‘মার্চে বাতিল ১০ ও ১০০ টাকার পুরাতন নোট!’, সম্পূর্ণ মিথ্যে বলছে PIB

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, আগামী মার্চের পর থেকে আর পুরাতন ৫, ১০ এবং ১০০ টাকার নোট চলবে না। এই সকল নোটগুলিকে বাতিল করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক আধিকারিকের নামে এই খবর ছড়িয়ে পড়ে। তবে এই খবর সম্পূর্ণ মিথ্যে এমনটাই জানানো হলো সরকারি প্রেস ইনফোরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক টিমের তরফ থেকে।

Advertisements

Advertisements

সোশ্যাল মিডিয়া ছাড়াও বেশকিছু সংবাদমাধ্যমে এমন খবর উঠে এসে ছিল। যার পরেই PIB-র তরফ থেকে টুইট করে জানানো হয়, “একটি খবরে দাবি করা হচ্ছে যে আরবিআই-এর তরফ থেকে নির্দেশিকা বের করে জানানো হয়েছে ২০২১ মার্চের পর ৫, ১০ এবং ১০০ টাকার পুরাতন নোট আর চলবে না। কিন্তু আরবিআই-এর তরফ থেকে এমন কোনো ঘোষণা করা হয়নি।”

Advertisements

সোশ্যাল মিডিয়ায় এবং বেশ কিছু সংবাদ মাধ্যমে এই ভুল খবর ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষদের মধ্যে নোটাতঙ্ক ছড়াতে শুরু করে। যার পরেই নড়েচড়ে বসে সরকারি প্রেস ইনফোরমেশন ব্যুরো। পরে তারা সেই তথ্য যাচাই করে জানায়, সম্পূর্ণ ভুল খবর ছড়িয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মানুষকে এমন নানান ভুল খবর থেকে দূরে সরিয়ে রাখতে সরকারিভাবে তৈরি করা হয়েছে এই সরকারি প্রেস ইনফোরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক টিম।

প্রসঙ্গত, ভারতের শেষবার নোট বন্দি বা নোট বাতিল করা হয়েছিল ২০১৬ সালের ৮ নভেম্বর। যে সময় বাতিল করা হয় পুরাতন ৫০০ টাকা এবং ১০০০ টাকার নোট। পরিবর্তে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে নতুন ৫০০ টাকার নোট এবং ২০০০ টাকার নোট আনা হয়।

Advertisements