নিজস্ব প্রতিবেদন : ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে (Cricket World Cup 2023) যদি সত্যিই কোন দল বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার দাবিদার ছিল তা হল টিম ইন্ডিয়া (Team India)। প্রথম থেকেই খুব ভালো পারফরম্যান্স দেখালেও শেষ ম্যাচে গিয়ে আর পারলেন না তারা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে পরাজিত হওয়ার পর সব স্বপ্ন ভেঙে গেল টিম ইন্ডিয়ার। আর এরপরই টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) ভবিষ্যৎ নিয়ে তৈরি হচ্ছে জল্পনা।
চলতি বছর ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপের পর আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে রয়েছে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ (2024 T-20 Cricket World Cup)। এই ক্রিকেট বিশ্বকাপের আগে কি বিসিসিআই টিম ইন্ডিয়া জন্য নতুন কোচ বেছে নেবে নাকি রাহুল দ্রাবিড়কেই আবার দায়িত্ব দেওয়া হবে। রাহুল দ্রাবিড়ের কোচ হিসাবে ভবিষ্যৎ নিয়ে যখন জল্পনা চলছে সেই সময় তিনি জানিয়েছেন, তিনি এখনই আগামী টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ নিয়ে ভাবনা-চিন্তা করছেন না। কেননা ভবিষ্যৎ কি হবে তা এখন তার জানা নেই।
রাহুল দ্রাবিড়ের এমন মন্তব্যের পরে জল্পনা আরও বেশি করে মাথাচাড়া দিয়ে উঠছে। এছাড়াও তিনি এই মুহূর্তে অনেক হতাশায় ভুগছেন বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। কেননা নিজের টিম ইন্ডিয়ার সদস্য থাকাকালীনও বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে তীরে এসে তরী ডুবেছিল। আবার যখন কোচ হিসাবে দায়িত্বে রয়েছেন তখনও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো। আর এবারের ঘটনা একেবারেই মেনে না নেওয়ার মতোই।
রাহুল দ্রাবিড়ের ভবিষ্যৎ নিয়ে যেভাবে জল্পনা তৈরি হয়েছে সেই জল্পনার পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে, যদি রাহুল দ্রাবিড়কে হেড কোচ থেকে সরিয়ে দেওয়া হয় অথবা তিনি সরে যান তাহলে এই তালিকায় তিনজন প্রাক্তনীর নাম উঠে আসছে। তিন জনের মধ্যে আবার দুজন রয়েছেন ভারতের প্রাক্তনী। তালিকায় রয়েছেন ভি ভি এস লক্ষ্মণ, গৌতম গম্ভীর এবং অ্যান্ডি ফ্লাওয়ার।
এই তিনজনের মধ্যে আবার সবচেয়ে এগিয়ে রয়েছেন ভি ভি এস লক্ষ্মণ। কেননা তিনি এই মুহূর্তে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন। এছাড়াও তিনি ভারতীয় এ দল এবং অনূর্ধ্ব ১৯ দলের দায়িত্ব সামলাচ্ছেন। রাহুল দ্রাবিড় জাতীয় দলের হেড কোচ হওয়ার আগে ঠিক এই সব দায়িত্বই সামলাতেন। এছাড়াও জাতীয় দলের সঙ্গে রাহুল দ্রাবিড় কোন সময় না গেলে লক্ষ্মণকেই দল নিয়ে যেতে দেখা যায়।