these 11 stations are the Oldest Railway Stations in India: ভারতবর্ষের লাইফ লাইন বলা চলে রেল পরিবহনকে। যা বর্তমান সময়ে নিত্য যাত্রীদের যাতায়াতের অন্যতম ভরসা। কারণ এই রেল পরিবহনের মাধ্যমে যাতায়াত যেমন আরামদায়ক হয় তেমন খরচ খরচাও হয় কম। তবে এই রেল পরিবহন আজকের নয়, বর্তমান সময় থেকে বহু বছর পূর্বে চালু হয় এই রেল ব্যবস্থা। কিন্তু জানেন কি এই রেল পরিবহনের সবচেয়ে প্রাচীন রেলস্টেশন (Oldest Railway Stations in India) কোনটি? তালিকায় বাংলার কোন স্টেশন রয়েছে? জানা না থাকলে অবশ্যই জেনে নিন।
ভারতীয় রেল পরিবহনে ১১টি প্রাচীন রেলস্টেশনের তালিকা প্রকাশিত হয়েছে। যেখানে প্রথম স্থানে রয়েছে ছত্রপতি শিবাজী টার্মিনাস। রয়েছে বাংলার হাওড়া স্টেশন। তালিকায় আর কোন কোন রেলস্টেশন নথিভুক্ত হয়েছে চলুন দেখে নেওয়া যাক।
ছত্রপতি শিবাজী টার্মিনাস
ভারতের প্রাচীনতম রেলওয়ে স্টেশন হলো ছত্রপতি শিবাজী টার্মিনাস (Oldest Railway Stations in India)। যা ১৮৫৩ সালে প্রথম দেশে নির্মিত হয়েছিল। পূর্বে এই রেলস্টেশনের নাম ছিল ভিক্টোরিয়া টার্মিনাস এবং বরিবন্দর রেলওয়ে স্টেশন।
হাওড়া জংশন
এরপর দেশে দ্বিতীয় রেলস্টেশন হিসেবে নির্মিত হয় হাওড়া জংশন। যার নির্মাণ সময়কাল ১৮৫৪। দেশের প্রাচীনতম দ্বিতীয় তথা বাংলার প্রথম রেল স্টেশন এটি। হাওড়া, কলকাতায় অবস্থিত এই রেলস্টেশন একটি ছোট্ট কুঁড়ে ঘরের মধ্যে নির্মিত হয়েছিল। যা বর্তমানে অনেকটাই প্রসারিত হয়েছে।
রোয়াপুরাম রেলওয়ে স্টেশন
প্রাচীনতম রেলওয়ে স্টেশনের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রোয়াপুরাম রেলওয়ে স্টেশন। যার অবস্থান তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাই-এর রোয়াপুরাম শহরে। যে রেলস্টেশনটির নির্মাণ কার্য শুরু হয় ১৮৫৩ সালে এবং ১৮৫৬ সালের জুন মাসে শেষ হয় নির্মাণ কার্য।
কানপুর সেন্ট্রাল
১৮৫৯ সালে নির্মিত হয়ে তালিকার চতুর্থ স্থান দখল করে কানপুর সেন্ট্রাল। যার পূর্বে নাম ছিল কানপুর উত্তর ব্যারাক। উত্তরপ্রদেশের কানপুরে অবস্থিত এই প্রাচীনতম রেলস্টেশন। এই রেলস্টেশন থেকেই প্রথম এলাহাবাদে ট্রেনের উৎপত্তি হয়।
এলাহাবাদ জংশন
দেশের অন্যতম প্রাচীনতম রেল স্টেশন হলো এলাহাবাদ জংশন। যে রেল স্টেশনের বর্তমান নাম প্রয়াগরাজ জংশন। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অবস্থিত এই রেলস্টেশন। যার নির্মাণ কার্য শুরু হয় ১৮৫৫ সালে। ১৮৫৯ সালে শেষ হয় এই রেলস্টেশনের নির্মাণ কাজ।
ভাদোদরা জংশন
প্রাচীনতম রেলস্টেশনের তালিকার ষষ্ঠ স্থান দখল করেছে ভাদোদরা জংশন। যার পূর্ব নাম বড়দা সিটি জংশন। গুজরাট রাজ্যের ভাদোদরা সায়াজীগঞ্জে অবস্থিত ভাদোদরা জংশন। যা মহারাজা খান্ডেরাও-এর আমলে ১৮৬১ সালে নির্মাণ হয়েছিল।
শিয়ালদহ রেলওয়ে স্টেশন
হাওড়ার পাশাপাশি প্রাচীনতম রেলওয়ে স্টেশনের তালিকায় উঠে এসেছে বাংলার আরো একটি রেলস্টেশন। যার নাম শিয়ালদহ রেলস্টেশন। পশ্চিমবঙ্গের শিয়ালদহ, কলকাতায় অবস্থিত এই রেলস্টেশন। যে রেলস্টেশন চালুর সময়কাল হল ১৮৬১ সাল।
দিল্লি জংশন
১৮৬৪ সালে চাঁদনী চকের কাছে নির্মিত হয়েছিল দুটি প্ল্যাটফর্ম নিয়ে একটি রেলস্টেশন। যা বর্তমানে দিল্লি জংশন নামে পরিচিত। তবে পূর্বে এই রেলস্টেশন পুরনো দিল্লি জংশন এবং লাহোর স্টেশন নামে পরিচিত ছিল।
মাদ্রাস সেন্ট্রাল
তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাই-এর পেরিয়ামেট শহরে অবস্থিত মাদ্রাজ সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। যা চেন্নাই সেন্ট্রাল নামে পরিচিত। অফিসিয়ালি এই রেলস্টেশনের নাম পুরাচি থালাইবার ডাঃ এম.জি রামচন্দন রেলওয়ে স্টেশন। যে রেলস্টেশনের নির্মাণ সময় কাল ১৮৬২ থেকে ১৮৭৩ খ্রিস্টাব্দ।
আগ্রা ফোর্ট রেলওয়ে স্টেশন
১৮৭৩ সালে নির্মিত হওয়া আরো একটি প্রাচীনতম রেলওয়ে স্টেশন হলো আগ্রা ফোর্ট রেলওয়ে স্টেশন। আগ্রা ফোর্টের কাছে নির্মিত হয়েছে এই দ্বিতল প্রতিসম ভবন। যার অবস্থান হল উত্তরপ্রদেশের আগ্রার রাকাবগঞ্জ।
ঝাঁসি জংশন
ভারতের রেল পরিবহনের প্রাচীনতম রেল স্টেশনের তালিকার ১১ নম্বর রেল স্টেশন হলো ঝাঁসি জংশন (Oldest Railway Stations in India)। যা ১৮৮০-এর দশকের শেষের দিকে নির্মিত হয়েছিল। উত্তরপ্রদেশের ঝাঁসিতে অবস্থিত এই রেলস্টেশন। যা বীরাঙ্গনা লক্ষ্মীবাঈ ঝাঁসি রেলস্টেশন নামে পরিচিত।