These 3 Best Travel Spots will add to your mind this summer vacation: আর দুই এক মাসের মধ্যেই পরবে গরমের ছুটি। ছুটি ভালোভাবে কাটানোর জন্য কী এখন থেকেই পরিকল্পনা চলছে? কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন পাহাড় না সমুদ্র? দীঘা, পুরী, দার্জিলিং, গ্যাংটক নাকি সিকিম? তালিকা থেকে বাদ দিন এইসব জায়গা। অনেক তো হলো পুরী, গ্যাংটক। ছুটি কাটাতে এবার ঘুরে আসুন এই ৩ নতুন শৈলশহর থেকে (3 Best Travel Spots)। যেখানকার শান্ত পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। ফিরতে ইচ্ছা করবে না এই জায়গা থেকে। রইল তিন জায়গা বিস্তারিত বিবরণ।
শহরের ব্যস্ততম পরিবেশ থেকে কিছুদিনের জন্য পালিয়ে যাওয়ার ৩ স্বর্গ সমান জায়গা (3 Best Travel Spots) হলো শ্রীখোলা, সোলং ভ্যালি এবং কুর্গ। তবে এই তিন জায়গায় ঘুরতে যাওয়ার খরচ একটু বেশি। চলুন জেনে নেওয়া যাক এই ৩ জায়গার বিশেষত্ব সহ অন্যান্য তথ্য।
শ্রীখোলা
শান্ত নিরিবিলি জায়গায় ছুটি কাটাতে চাইলে ঘুরে আসুন শ্রীখোলা থেকে। দার্জিলিংয়ের অন্যতম একটি ছোট্ট গ্রাম শ্রীখোলা। যা সান্দাকফু-ফালুট ট্রেকিংয়ের পথে পড়ে। রিম্বিক থেকে ১৫ মিনিট অতিক্রম করলেই পৌঁছে যাওয়া যায় শ্রীখোলায়। যেখানকার শান্ত পরিবেশ মনকে এক অন্য জায়গায় প্রবেশ করায়। পাশাপাশি শ্রীখোলা নদীর কলরব এবং নদীর উপর উঁচু হয়ে দাঁড়িয়ে থাকা ঝুলন্ত ব্রিজের দৃশ্য বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে দেখতে হয়। যা প্রায় ২০০ বছরের পুরনো। এই ব্রিজের পাশাপাশি রয়েছে কটেজের মতো সুন্দর সুন্দর কাঠের বাড়ি। রয়েছে বার্চ পাইন গাছের ঘন অরণ্য। এছাড়াও এই গ্রামে রয়েছে ছোট ছোট ফুলের উদ্যান। রয়েছে একটি বৌদ্ধ মন্দির। যা দেখলে মন জুড়িয়ে যাবে। গেলে আর ফিরতে ইচ্ছা করবে না।
কিভাবে যাওয়া যাবে? প্রথমে ট্রেন বা বাসে করে পৌঁছাতে হবে শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে গাড়ি ভাড়া করে পৌঁছাতে হবে দার্জিলিং। এরপর দার্জিলিং থেকে যে কোনো গাড়িতে ঘন্টা ছয়েকের পথ অতিক্রম করলেই পৌঁছে যাওয়া যাবে শ্রীখোলায়।
সোলাং ভ্যালি
হিমাচল প্রদেশের অন্যতম জায়গা হল সোলাং ভ্যালি। যা স্বর্গ উপলব্ধি করাবে পর্যটকদের। সমুদ্রতল থেকে অবস্থান প্রায় ৮,৪০০ ফুট উপরে। অ্যাডভেঞ্চারপ্রেমীদের কাছে কুলু জেলার এই উপত্যকা স্বর্গের ছোঁয়া আনে। এখানে প্যারাগ্লাইডিং করে পাখির মতো ওড়ার ব্যবস্থা রয়েছে। যা পাহাড়ের চূড়ার উপর দিয়ে, ঘন জঙ্গলের মাথা স্পর্শ করবে। উপর থেকে যার দৃশ্য প্রশান্তিদায়ক। এছাড়াও এই উপত্যকায় রয়েছে ট্রেকিং এবং ক্যাম্পিং-এর সুবিধা। মানালি থেকে লেহ মানালি হাইওয়ে ধরে রোটাং পাস পৌঁছাতে হবে। সেই রোটাং পাসের পথ ধরে ১৪ কিলোমিটার অতিক্রম করলেই উত্তর-পশ্চিমে রয়েছে সোলাং ভ্যালি।
কুর্গ
শহরের কোলাহল পেরিয়ে যদি একটু স্বর্গ খুঁজতে চান তাহলে যেতে হবে কুর্গতে (3 Best Travel Spots)। কর্নাটকের কোদাগু জেলায় অবস্থিত পাহাড়ঘেরা কুর্গ। যেখানকার আঁকাবাঁকা পথ, বয়ে যাওয়া ছোট ছোট ঝর্ণা, সবুজ বনভূমি, বড় বড় কফি বাগান, কাবিনী নদীর স্নিগ্ধতা মন পুলকিত করে তুলবে নিমেষে। গরমের সময়ে শীতল হাওয়া স্পর্শ অনুভূত হয় এই জায়গায়। কুর্গতে ঘুরতে এলে পাবেন আরো বেশ কিছু ঘোরার জায়গা, যেমন ওমকারেশ্বর মন্দির, রাজাসিট পার্ক, তালাকাবেরী, অ্যাবি ঝর্ণা দুবারে হাতি সংরক্ষণালয়, নাগর হোল জাতীয় উদ্যান। যেখানে ঘুরতে না গেলে অনেক কিছু মিস করবেন। এছাড়াও এখানে ঘুরতে এলে মিলবে জিপলিং, ট্রেকিং, রিভার রেফটিং এবং কায়াকিং-এর সুবিধা।