নিজস্ব প্রতিবেদন : গ্রাহকদের সুবিধার্থে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিমাসে ব্যাঙ্কের শাখা বন্ধের তালিকা প্রকাশ করে থাকে। বিভিন্ন রাজ্যের ভিত্তিতে এই তালিকা অনুযায়ী ব্যাঙ্ক বন্ধ থাকার দিন আলাদা আলাদা হয়ে থাকে। মূলত আঞ্চলিক বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে এই ছুটির রদবদল হয়। তবে এর পাশাপাশি নিয়ম অনুসারে এবং কেন্দ্রীয় ছুটি অনুসারে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকে।
অন্যান্য মাসের মতো সেপ্টেম্বর মাসেও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা অনুযায়ী দেশের অন্যান্য রাজ্যে ব্যাঙ্ক কর্মীদের সাধারণ ছুটি থাকলেও পশ্চিমবঙ্গের ব্যাঙ্ক কর্মীদের সেপ্টেম্বর মাসে কোনরকম সাধারণ ছুটি নেই। সুতরাং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম অনুসারে সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গে কেবলমাত্র চারটি রবিবার ও দুটি শনিবার ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে।
পশ্চিমবঙ্গে ব্যাঙ্কের শাখা যেদিনগুলিতে বন্ধ থাকবে সেগুলি হল ৫, ১২, ১৯ ও ১৬ সেপ্টেম্বর রবিবার এবং ১১ ও ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় এবং চতুর্থ শনিবার হওয়ার দরুন। এছাড়া সেপ্টেম্বর মাসে আর কোন বাড়তি ছুটি নেই পশ্চিমবঙ্গের ব্যাঙ্ক কর্মীদের। সুতরাং সেপ্টেম্বর মাসে গ্রাহকরা নিশ্চিন্তে ব্যাঙ্কের শাখায় গিয়ে তাদের কাজ করতে পারবেন।
অন্যদিকে বর্তমানে ডিজিটাল লেনদেন বৃদ্ধি পাওয়ার কারণে এমনিতেই বহু গ্রাহকদের কাছে ব্যাঙ্কের শাখার প্রয়োজন অনেকটাই কমে গেছে। এছাড়াও এইসকল ছুটির দিনেও স্বাভাবিক পরিষেবা পাওয়া যায় এটিএম কাউন্টারগুলিতে। সুতরাং বর্তমান ডিজিটাল যুগে ব্যাঙ্কিং লেনদেন নিয়ে সমস্যা একপ্রকার নেই বললেই চলে।