Kanchan Mallick: উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) বরাবরই খবরের শিরোনামে থাকেন। তার বিবাহের কারণেই হোক কিংবা হানিমুনের বোল্ড ছবির জন্য, বিতর্ক কখনোই তার পিছনে ছাড়েনি। এবার এই অভিনেতা তথা বিধায়কের একটি মন্তব্যের কারণে তাকে রীতিমত কটাক্ষের শিকার হতে হয়েছে। আজকের প্রতিবেদনে সেইটাই হলো আলোচ্য বিষয়।
সামাজিক মাধ্যমে সরাসরি অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী কাঞ্চনকে (Kanchan Mallick) ত্যাগ করার কথা ঘোষণা করেছেন। ঘটনাটি এখানেই থেমে থাকেনি। কাঞ্চন মল্লিকের স্ত্রী শ্রীময়ী চট্টরাজ এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে তিনি একটি লম্বা পোস্ট করেছেন এই বিষয় নিয়ে। একদা শাসক ঘনিষ্ঠদের অবৈধ প্রেমের কথা মনে করিয়ে ফুঁসে উঠলেন তিনি।
শ্রীময় মন্তব্য করেন যে, তিনি কখনো কারোর ব্যক্তিগত স্তরে গিয়ে কাউকে অপমান করেননি। আজ তিনি বাধ্য হচ্ছেন কাউকে নিয়ে এমন মন্তব্য করতে। তিনি আরো বলেছেন তার প্রেম থেকে শুরু করে বিবাহ সমস্ত বিষয়েই কিছু মানুষ আছেন যারা কুরুচিকর মন্তব্য করে গেছেন। এইসব মানুষদের একমাত্র কাজ হলো সুযোগ পেলেই সংবাদমাধ্যমে নিজেদের ক্ষোভ প্রকাশ করা। তিনি বলেছেন কারো বেডরুম নিয়ে আলোচনা করার আগে নিজের বেডরুমের ব্যাপারে ভাবা উচিত।
আরো পড়ুন: আর কবে’র পর পাত্তা নেই অরিজিৎ সিংয়ের, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পাক্কা ১০ বছর পর ফিরবেন তিনি
এর আগে টলিউডের একজন নামকরা ব্যক্তি কাঞ্চন মল্লিকের (Kanchan Mallick) ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করলে তাকেও তিনি কথা শুনিয়ে দেন। একজন অভিনেত্রী আগে লিখেছিলেন যে, কিছু কিছু মানুষ রগর আর বিয়ে করার জন্য জন্মায়। শ্রীময়ী তার উদ্দেশ্যে পাল্টা জবাব দেয়, সেই মানুষগুলো তো তাও বিয়ে করার জন্য জন্মেছে, আর কিছু মানুষ রয়েছেন যারা আজকে হয়তো দল বদল করেছে, একটা সময় শাসকদলের ঘনিষ্ঠ বন্ধুদের সাথে খাওয়া-দাওয়া, আড্ডা, দামী দামী গিফট নেওয়া, ঘুরতে যাওয়া, প্রেম প্রেম খেলা করা সবই করেছেন– শুধু বিয়ে না করে প্রেমের খেলা চালিয়ে গেছে অবৈধভাবে। সেই সময় সংবাদমাধ্যম এই বিষয়গুলোর ওপর কখনোই আলোকপাত করেনি। সেই সময় হয়তো সংবাদ মাধ্যম ও এইসব বিষয়গুলো নিয়ে এত ভালোভাবে লিখতে পারতো না। নিজের মেরুদন্ডকে সোজা রেখে তারপরেই অন্যকে নিয়ে মন্তব্য করা উচিত।
কাঞ্চন মল্লিকের কোন মন্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে আসুন দেখে নিই। রবিবার তৃণমূলের এক ধর্না মঞ্চে কাঞ্চন বলেন, যেসব মানুষেরা কর্মবিরতি নিয়ে শাসকদলের বিরুদ্ধে বিরোধিতা করছেন। তাঁরা সরকারি বেতন নিচ্ছেন তো নাকি নিচ্ছেন না? তারা কি বোনাসও নেবেন না? সরকারি পুরস্কার গ্রহণ করার ব্যাপারেও তিনি প্রশ্ন তোলেন এই দিন। বিভিন্ন চিকিৎসকরা বিগত এক মাস ধরে নানা ভাবে আন্দোলন এবং মিছিল করছেন। তাঁদের উদ্দেশে কাঞ্চন বলেছেন, এমন কোন কাজ কখনোই করা উচিত না যাতে ডাক্তারকে আর ভগবান না বলা যায়। এর পরেই অভিনেতা সুদীপ্তা চক্রবর্তী সামাজিক মাধ্যমে লেখেন, অনেকদিন ধরে একসঙ্গে তারা কাজ করছে কিন্তু এখন থেকে কাঞ্চন মল্লিককে ত্যাগ করলেন তিনি। আশা করা যাচ্ছে কাঞ্চন তার শুভবুদ্ধি ফিরে পাক। যদি সে তার চাবিটা খুঁজে পায় তাহলে অবশ্যই আবার যোগাযোগ হবে। প্রতিবাদ করেন বিদীপ্তাও। মুখ খোলেন চিকিৎসক সুবর্ণ গোস্বামীও। তিনি এই বিষয়ে বলেন তারা হলেন পাবলিক সার্ভেন্ট কোন রাজনৈতিক দলের ব্যক্তিগত কর্মী নয়।