রান্নার গ্যাস থেকে ওষুধের দাম, ১ এপ্রিলে ৭ নিয়মে বদল, চাপ বাড়বে না কমবে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতিমাসের শুরুতেই সরকারের তরফ থেকে বেশ কিছু নিয়মে বদল আনা হয়ে থাকে। নিয়মে বদল আনা এই সকল বিষয়ের মধ্যে এমন কিছু বিষয় থাকে যেগুলি আমজনতার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর সেই সকল বিষয়ের পরিবর্তন আসতেই হয় আমজনতার পকেটে চাপ পড়ে অথবা চাপ কমে। ঠিক সেই রকমই ১ এপ্রিল থেকে ৭ নিয়মে বদল আসছে। তার প্রভাব কতটা পড়বে তাই এখন দেখার।

Advertisements

১) প্রতিমাসের শুরুতেই গৃহস্থালী অথবা বাণিজ্যিকভাবে ব্যবহৃত রান্নার গ্যাসের দামে পরিবর্তন আনা হয়। আন্তর্জাতিক বাজার দরের কথা মাথায় রেখে কোন কোন মাসে দাম কমতে দেখা যায়, আবার কোন কোন মাসে বাড়তে। এপ্রিল মাসের শুরুতেও এমনই পরিবর্তন আসবে বলেই আশা করা হচ্ছে। তবে রান্নার গ্যাসের দাম কমবে না বাড়বে তাই এখন দেখার।

Advertisements

২) সোনা বিক্রি করার ক্ষেত্রে ১ এপ্রিল থেকে বদল আনা হচ্ছে। আগে যেখানে চার সংখ্যার হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন (HUID) ব্যবহার করা হতো ১ এপ্রিল থেকে সেই জায়গায় আনা হবে ছয় ডিজিটের HUID। এবার এই ছয় ডিজিটের হলমার্ক দিয়েই সোনা বিক্রি করতে হবে।

Advertisements

৩) বীমা থেকে আয়ের উপর করের ক্ষেত্রেও পরিবর্তন আসছে ১ এপ্রিল থেকে। বাজেটে এবার হাই প্রিমিয়াম বীমা থেকে আয়ের উপর কর ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে কোন ব্যক্তির যদি বীমার বার্ষিক প্রিমিয়ামের পরিমাণ ৫ লক্ষ টাকার বেশি হয় তাহলে তা থেকে যা আয় হবে তারপর কর বসানো হবে।

৪) ১ এপ্রিল থেকে বেশ কিছু ওষুধের দাম বাড়তে চলেছে। এই তালিকায় রয়েছে পেইন কিলার, অ্যান্টিবায়োটিক, অ্যান্টি-ইনফেকটিভ এবং কার্ডিয়াক ওষুধ। নতুন যে দাম ধার্য হচ্ছে তাতে ওষুধের দাম ১২ শতাংশ বৃদ্ধি পাবে। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি ওষুধের দাম বাড়ানো অথবা কমানোর কাজ করে থাকে।

৫) সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে (SCSS) বিনিয়োগের পরিমাণ ১৫ লক্ষ টাকা থেকে বৃদ্ধি করে করা হয়েছে ৩০ লক্ষ টাকা। পোস্ট অফিস মাসিক ইনকাম স্কিমে (POMIS) বিনিয়োগের ঊর্ধ্বসীমা ৪ লক্ষ টাকা থেকে বৃদ্ধি করে করা হয়েছে ৯ লক্ষ টাকা। এই সকল সব নিয়ম চালু হবে ১ এপ্রিল।

৬) পরিবেশ দূষণ ঠেকাতে নতুন নিয়ম এনেছে কেন্দ্র এবং সেই নিয়ম জারি হচ্ছে ১ এপ্রিল। এই নিয়ম জারি হচ্ছে যানবাহনের ক্ষেত্রে। গাড়ি সংস্থাগুলির ক্ষেত্রে রিয়েল ড্রাইভিং এমিশন ও E20 নিয়ম লাগু হতে চলেছে।

৭) এপ্রিল মাসে ব্যাংকিং কাজকর্ম থাকলে আগে ছুটির তালিকা দেখে গ্রাহকদের ব্যাংকের শাখায় যাওয়া দরকার। কারণ এপ্রিল মাসে অনেকদিন ছুটি রয়েছে।

Advertisements