Puri: পুরীর সমুদ্রের উল্টো দিকে কী রয়েছে? আপনি নিজেও ভাবতে পারবেন না

Prosun Kanti Das

Published on:

Advertisements

There is a wonderful thing across the sea of Puri: জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে চাকরির দরকার আছে। এই চাকরি খোঁজার সময় আপনাকে প্রচুর ইন্টারভিউ দিতেই হবে আর ইন্টারভিউয় মানেই নানা ধরনের প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে। সঠিক প্রশ্নের উত্তর দিলে আপনার চাকরিটা হয়তো পাকা হয়ে যেতে পারে। অনেক সময়ে দেখা যায় ভালো শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও বহু মানুষ ইন্টারভিউতে সফল হতে পারেন না। কিন্তু কেউ কেউ খুব অল্প শিক্ষাগত যোগ্যতাতেই সফল হন। তাই সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো ভালোভাবে জানা খুব জরুরী। তাহলে আপনি জানতে পারবেন পুরীর (Puri) ওপারে আসলে কি রয়েছে?

Advertisements

বর্তমান ইন্টারনেটের যুগে আশা করি সবাই ইন্টারভিউ সম্পর্কিত অনেক আর্টিকেল দেখেছেন। সেখানে ইন্টারভিউতে যেসব প্রশ্ন জিজ্ঞাসা করা হয় সেগুলোর উত্তর উপস্থিত থাকে। চাকরির পরীক্ষা দেওয়ার পরিকল্পনা থাকলে অবশ্যই এই প্রতিবেদনটি মন দিয়ে পড়বেন। বহু অজানা তথ্য যেমন পুরীর (Puri) সমুদ্রের ওপারে আসলে কি রয়েছে, এই ধরনের প্রশ্নের উত্তর আপনি সাধারণ জ্ঞানের প্রশ্ন থেকেই পেয়ে যাবেন।

Advertisements

আসলে জেনারেল নলেজের প্রশ্নগুলি খুবই মজাদার এবং আকর্ষণীয় হয়। যে কেউ কৌতূহলবশত প্রশ্নগুলি পড়লেই যথেষ্ট জ্ঞান অর্জন করতে পারবে। নানা রকমের অজানা তথ্যের সন্ধান মিলবে এই ধরনের প্রশ্ন পড়লে। দেশ বিদেশের বহু অজানা খবর, কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদি। আজকাল বই না পড়েও আপনি সোশ্যাল মিডিয়া থেকে এই ধরনের অনেক প্রশ্নের উত্তর পাবেন। আপনার জ্ঞানের বিকাশ ঘটাতে হলে অবশ্যই মন দিয়ে এই ধরনের প্রশ্নের অধ্যয়ন করুন। পড়লেই জানতে পারবেন পুরীর (Puri) সমুদ্রের ওপারের আসল রহস্য।

Advertisements

১. প্রশ্নঃ দুধ ও জল মিশিয়ে দিলেও কোন প্রাণী দুধটি আলাদা করে খেতে পারে?
উত্তরঃ রাজহাঁস।
২. প্রশ্নঃ ২০০ টাকার ভারতীয় নোটে কিসের ছবি আছে?
উত্তরঃ সাঁচির স্তূপের ছবি।
৩. প্রশ্নঃ মশলা উৎপাদনের জন্য বিখ্যাত ভারতের কোন রাজ্যটি?
উত্তরঃ কেরালা।
৪. প্রশ্নঃ ডেটল সাবান কোন দেশের কোম্পানি?
উত্তরঃ ইংল্যান্ড।
৫. প্রশ্নঃ ভারতের জাতীয় দিবস কোন দুটি?
উত্তরঃ স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবস।

৬. প্রশ্নঃ কোন প্রাণী সূর্যকে দেখতে পায় না?
উত্তরঃ শূকর।
৭. প্রশ্নঃ কালো রঙের গোলাপ কোন দেশে পাওয়া যায়?
উত্তরঃ তুরস্ক দেশে।
৮. প্রশ্নঃ মানচিত্রে নদীকে কোন রঙে দেখানো হয়?
উত্তরঃ নীল রঙের।
৯. প্রশ্ন: ভারতের গণপরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়?
উত্তর : ১৯৪৬
১০. প্রশ্ন: চোখের কোন অংশ চোখের রঙ নির্ধারণ করে?
উত্তর : আইরিস।

১১. প্রশ্ন: ভারতের রাষ্ট্রপতি কে?
উত্তর : দ্রৌপদী মুর্মু।
১২. প্রশ্ন: মানবদেহের ক্ষুদ্রতম হাড় কোনটি?
উত্তর : স্টেপিস।
১৩. প্রশ্ন: বায়ুমন্ডলে জলীয় বাষ্পের পরিমাণ পরিমাপ কি?
উত্তর: আর্দ্রতা।
১৪. প্রশ্ন : ক্রিকেটের শুরু কোথায় হয়?
উত্তর : ইংল্যান্ড।
১৫. প্রশ্ন : আপনি কি জানেন পুরীর ঠিক উল্টো দিকে কী আছে?
উত্তরঃ আন্টার্কটিকা।

Advertisements