Best Fixed Deposit: কোনটিতে ৮%, কোনটিতে সামান্য কম! এই ১২ ব্যাঙ্কে FD মানেই কম সময়ে বেশি রিটার্ন

These 12 Best Fixed Deposits offer more returns in less time: প্রবীণ নাগরিক বিশেষত রিটায়ার পার্সেনদের জন্য দারুন সুখবর নিয়ে এলো বহু সরকারি ও বেসরকারি ব্যাংক। সাধারণত ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য আর্থিক সঞ্চয় এর ক্ষেত্রে ফিক্সড ডিপোজিটকেই ভরসা করে থাকেন বেশিরভাগ মানুষ। এবার ফিক্সড ডিপোজিটের (Best Fixed Deposit) ক্ষেত্রে নতুন চমক নিয়ে এলো ব্যাংকগুলি। ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে প্রবীণ নাগরিকেরা পাবেন বিশেষ সুবিধা। পহেলা বৈশাখ ১৪৩১ থেকে ব্যাঙ্কগোলিতে তে নতুন নিয়ম চালু করা হয়েছে। ফিক্সড ডিপোজিট এর সুদ বাড়িয়ে ৮.১% করা হয়েছে প্রবীণ নাগরিকদের জন্য।

ফিক্সড ডিপোজিট (Best Fixed Deposit) এর ক্ষেত্রে নিশ্চিত রিটার্নের সুযোগ থাকে। তাই বেশিরভাগ প্রবীণ ব্যক্তি আর্থিক সঞ্চয়ের উদ্দেশ্যে করা দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য ফিক্সড ডিপোজিটকেই ভরসা করেন। নতুন নিয়ম অনুযায়ী, প্রবীণ ব্যক্তিরা ২ কোটি টাকা অব্দি বিনিয়োগ করতে পারবে এই প্রকল্পে। নিশ্চিত রিটার্নের পাশাপাশি পাওয়া যাবে বর্ধিত লোভ্যাংশ। চলতি বছরে ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়ে ৮.১ শতাংশ করা হয়েছে শুধুমাত্র প্রবীণ নাগরিকদের জন্য।

চলুন জেনে নেওয়া যাক, কোন কোন সরকারি বা বেসরকারি ব্যাংক এই সুবিধা প্রদান করছে। ডিসিবি ব্যাংকে ২৬ মাস থেকে ৩৭ মাসের মেয়াদী স্কিমে বিনিয়োগ করলে পাওয়া যাবে ৮.১ শতাংশ সুদ। এখনো পর্যন্ত প্রবীনদের ফিক্সড ডিপোজিট (Best Fixed Deposit) অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চ সুদ প্রদান করে ডিসিবি ব্যাংক। আরবিএল ব্যাংক ২৪ মাস থেকে ৩৬ মাস মেয়াদের জন্য ধার্য করেছে ৮ শতাংশ সুদ। ইয়েস ব্যাঙ্ক ৩৬ থেকে ৬০ মাসের মেয়াদযুক্ত ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ধার্য করেছে ৮ শতাংশ সুদ। বন্ধন ব্যাংক ৩ বছর থেকে ৫ বছরের মেয়াদে ধার্য করেছে 7.75 শতাংশ সুদ। ব্যাঙ্ক অফ বরোদা এবং আইডিএফসি ব্যাংকের তরফ থেকে ৭.৭৫ শতাংশ সুদ ধার্য করা হয়েছে ২ বছর থেকে ৩ বছরের মেয়াদ যুক্ত ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে। এক্সিস ব্যাঙ্ক ৩ বছর থেকে ৫ বছর অব্দি মেয়াদ এর জন্য এবং কোটাক মাহিন্দ্রা ব্যাংক ৩ বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিট এর জন্য ধার্য করেছে ৭. ৬ শতাংশ সুদ। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং এইচডিএফসি ব্যাঙ্ক ২ বছর থেকে ৩ বছরের মেয়াদ যুক্ত ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে প্রবীনদের জন্য ধার্য করেছে ৭.৫ শতাংশ সুদ।

আরও পড়ুন 👉 Loan Rules Changed: বদলে যাচ্ছে লোনের নিয়ম, এই নির্দেশিকা মানতে হবে ঋণদাতাদের, দুর্দান্ত সুবিধা পাবেন ঋণগ্রহীতারা

আলাদা আলাদা ব্যাংকের তরফ থেকে আলাদা আলাদা সময়সীমাযুক্ত বিনিয়োগ প্রকল্প নির্বাচন করা হয়েছে, বর্ধিত সুদ (Best Fixed Deposit) প্রদান করার জন্য। এই খানে বলে রাখা ভালো ৩ বছরের বেশি মেয়াদ যুক্ত কোন বিনিয়োগের ক্ষেত্রে প্রাপ্ত সুদ থেকে কর কাটার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রেও ট্যাংক ডিডাকসান আর্ট সোর্স কাটা হতে পারে ব্যাংকগুলির তরফ থেকে। তবে এই কর বাঁচানোর উপায়ও বাতলে দিয়েছেন বিশেষজ্ঞরা, প্রবীণ গ্রাহকদের ১৫ এইচ নামক ফর্মটি ফিলাপ করে জমা দিতে বলা হয়েছে ব্যাংকে।

বর্ধিত সুদের ক্ষেত্রে পিছিয়ে নেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও। সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে অমৃত কলস প্রকল্প চালু করা হয়েছিল। এই প্রকল্পে বিনিয়োগ করলে ৭.১% সুদ রিটার্ন হিসেবে পাবেন গ্রাহকরা, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সেই সুদ হবে ৭.৬ শতাংশ। এই প্রকল্পের মেয়াদ ধার্য করা হয়েছিল 400 দিন। ৩১শে মার্চ ২০২৪ এ এই প্রকল্পটি চিরতরে বন্ধ হয়ে যাবার কথা ছিল, কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেই সময়সীমা বাড়িয়ে ৩০শে সেপ্টেম্বর অবধি নির্ধারণ করেছে নতুন এই প্রকল্পটি ২০২৩ সালের ১২ই এপ্রিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রকল্পে বিনিয়োগ করার ক্ষেত্রে সাধারণ মানুষের উৎসাহ দেখে এর আগেও বহুবার প্রকল্পর সময়সীমা বাড়িয়েছে এসবিআই।