরে মিলল না করোনা সংক্রমণ বা COVID-19 পজিটিভ।

Advertisements

Advertisements

ওই যুবকের শরীরে করোনা সংক্রমণ হয়েছে এমন সন্দেহ হওয়ার পরই সৌদি ফেরত ওই যুবককে কোয়ারেন্টাইনে রাখার বন্দোবস্ত করে বীরভূম জেলা স্বাস্থ্য আধিকারিকরা। শনিবার তাকে ভর্তি করা হয় রামপুরহাট মেডিকেল কলেজে। তারপর ওই যুবকের COVID-19 পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পাঠানো হয় বেলেঘাটা আইডি হাসপাতালে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এনটেরিক ডিসিজ (নাইসেড) তে। তারপর আজ অর্থাৎ রবিবার রিপোর্ট হাতে পেতেই স্বস্তির হাওয়া ওই যুবকের পরিবারসহ গোটা বীরভূমবাসীদের। রামপুরহাট মেডিকেল কলেজ জানিয়ে দেয় ওই যুবকের শরীরে COVID-19 সংক্রমণ পাওয়া যায় নি।

Advertisements

রামপুরহাট মেডিকেল কলেজের সুপারিনটেনডেন্ট ভাইস প্রিন্সিপাল ডাঃ সুজয় মিস্ত্রি জানান, “রবিবার আমরা সৌদি ফেরত ওই যুবকের রিপোর্ট জানতে পারি। ওই যুবকের শরীরে COVID-19 সংক্রমণ নেই। এটি সাধারণ জ্বর, সর্দি কাশি।”

তবে শুক্রবার ওই যুবক যে সব উপসর্গ নিয়ে চিকিৎসা করাতে আসেন, তাতে অনেকেরই সন্দেহ হয় COVID-19 সংক্রমিত বলে। তারপর আবার ওই যুবক ১০ দিন আগেই সৌদি থেকে ফিরে এসেছিলেন। তবে অবশেষে এই সব সকল সন্দেহের অবসান ঘটল।

Advertisements