নিজস্ব প্রতিবেদন : দেশে যে সকল জরুরী সেক্টর রয়েছে তার মধ্যে অন্যতম হলো ব্যাঙ্ক। বর্তমানে আর্থিক লেনদেন অনেকাংশে অনলাইন হয়ে দাঁড়ালেও ব্যাঙ্কের শাখার প্রয়োজনীয়তা কিন্তু আগের মতোই রয়ে গিয়েছে। বিভিন্ন কারণে প্রতিদিনই দেশের কোটি কোটি মানুষদের ব্যাঙ্কের শাখায় যেতে হয়। এমন পরিস্থিতিতে কোন দিন ব্যাঙ্ক বন্ধ আছে অথচ আপনার জানা নেই, তাহলে কিন্তু আপনাকে বেকার হয়রানির শিকার হতে হবে।
এমন হয়রানির শিকার যাতে না হয় তার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) প্রতি মাসের ছুটির তালিকা প্রকাশ করে থাকে। ঠিক সেই রকমই জুলাই মাসে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে সেই তালিকা (Bank Holidays July) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রকাশ করা হয়েছে। জুলাই মাসে দেশজুড়ে প্রায় অর্ধেক মাস ব্যাঙ্ক বন্ধ থাকবে, যে কারণেই তালিকা দেখে তবেই ব্যাঙ্কের শাখায় যাওয়া দরকার।
১) জুলাই মাসের ৩ তারিখ বুধবার ব্যাঙ্ক বন্ধ থাকবে শিলংয়ে। বেহ দিয়েনখলাম উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ।
২) পরবর্তী ছুটি রয়েছে ৬ জুলাই শনিবার কেবলমাত্র আইজলে। MHIP দিবস উপলক্ষে ঐদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৩) ৭ জুলাই রবিবার হওয়ার কারণে গোটা দেশেই ব্যাঙ্ক কর্মীরা সাধারণ ছুটি পাবেন।
৪) ৮ জুলাই সোমবার কং বা রথযাত্রা উপলক্ষে একমাত্র ব্যাঙ্ক বন্ধ থাকবে ইমফলে।
৫) দ্রুকপা শে জি উপলক্ষে ৯ জুলাই মঙ্গলবার গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৬) দ্বিতীয় শনিবার হওয়ার কারণে ১৩ জুলাই দেশ জুড়ে ব্যাঙ্ক কর্মীদের সাধারণ ছুটি।
৭) ১৪ জুলাই রবিবার হওয়ার কারণে সাধারণ ছুটি পাবেন গোটা দেশের ব্যাঙ্ক কর্মীরা।
৮) ১৬ জুলাই মঙ্গলবার দেরাদুনে ব্যাঙ্ক বন্ধ থাকবে হরেলা উৎসব হওয়ার কারণে।
৯) ১৭ জুলাই বুধবার মহরম উপলক্ষে গোটা দেশেই ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১০) ২১ জুলাই রবিবার হওয়ার কারণে গোটা দেশেই সাধারণ ছুটির দরুণ ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১১) মাসের চতুর্থ শনিবার হওয়ার কারণে ২৭ জুলাই সাধারণ ছুটি উপলক্ষে গোটা দেশে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
১২) ২৮ জুলাই রবিবার হওয়ার কারণে সাধারণ ছুটি এবং ওই দিন গোটা দেশেই ব্যাঙ্ক বন্ধ থাকবে।
তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও গ্রাহকরা এটিএম এবং অনলাইন সমস্ত ধরনের পরিষেবা পাবেন। এই সকল পরিষেবার ক্ষেত্রে কোনো রকম ছুটি নেই।