Amrit Bharat Station List WB: নতুন করে অমৃত ভারত স্টেশন প্রকল্পের নাম উঠলো বাংলার ৪৫টি স্টেশনের, দেখে নিন তালিকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল (Indian Railways) পরিষেবা যাতে উন্নত থেকে উন্নততর হয়, তার জন্য ভারতীয় রেলের তরফ থেকে প্রতিনিয়ত উন্নয়নের কাজ চালানো হচ্ছে। রেলের তরফ থেকে দেশের রেল ট্র্যাকে যেমন নতুন নতুন ট্রেন চালু করা হচ্ছে, ঠিক সেই রকমই স্টেশনগুলির পরিষেবা যাতে আরও উন্নত হয় তার জন্য অমৃত ভারত স্টেশন প্রকল্পের (Amrit Bharat Station) আওতায় স্টেশনগুলিকে আধুনিক সাজে সাজানো হচ্ছে।

Advertisements

কেন্দ্র সরকারের তরফ থেকে গত বছরই অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন স্টেশনে কাজ করা শুরু হয়। ইতিমধ্যেই বহু স্টেশনের কাজ অনেকটাই হয়ে গিয়েছে। রেলের এই সকল কাজ দেখে রীতিমত খুশি বাংলার মানুষেরা। আর এবার বাংলার মানুষদের সেই খুশিকে দ্বিগুণ করে এই তালিকায় আরও ৪৫টি রেল স্টেশনের নাম তোলা হলো। কোন কোন স্টেশন তালিকায় (Amrit Bharat Station List WB) যুক্ত হল চলুন দেখে নেওয়া যাক।

Advertisements

সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে দেশের ৫৫৪টি রেল স্টেশনকে সাজানোর জন্য অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় নাম ঘোষণা করা হয়। এই সকল স্টেশনে অমৃত ভারত স্টেশন প্রকল্পের সূচনা হয় সোমবারই। এই প্রকল্পের আওতায় এই সকল স্টেশনকে মিনি সিটি সেন্টারে তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। যার জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করা হবে। আর এই তালিকাতেই জায়গা পেল বাংলার ৪৫টি স্টেশন।

Advertisements

আরও পড়ুন ? Railway Station Food Quality: রাজ্যের এই স্টেশনের খাবার একেবারে জঘন্য, খেলেই বিষ! পর্দা ফাঁস করল রেল

বাংলার পূর্ব রেলের চারটি ডিভিশনের মধ্যে শিয়ালদহের জন্য ১২১.৪৭ কোটি টাকা, হাওড়া ডিভিশনের জন্য ৭৮.১৪ কোটি, আসানসোল ডিভিশনের জন্য ৯৩.৭১ কোটি এবং মালদা ডিভিশনের জন্য ১০৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি ৩১টি রেল ওভারব্রিজ ও আন্ডারপাস তৈরির জন্য ১২৩.৫২ কোটি টাকা ধার্য করা হয়েছে। দক্ষিণ পূর্ব রেলের আওতায় থাকা ২২টি রেলস্টেশনকে সাজিয়ে তোলার জন্য ৫৯৭.১৫ কোটি টাকা এবং ৪১টি রেল ওভারব্রিজ ও আন্ডারপাস তৈরির জন্য ৪৯২.০৫ কোটি টাকা ধার্য করা হয়েছে। রেলের তরফ থেকে যে কাজ চালানো হবে তাতে উন্নতমানের ওয়েটিং রুম, লিফট, এস্কেলেটর, ফুট ওভারব্রিজ, শপিং জোন, ফুড কোর্ট, ছোট ছেলেমেয়েদের খেলার জায়গা ইত্যাদি তৈরি করা হবে।

এই তালিকায় বাংলার নতুন যে ৪৫টি স্টেশনের নাম উঠেছে সেগুলি হল কুমেদপুর, মেচেদা, বালি, হিজলি, ধুলিয়ান গঙ্গা, ডানকুনি, কল্যাণী, তমলুক, বনগাঁ জংশন, বেলদা, পানাগড়, তুলিন, নৈহাটি জংশন, ঝাড়গ্রাম, পুরুলিয়া জংশন, হলদিয়া, ভালুকা রোড, মালদা কোর্ট, সোনারপুর জংশন, ব্যান্ডেল জংশন, বাঁকুড়া, উলুবেড়িয়া, পাঁশকুড়া জংশন, দিঘা, ঝালদা, বার্নপুর, খড়্গপুর জংশন, বাগনান, বারাসত, চন্দননগর, সুইসা, খাগড়াঘাট রোড, সাঁইথিয়া জংশন, মেদিনীপুর, বিষ্ণুপুর, শিলিগুড়ি, আন্দুল, মধ্যমগ্রাম, দমদম, জয়চণ্ডী পাহাড়, আদ্রা, জঙ্গিপুর রোড, বালুরঘাট, গেদে এবং হরিশ্চন্দ্রপুর।

Advertisements