Advertisements

Foreign Tour: হাতে সময় নেই! বিদেশ ঘোরার দারুণ সুযোগ, ঘন্টা তিনেকেই কলকাতা থেকে পৌঁছানো যায় এই ৫ দেশ

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ভ্রমণপিপাসু বাঙালিরা সুযোগ পেলেই চট করে বেরিয়ে পড়েন কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার জন্য। তবে অনেকের কাছেই হাতে কম সময় থাকার কারণে কাছে পিছিয়ে থাকা জায়গাগুলিতেই ঘুরতে যান। আবার অনেকেই রয়েছেন যারা হাতে কম সময় থাকলেও বিদেশ যাওয়ার (Foreign Tour) জন্য মুখিয়ে থাকেন। যারা কম সময়ের মধ্যে কলকাতা থেকে বিদেশ ঘুরতে যাওয়ার প্ল্যান করেন তাদের জন্য ৫টি দেশের খোঁজ আমরা এই প্রতিবেদনে দিতে চলেছি।

Advertisements

কলকাতা থেকে বিদেশ ঘুরতে যাওয়ার ক্ষেত্রে হাতের কাছে অনেক জায়গায় রয়েছে। তবে সেই সকল জায়গাগুলি অনেকেরই অজানা নয়। যেমন বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ইত্যাদি দেশ যেগুলি খুব কম সময়ে ভ্রমণ করা যায়। কিন্তু এই সকল দেশ বাদেও আরও ৫টি দেশ রয়েছে, যে সকল দেশেও কম সময়ে কলকাতা থেকে অনায়াসেই পৌঁছানো যেতে পারে।

Advertisements

১) বিয়ের পর অনেকেই হানিমুন সহ ভ্রমণের জন্য সিঙ্গাপুর যাওয়ার পরিকল্পনা গ্রহণ করে থাকেন। কিন্তু যাতায়াতের সময়ের কথা মাথায় রেখে অনেকেই পিছপা হয়ে যান। তবে কলকাতা থেকে সরাসরি সিঙ্গাপুর ভ্রমণের জন্য রয়েছে বিমান এবং সেই সকল বিমানে মাত্র চার ঘণ্টাতেই সিঙ্গাপুর পৌঁছানো যায় অথবা ফিরে আসা যায়।

Advertisements

২) বিদেশ ভ্রমণের ক্ষেত্রে যে সকল জায়গা ভারতীয় এবং বাঙালি পর্যটকদের কাছে জনপ্রিয় তার মধ্যে অন্যতম হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার মায়ানমারের রেঙ্গুন। জানলে অবাক হবেন, কলকাতা থেকে বিমানে চড়ে রেঙ্গুন যাওয়ার জন্য সময় লাগে মাত্র দু’ঘন্টা। এর পাশাপাশি সেখানে যদি কেউ ২৮ দিন বা তার কম সময়ের জন্য যান তাহলে তিনি ই-ভিসার আবেদন করেই কাটিয়ে আসতে পারবেন।

৩) বিদেশ ভ্রমণের তালিকায় অন্যতম জনপ্রিয় একটি জায়গা হল মালয়েশিয়ার কুয়ালালামপুর। এই জায়গা যেতে কলকাতা বিমানবন্দর থেকে বিমান ধরে সময় লাগে মাত্র চার ঘন্টা। ফলে অনায়াসেই কম সময়ে বিদেশে এই জায়গা পৌঁছানোর তালিকায় রাখতে পারেন পর্যটকরা।

আরও পড়ুন ? Traveling to Thailand: সহজ হয়ে গেল থ্যইল্যান্ড ভ্রমণ, এবার খরচও বাঁচবে, ঝামেলাও থাকবে না

৪) বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সস্তার যে সকল দেশ রয়েছে তার মধ্যে অন্যতম হলো ভিয়েতনাম। ভিয়েতনামের ভ্যানয় বহু পর্যটকরা রয়েছেন যারা ঘুরতে যান। কলকাতা বিমানবন্দর থেকে ভিয়েতনামের এই শহর যেতে সময় লাগে মাত্র সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা। এছাড়াও ভিয়েতনাম পৌঁছে গিয়ে ভারতীয়দের খরচ নিয়ে কোন চিন্তা করতে হয় না।

৫) কলকাতা এবং ভারত থেকে যে সকল পর্যটকরা বিদেশ ঘুরতে যান তাদের মধ্যে অন্যতম হলো থাইল্যান্ড। বিমানে কলকাতা থেকে থাইল্যান্ডের ব্যাংকক যেতে সময় লাগে মাত্র আড়াই ঘন্টা। আর একবার থাইল্যান্ড পৌঁছালে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য, বিশেষ করে ফ্রায়া নদীর তীরে থাকা ব্যাংকক শহর থেকে ফিরে আসতে মন চাইবে না

Advertisements