বিশ্বের এই ৬টি দেশ, যেখানে হয়নি কোন রেল দুর্ঘটনা! কারণ অবশ্যই অবাক করা

নিজস্ব প্রতিবেদন : সাধারণ সড়ক পরিবহণ ব্যবস্থা হোক অথবা রেল (Rail) বা বিমান পরিষেবা, প্রতিটি ক্ষেত্রেই প্রতিটি দেশেই বড় হোক বা ছোটখাটো কোনো না কোনো দুর্ঘটনা ঘটতে দেখা যায়। ঠিক সেই রকমই বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক ভারতীয় রেলেও (Indian Railways) হামেশাই ছোট বড় নানান ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। এই সকল দুর্ঘটনায় বহু মানুষের প্রাণ যায় আবার অনেকেই আহত হন। তবে শুনলে অবাক হবেন, বিশ্বের ৬টি দেশে এখনো পর্যন্ত কোন রেল দুর্ঘটনা ঘটেনি। আগামী দিনেও ঘটবে কিনা সন্দেহ আছে।

যেকোনো ধরনের দুর্ঘটনায় কখনো বলে কয়ে আসে না। তবে সড়ক দুর্ঘটনা হোক অথবা রেল বা প্লেন দুর্ঘটনা, সবকিছুর জন্যই আগে পরিষেবা থাকতে হয়। পরিষেবা না থাকলে সেই সকল ক্ষেত্রে দুর্ঘটনা না হওয়াটাই স্বাভাবিক। বিশ্বের যে ৬টি দেশের কথা বলা হচ্ছে, যে সকল দেশে আজ পর্যন্ত কোন রেল দুর্ঘটনা ঘটে নি, আসলে সেই সব দেশে এখনো পর্যন্ত রেল পরিষেবায় চালু হয়নি। রেল পরিষেবা না থাকার ফলে স্বাভাবিকভাবেই দুর্ঘটনার কোনো জায়গায় নেই। তবে এটাও অবাক করা যে বর্তমান উন্নয়নশীল সময়ে এই সকল দেশে এখনও রেল পরিষেবা চালু হয়নি।

১) কুয়েত : মধ্যপ্রাচ্যের একটি উপসাগরীয় দেশ হলো কুয়েত। এখানে খনিজ সম্পদ হিসেবে বিপুল পরিমাণ তেল জমা রয়েছে। বিশ্বে যে সকল ধনী দেশ রয়েছে সে সকল ধনী দেশের মধ্যে অন্যতম একটি ধনী দেশ হল কুয়েত। কিন্তু এখানে কোন রেল পরিষেবা নেই। রেল পরিষেবা না থাকার কারণে রেল দুর্ঘটনাও নেই। তবে আগামী দিনে এখানে রেল পরিষেবা চালু করার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

২) ভারতের প্রতিবেশী এবং দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম দেশ ভুটানে রেল পরিষেবা না থাকার কারণে এখনো পর্যন্ত রেল দুর্ঘটনার মত কোন ঘটনা ঘটেনি। যদিও আগামী দিনে এখানে ভারতীয় রেলের সহযোগিতায় রেল পরিষেবা চালু হতে চলেছে। তবে রেল পরিষেবা চালু হলেও যাতে রেল দুর্ঘটনা না ঘটে সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা।

৩) অ্যান্ডোরা : ইউরোপ মহাদেশের এই দেশটি বিশ্বের ১১ তম ক্ষুদ্র দেশ জনসংখ্যার দিক দিয়ে এবং ভূমির দিক দিয়ে বিশ্বের ১৬ তম ক্ষুদ্রতম দেশ। এই দেশেও কোনো রেল পরিষেবা নেই এবং এখানকার সবচেয়ে কাছে রেলস্টেশন রয়েছে ফ্রান্সে। যেখানে বাসে করে যাত্রীদের যেতে হয় এবং ট্রেন ধরতে হয়।

৪) সাইপ্রাস : এই দেশটিতে ১৯০৫ থেকে ১৯৫১ সাল পর্যন্ত রেল পরিষেবা ছিল কিন্তু পরে আর্থিক কারণে সেই পরিষেবা বন্ধ হয়ে যায়। যেহেতু বর্তমানে এখানে রেল পরিষেবা নেই তাই রেল দুর্ঘটনার কোন সম্ভাবনাই নেই।

৫) লিবিয়া : আগে এই দেশের রেল পরিষেবা থাকলেও ১৯৬৫ সালের পর থেকে আর নেই। যে কারণে এই সময়ের পথ থেকে আর এই দেশে কোন রেল দুর্ঘটনা নেই।

৬) পূর্ব তিমুর : এই দেশটিতেও এখনো পর্যন্ত কোন রেল পরিষেবা নেই। এই দেশের মানুষরা এখনো পর্যন্ত সড়ক পথেই যাতায়াত করে থাকেন। তবে এখানে একটি ৩১০ মাইলের রেললাইন ট্র্যাক তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।