6 New Rules: টাকা-পয়সা নিয়ে এপ্রিলে আসছে ৬ নিয়মে বদল, না জানলে তরতরিয়ে ফাঁকা হবে পকেট

নিজস্ব প্রতিবেদন : মার্চ মাস দেখতে দেখতে শেষ হতে চলল। মার্চ মাসের শেষ হওয়া মানে একটি অর্থবর্ষের শেষ হওয়া। আর একটি অর্থ বর্ষ শেষ হওয়ার পর নতুন একটি অর্থ বর্ষের শুরুতেই বিভিন্ন নিয়মে বদল আনা হয়। সেরকমই আগামী ১ এপ্রিল থেকে ৬টি নিয়মে পরিবর্তন (6 New Rules) আসছে। যে ৬টি নিয়ম সরাসরি টাকা পয়সার সঙ্গে জড়িয়ে রয়েছে। আর সেই সকল নিয়ম না জানলে তরতরিয়ে পকেট থেকে টাকা খসবে তা নিয়ে কোন সন্দেহ নেই।

১) এপ্রিল মাসের ১ তারিখ থেকে যে সকল পরিবর্তন আসছে সেই পরিবর্তনের তালিকায় প্রথমেই রয়েছে FAStag। কেননা ৩১ মার্চের মধ্যে যারা FAStag কেওয়াইসি করাবেন না তাদের FAStag ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে। FAStag ব্ল্যাক লিস্টেড হয়ে গেলে বাড়তি টাকা খসবে যখনই আপনি টোল প্লাজা পার করতে যাবেন। কেননা FAStag সক্রিয় না থাকার কারণে আপনার থেকে ডবল টোল নেবে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া।

২) দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে পরিবর্তন আসতে চলেছে সেটি হল ন্যাশনাল পেনশন সিস্টেমে। ন্যাশনাল পেনশন সিস্টেম বা NPS অ্যাকাউন্ট ১ এপ্রিলের পর থেকে যখনই লগইন করতে যাবেন, তখন ইউজার আইডি এবং পাসওয়ার্ড ছাড়াও আধারের সঙ্গে সংযুক্ত থাকা মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপি না দেওয়া পর্যন্ত কোনোভাবেই অ্যাকাউন্ট লগ-ইন করা যাবে না। এক্ষেত্রে কারো আধারের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত না থাকলে তাকে জরুরী ভিত্তিতে করিয়ে নিতে হবে নাহলে চরম সমস্যায় পড়তে হবে।

৩) তিন নম্বর যে নিয়মে বদল আসছে তা অনেক পুরাতন। তবে তাহলেও কিন্তু এখনো পর্যন্ত অনেকেই সেই কাজটি করেননি। সেই কাজটি হল প্যান নম্বরের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করানো। এখন যদি ৩১ মার্চের মধ্যে এই কাজটি না করা হয় তাহলে প্যান নম্বর বাতিল হয়ে যেতে পারে এবং প্যান নম্বর বাতিল হলে আর্থিক লেনদেন সহ বিভিন্ন কাজকর্ম আটকে যেতে পারে।

৪) চতুর্থ যে পরিবর্তন আসতে চলেছে তা উপভোক্তাদের সুবিধা প্রদান করবে। এই পরিবর্তনটি হল EPFO সংক্রান্ত। এক এপ্রিল থেকে যারা নিজেদের চাকরি বা কর্মস্থল পরিবর্তন করবেন তাদের EPFO নিজে থেকেই পরিবর্তিত হয়ে যাবে। অর্থাৎ পিএফ অ্যাকাউন্ট পরিবর্তনের জন্য কোথাও অনুরোধ জানাতে হবে না।

আরও পড়ুন 👉 Govt Schemes for Women: শুধু টাকা আর টাকা! মা-বোনেদের জন্য মোদি সরকারের এই ৪ প্রকল্প দিচ্ছে সুবিধা আর সুবিধা

৫) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় যাদের ক্রেডিট কার্ড রয়েছে তারা ১ এপ্রিল থেকে বাড়ি ভাড়া দেওয়ার পরিপ্রেক্ষিতে আর রিওয়ার্ড পয়েন্ট পাবেন না। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ারই কোন কোন ক্রেডিট কার্ডের ক্ষেত্রে একই নিয়ম জারি হবে ১৫ এপ্রিল থেকে।

৬) এপ্রিল থেকে কর ব্যবস্থায় আসছে পরিবর্তন। এক্ষেত্রে নতুন নিয়ম অনুযায়ী যদি কেউ এখনো ট্যাক্স ফাইল করার পদ্ধতি বেছে না নেন তাহলে তাকে নতুন কর ব্যবস্থার আওতায় কর জমা দিতে হবে। এর পাশাপাশি নতুন কর ব্যবস্থায় ৭ লক্ষ টাকা করযোগ্য আয়ের ক্ষেত্রে কোন কর দিতে হবে না।