Sun Shines at Night: আশ্চর্য এই ৫ জায়গা, যেখানে রাতেও থাকে সূর্যের আলো

These 5 amazing places, where the sun shines even at night: সাম্প্রতিক সময়ে অনেকেই পড়াশোনা শেষ করে চাকরির প্রস্তুতি নিচ্ছেন। তার জন্য দিন-রাত এক করে খেটে চলেছেন। তবে এই চাকরির পরীক্ষার এক অন্যতম বিষয় হলো জিকে বা সাধারণ জ্ঞান। যা পরীক্ষা বা ইন্টারভিউতে পরীক্ষার্থীদের জিজ্ঞাসা করা হয়। সাধারণ জ্ঞানের এমন কিছু কিছু বিষয় জিজ্ঞাসা করা হয় যা অনেকেই জানেনা। তেমনই একটি প্রশ্ন হল বিশ্বের কোন জায়গায় ২৪ ঘন্টা সূর্যের আলো (Sun Shines at Night) দেখা যায়। প্রশ্নটা শুনে অবাক লাগলেও এটা সত্যি যে বিশ্বের এমন জায়গা রয়েছে যেখানে রাতের বেলাও সূর্যের আলো দেখা যায়। উত্তর যদি না জানা থাকে তাহলে অবশ্যই জেনে নিন সেই জায়গার নাম। রইলো তালিকা।

সুইডেন

বিশ্বের আশ্চর্যতম জায়গাগুলির মধ্যে অন্যতম হলো সুইডেন। যেখানে টানা ৬ মাস দিন-রাত্রি সমান থাকে। সূর্য অস্ত যায় না। ফলেই রাতের বেলা সূর্যের আলোয় দিন (Sun Shines at Night) হয়ে থাকে। ৪টের সময় উদয় হয় সূর্য। মূলত মে মাস থেকে আগস্ট মাস সূর্য মধ্যরাতে অস্ত যায়।

আলাস্কা (ব্যারো)

বিশ্বের অন্যতম আরেকটি জায়গা হল আলাস্কা। এখানেও মে থেকে জুলাই মাস পর্যন্ত রাত্রিবেলা সূর্যের আলো প্রদর্শিত হয়। আবার সমগ্র শীতকাল জুড়ে এই দেশ অন্ধকারে নিমজ্জিত থাকে। যার ফলে এই দেশকে পোলার নাইট (Sun Shines at Night) বলা হয়। টানা নভেম্বর মাস সূর্যের আলো দেখতে পায় না আলাস্কার ব্যারো শহরের বাসিন্দারা।

নরওয়ে

এই দেশের বাসিন্দারাও বছরের ৭৬ দিন রাতের পার্থক্য বুঝতে পারে না। দিন-রাত সমান হয়ে থাকে। যার ফলে নরওয়েকে মধ্যরাতের সূর্যের দেশ (Sun Shines at Night) বলা হয়। এপ্রিল মাসের ১০ তারিখ থেকে আগস্ট মাসের ২৩ তারিখ পর্যন্ত রাতের বেলা সূর্য অস্ত যায় না।

আরও পড়ুন 👉 দুর্ঘটনার নামগন্ধ থাকবে না! এমনই আশ্চর্য দুটি রাস্তা তৈরি হবে রাজ্যে

কানাডা (নুনাভূত)

কানাডার অন্যতম একটি শহর হলেও নুনাভূত। যা উত্তর-পশ্চিম অঞ্চলে অবস্থিতঌ এখানকার বাসিন্দারাও রাত্রিবেলা সূর্যের আলো উপভোগ করে। আবার অপরদিকে দিনের বেলাও রাতের অন্ধকার উপভোগ করে। কানাডার এই অঞ্চলে শীতকালীন এক মাস অন্ধকারে ডুবে থাকে। অপরদিকে আবার বছরের ৬০ দিন রাত্রিবেলা সূর্যের আলো অস্ত যায় না।

আইসল্যান্ড

পৃথিবীর বিশেষ ৫ জায়গার মধ্যে আরও একটি জায়গা হল আইসল্যান্ড। যেখানে গরমকালে সর্বক্ষণ রাত্রিকালীন আবহাওয়া বিরাজ করে। বাসিন্দারা রাত উপভোগ করে আবার অপরদিকে জুন মাসের ৩০ দিন সম্পূর্ণ সূর্যের আলো জ্বল জ্বল (Sun Shines at Night) করে আইসল্যান্ডে।