Return on FD: ৭.৫ শতাংশের বেশি সুদ! জনপ্রিয় এই ৩ ব্যাঙ্কে টাকা রাখলেই মালামাল গ্রাহকরা

Prosun Kanti Das

Published on:

Advertisements

These 3 popular banks are giving great return on FD: সাধারণ জনগণের সঞ্চয় করার একমাত্র ভরসা হলো ফিক্সড ডিপোজিট কিংবা এফডি। পয়লা বৈশাখে গ্রাহকদের জন্য দুর্দান্ত সুখবর রয়েছে। স্পেশাল ফিক্সড ডিপোজিটে (FD) গ্রাহকরা পাচ্ছে বেশি পরিমাণে সুদ (Return on FD) আর এই সুযোগ করে দিয়েছে তিনটি অর্থনৈতিক সংস্থা। এই স্কিমে লগ্নীর সময়সীমা আগের থেকে বৃদ্ধি করা হয়েছে। এর সুবিধা লাভ করতে পারবেন প্রবীণ নাগরিকরাও। স্পেশাল FD-তে বেশি সুদ দেওয়া ব্যাঙ্কগুলির তালিকায় রয়েছে SBI, HDFC ও IDBI। আজকের প্রতিবেদনে বিস্তারিতভাবে জেনে নিই এই সম্পর্কে।

Advertisements
HDFC ব্যাঙ্ক সিনিয়র সিটিজেন কেয়ার

এপ্রিল মাসের ১৫ তারিখ পর্যন্ত এই স্কিমের সময়সীমা বাড়ানো হয়েছে প্রবীণ নাগরিকদের জন্য। এই বেসরকারি সংস্থা মূল সুদের উপর অতিরিক্ত ০.৭৫ শতাংশ সুদ দিচ্ছে (Return on FD)। ৫ বছর একদিন থেকে ১০ বছর পর্যন্ত স্কিমটিতে লগ্নি করার সুযোগ রয়েছে। যদি আপনি ৬০ এর বেশি বয়সী হন তাহলে ৫ কোটির কম টাকা বিনিয়োগ করতে পারবেন।

Advertisements
IDBI ব্যাঙ্ক উৎসব FD

বেসরকারি এই অর্থনৈতিক সংস্থা তে চালু আছে উৎসব ফিক্সড ডিপোজিট। গ্রাহকরা এতে সুদের হার অনেকটাই বেশি পাবে (Return on FD)। ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে এই স্কিমে বিনিয়োগের সময় সীমা। এর মেয়াদ ৩০০, ৩৭৫ ও ৪৪৪ দিন ধার্য করা হয়েছে। বছরের সুদের হার কত তা আলোচনা করা হলো এই প্রতিবেদনে।

Advertisements
স্পেশাল FD-র মেয়াদ সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার

Return on Fixed Deposit

আরও পড়ুন ? Discount on TATA Punch EV: দুর্দান্ত অফার! এবার TATA Punch EV কিনলেই মিলবে হাজার হাজার টাকা ছাড়

SBI উইকেয়ার FD

দেশের অন্যতম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রবীণ নাগরিকদের জন্য চালু করেছে বিশেষ ফিক্সড ডিপোজিট। SBI এই স্কিমে বিনিয়োগের সময়সীমা বাড়িয়েছে ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত এবং স্কিমটি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে সাধারণ গ্রাহকদের মধ্যে। উইকেয়ার স্পেশাল FD-তে ৫ থেকে ১০ বছরের জন্য লগ্নি করলে বছরে মেলে ৭.৫ শতাংশ সুদ (Return on FD)। পাশাপাশি এই স্কিমে অতিরিক্ত প্রিমিয়াম হিসেবে ৫০ বিপিএস দেবে ব্যাঙ্ক। ফলে সুদের উপর সুদ পাবেন আমানতকারীরা।

SBI অমৃত কলস

উইকেয়ার সিনিয়র সিটিজেন FD-র মতো গ্রাহকদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় হয়েছে SBI-র অমৃত কলস স্কিম। যার সময়সীমা ৩১ শে মার্চ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। ৪০০ দিনের এই FD-তে আপনি বছরের সুদ পাবেন ৭.১০ শতাংশ। প্রবীণদের ক্ষেত্রে সুদের হার ৭.৬০ শতাংশ রেখেছে ব্যাঙ্ক।

Advertisements