Pipeline Gas: দক্ষিণবঙ্গের এই ৬ জেলার বাসিন্দারা পাবেন পাইপ লাইনের মাধ্যমে গ্যাস, কাজ শুরু করল GAIL

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রান্নার গ্যাস (LPG) এখন দেশের অধিকাংশ পরিবারের কাছেই অত্যন্ত জরুরী হয়ে দাঁড়িয়েছে। কেননা এখন অধিকাংশ বাড়িতেই রান্নার গ্যাস কানেকশন পৌঁছে গিয়েছে এবং কাঠ-কয়লা ছেড়ে রান্নার গ্যাস দিয়েই রান্নার কাজ করা হয়ে থাকে। তবে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ জুড়ে রান্নার গ্যাস সরবরাহ করার ক্ষেত্রে যে ব্যবস্থা রয়েছে তা হল সিলিন্ডার।

Advertisements

রাজ্যের প্রায় সমস্ত বাড়িতেই এখন সিলিন্ডারের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ করা হয়। কিন্তু এক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা যায়। যেমন হঠাৎ করে গ্যাস শেষ হয়ে যাওয়া, সিলিন্ডার এক জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া এবং তা ওভেনের সঙ্গে লাগানো ইত্যাদি। এছাড়াও সিলিন্ডার মারফৎ রান্নার গ্যাস সরবরাহ করার কারণে খরচও অনেকটাই বেশি হয়। এই ধরনের সমস্যার সমাধানের জন্য এবার আসছে পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস (Pipeline Gas) সরবরাহ।

Advertisements

বাড়ি বাড়ি পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার জন্য প্রাথমিকভাবে কলকাতা সহ ৬টি জেলাকে বেছে নেওয়া হয়েছে। এই সকল জেলায় পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ করা হলে খরচ অনেকটাই কমে যাবে। এছাড়াও সুরক্ষার দিক দিয়ে অনেকটাই এগিয়ে থাকবে পাইপলাইন গ্যাস। পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ করার জন্য গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (GAIL) এবং তাদের সহযোগী সংস্থা বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড (BGCL) ও গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই কর্পোরেশন লিমিটেড (GCGSCL) প্রাথমিক কাজ শুরু করে দিয়েছে বলেই জানা যাচ্ছে সূত্র মারফৎ।

Advertisements

আরও পড়ুন ? IPL 2024 Champion KKR: মেন্টরশিপ নাকি অধিনায়কত্ব! ১০ বছর পর এই ১০ ম্যাজিকেই KKR-এর ঘরে উঠল কাপ!

দক্ষিণবঙ্গের যে সকল জেলায় এই পরিকল্পনা বাস্তবায়িত করা হবে বলে জানা যাচ্ছে সেই জেলাগুলি হল, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদীয়া। এই সকল জেলার ৪০টি পৌরসভা এলাকায় পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ করার প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আর এই পরিকল্পনা বাস্তবায়িত হলেই এই সকল এলাকার বাসিন্দারা একদিকে যেমন সিলিন্ডার বয়ে নিয়ে যাওয়ার ঝামেলা থেকে মুক্তি পাবেন ঠিক সেই রকমই আবার খরচ থেকেও অনেকটা স্বস্তি পাবেন।

সূত্র মারফৎ জানা যাচ্ছে, এই পরিকল্পনা বাস্তবায়িত করার ক্ষেত্রে এখনো পর্যন্ত বেশ কয়েকটি ধাপের কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। প্রথম ধাপে হুগলির মগরার রাজারামবাটি এবং নদীয়ার গয়েশপুরে দুটি গ্যাস সরবরাহ কেন্দ্র তৈরি করা হয়েছে। হুগলির মগরার রাজারামবাটি কেন্দ্র থেকেই দিল্লি রোড হয়ে রান্নার গ্যাস সরবরাহ করার জন্য পাইপ লাইন চলে গিয়েছে হুগলির উলুবেরিয়া পৌরসভায়। জানা যাচ্ছে, দিল্লি রোডের কাছাকাছি হুগলি জেলার অন্যান্য যে সকল পৌরসভা রয়েছে সেগুলিতেও এই পাইপলাইন পৌঁছে দেওয়া হবে। অন্যদিকে নদীয়ার গয়েশপুর কেন্দ্র থেকে উত্তর ২৪ পরগনার বারাকপুর, বারাসাত হয়ে নিউ টাউন, বিধাননগর পাইপ লাইন পাতার পর সেই পাইপলাইন পৌঁছে দেওয়া হবে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর পর্যন্ত। যেভাবে পরিকল্পনা বাস্তবায়িত করা হচ্ছে তাতে এই ৬ জেলার ৪০টি পৌরসভার বাসিন্দারা হয়তো খুব তাড়াতাড়ি পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস কানেকশন পেয়ে যাবেন।

Advertisements