Interest Rate of Fixed Deposit: ৯ শতাংশের বেশি সুদ, এই ৫ ব্যাঙ্কে টাকা রাখলেই বাড়বে তরতরিয়ে, দ্বিগুণ হবে দেখতে দেখতে

Antara Nag

Published on:

Advertisements

These 5 banks are giving more than 9 percent Interest Rate on Fixed Deposit: আজকাল ভবিষ্যত এর জন্য সকলেই বিনিয়োগ করে থাকে, তাই বিনিয়োগের একাধিক উপায়ও আছে। কিন্তু আপনাকে সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে। বিনিয়োগকারীরা বর্তমানে শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকেন আসলে এটি খুবই সহজ পদ্ধতি। পাশাপাশি আপনি যদি মিউচুয়াল ফান্ডেও বিনিয়োগ করেন তাহলেও পেয়ে যাবেন মোটা অঙ্কের সুদ। কিন্তু দুটি পদ্ধতি ঝুঁকিপূর্ণ। যারা ঝুঁকি নিতে চান না তারা আজও বিনিয়োগ করতে চান ফিক্সড ডিপোজিটে। এফডিতে আপনি নিশ্চিন্তে আপনার সঞ্চিত অর্থ বিনিয়োগ করতে পারবেন এবং রিটার্নও ভালো পাবেন। ব্যাঙ্কগুলো যেমন এফডি-তে সুদের হার অফার করে, তেমনই NBFC গুলিও আরও বেশি সুদ অফার করে গ্রাহকদের আকৃষ্ট করতে চান। আজকের প্রতিবেদনে পাঁচটি এনবিএফসি-র বিষয়ে বলা হচ্ছে, এতে (Interest Rate of Fixed Deposit)বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা প্রায় ১০ শতাংশ রিটার্ন পাবেন।

Advertisements
১. ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক

ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক তার সাধারণ গ্রাহকদের ১০০১ দিনের এফডি-তে ৯ শতাংশ এবং সিনিয়র সিটিজেন গ্রাহকদের জন্য ৯.৫০% পর্যন্ত সুদ (Interest Rate of Fixed Deposit)দিচ্ছে।

Advertisements
২. সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক

আপনি যদি এফডিতে বিনিয়োগ করতে চান তাহলে সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক একটি ভালো আপশন। সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক সাধারণ গ্রাহকদের জন্য ৯.১০ শতাংশ এবং সিনিয়র সিটিজেন গ্রাহকদের ৫ বছরের মেয়াদের জন্য ৯.৬০ (Interest Rate of Fixed Deposit)শতাংশ হারে সুদ দিচ্ছে।

Advertisements
৩. ইক্যুইটিস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক

ইক্যুইটিস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক সাধারণ গ্রাহকদের ৮৮৮ দিনের ফিক্সড ডিপোজিটে ৮.৫০ শতাংশের সুদ দিচ্ছে। এই ধরনের স্কিমের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন গ্রাহকেরা ৯ শতাংশ হারে সুদ পাবেন (Interest Rate of Fixed Deposit)।

আরও পড়ুন ? SSY: আসল বাদ দিন, সুদেই মিলবে ৪৭ লক্ষ টাকা, শুধু কেন্দ্র সরকারের এই প্রকল্পে টাকা রাখতে হবে মাত্র ১৫ বছর

৪. ESAF স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক

আপনি কি এফডিতে বিনিয়োগ করার পক্ষপাতি? তাহলে আপনার জন্য আদর্শ অপশন হল ESAF স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। যারা গ্রাহকদের ২ বছর থেকে ৩ বছরের কম সময়ের জন্য FD- তে ৮.৫০ শতাংশের সুদ দিচ্ছে। সিনিয়র সিটিজেন গ্রাহকেরা এই NBFC থেকে ৯ শতাংশ হারে সুদ পাচ্ছেন।

৫. ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক

তালিকার সর্বশেষ ব্যাংটি হল ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। এরা গ্রাহকদের ১০০০ দিনের এফডি-তে ৮.৫১ শতাংশ সুদ অফার করছে। সিনিয়র সিটিজেন গ্রাহকরা এক্ষেত্রে সুদ পাবেন ৯.১১ শতাংশ।

যারা ভবিষ্যতকে সুরক্ষিত করতে চান এবং কোন ঝুঁকি নিতে চান না তাদের জন্য ফিক্সড ডিপোজিট সবথেকে ভালো উপায়। যারা দুই বছর ধরে ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করছেন তাদের জন্য সময়টা সত্যিই ভালো। বর্তমানে RBI প্রায় ২.৫০ শতাংশ রেপো রেট বাড়িয়েছে। যেমন লোন এর ক্ষেত্রে সুদের হার বেড়েছে তেমনি এফডির ক্ষেত্রেও সুদের হার বৃদ্ধি পেয়েছে। ফলে সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলোর সর্বোচ্চ সুদ দাঁড়িয়েছে প্রায় 8 শতাংশ। এমন পরিস্থিতিতে NBFC গুলোও এফডি-তে সুদের হার বাড়িয়েছে। যার জেরে লাভবান হচ্ছেন গ্রাহকেরা।

Advertisements