নিজস্ব প্রতিবেদন : তেতে উঠেছে দক্ষিণবঙ্গ (South Bengal)। বৈশাখ মাসের শুরু থেকেই টানা গরমের কারণে জেলায় জেলায় তাপপ্রবাহ থেকে শুরু করে তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়েছে। খুব কম সময় টানা এত দিনের জন্য তাপপ্রবাহ (Heatwave) নজরে আসতে দেখা গিয়েছে। এমন পরিস্থিতি থেকে রেহাই পেতে দক্ষিণবঙ্গের বাসিন্দারা দীর্ঘদিন ধরে বসে রয়েছেন। অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে শনিবার। শনিবার দক্ষিণবঙ্গের ৬ জেলা মুক্তি পাবে তাপপ্রবাহ (Relief from Heatwave) থেকে।
হাওয়া অফিসের (Weather Office) তরফ থেকে শুক্রবার আবহাওয়া সংক্রান্ত যে আপডেট দেওয়া হয়েছে সেই আপডেট থেকেই তাপপ্রবাহ থেকে মুক্তি পাওয়ার সুখবর মিলেছে। শনিবার দক্ষিণবঙ্গের ৬ জেলা তাপপ্রবাহ থেকে মুক্তি পেলেও বাকি জেলাগুলিতে আরও ৪৮ ঘন্টা অপেক্ষা করতে হবে।
বৈশাখ মাসের শুরু থেকেই দক্ষিণবঙ্গে সাগর থেকে জলীয়বাষ্প প্রবেশ না করার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে সেই পরিস্থিতির অবসান ঘটেছে এবং ধীরে ধীরে জলীয়বাষ্প ঢুকে ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। আর এরই প্রভাবে ধীরে ধীরে সর্বোচ্চ তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। শনিবার দক্ষিণবঙ্গের যে ৬ জেলা তাপপ্রবাহ থেকে মুক্তি পাবে সেই জেলাগুলি হল নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি। বাকি জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে।
আরও পড়ুন ? Private Tuition: নির্দেশ অমান্য প্রাইভেট টিউশন, সরকারের কোপে এই জেলার ৯১ জন শিক্ষক!
শনিবারের পর রবিবারও ওই ৬ জেলায় তাপপ্রবাহ থাকবে না। তবে উষ্ণ এবং আদ্র আবহাওয়া বজায় থাকবে। এর পাশাপাশি রবিবার দক্ষিণবঙ্গের ৬ জেলায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়-বৃষ্টি, সঙ্গে বজ্রবিদ্যুতের দেখা মিলবে। যে ৬ জেলায় এমন পরিস্থিতি দেখা যাবে সেই জেলাগুলি হল পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে। আর এই ঝড় বৃষ্টির পরই সোমবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই স্বস্তি ফিরবে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগের পাশাপাশি কোন কোন জেলায় ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবারের পাশাপাশি মঙ্গলবারও একই পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার জন্য।
অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal) কোন জেলার জন্যই এখন আপাতত তাপপ্রবাহ পরিস্থিতির পূর্বাভাস নেই। শনিবার এবং রবিবার পাহাড়ি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকার পাশাপাশি সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই দক্ষিণবঙ্গের মতোই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।