These 8 banks are offering up to 9% interest rate on FD: সাম্প্রতিক সময়ে কম-বেশি সকল কর্মরত ব্যক্তিরা আয় করা অর্থের কিছু পরিমাণ ভবিষ্যতের জন্য সঞ্চয় করেন। কেউ পোস্ট অফিসে রাখেন তো কেউ ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করেন। এক্ষেত্রে গ্রাহকদের জন্য রয়েছে দারুন খবর। দারুন সুদ অফার করছে ৮ ব্যাঙ্ক। বিনিয়োগ করা অর্থের উপর পাওয়া যাচ্ছে ৯ শতাংশ পর্যন্ত সুদ (FD Interest Rate)। কোন ৮ ব্যাঙ্ক দিচ্ছে এই দারুন সুযোগ? দেখে নিন এক নজরে।
প্রসঙ্গত, বর্তমানে সরকারি-বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে ফিক্সড ডিপোজিটের (FD Interest Rate) উপর SBI সুদ দিচ্ছে ৩ থেকে ৫.৭৫ শতাংশ পর্যন্ত। সেই জায়গায় ৩ থেকে ৭ শতাংশ হারে সুদ প্রদান করছে PNB। ইয়েস ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের সুদের হার ৩.২৫ থেকে ৭.২৫ শতাংশ পর্যন্ত। অপরদিকে HDFC এবং ICICI ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৩ থেকে ৬ শতাংশ। এই ব্যাঙ্কগুলি ছাড়াও বেশ কিছু স্মল ফিনান্স ব্যাঙ্ক আমানতকারীদের ফিক্সড ডিপোজিটের উপর ৯ শতাংশ হারে সুদ দিচ্ছে। তাই আসুন সময় নষ্ট না করে মেয়াদ অনুযায়ী সেই ৮ ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের সুদের তালিকা দেখে নেওয়া যাক।
ইউনিটি স্মল ফিন্যান্স ব্যাঙ্ক: বিনিয়োগ করা অর্থের উপর ৯ শতাংশ সুদ দিচ্ছে ইউনিটি স্মল ফিনান্স ব্যাঙ্ক। মেয়াদকাল হল ২ বছর ২৭১ দিন।
সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাঙ্ক: ২ বছর ২ দিনের মেয়াদে ৮.৬৫ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্কে।
জন স্মল ফিন্যান্স ব্যাঙ্ক: স্থায়ী আমানতের উপর ৮.৫% সুদ মিলছে জন স্মল ফিনান্স ব্যাঙ্কে। মেয়াদকাল ১ বছর।
উৎকর্ষ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক: ফিক্সড ডিপোজিট স্কিমে ৮.৫ শতাংশ (FD Interest Rate) সুদ দিচ্ছে উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্ক। মেয়াদকাল ২ থেকে ৩ বছর।
ইএসএএফ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক: ইএসএএফ স্মল ফিনান্স ব্যাঙ্কের গ্রাহকরা ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করে সুদ পাচ্ছে ৮.২৫ শতাংশ। মেয়াদকাল ২৪ থেকে ৩৬ মাস।
ইকুইটাস স্মল ফিন্যান্স ব্যাঙ্ক: ৪৪৪ দিনের মেয়াদে ফিক্সড ডিপোজিটে সুদ পাওয়া যাচ্ছে ৮.৫ শতাংশ। এই সুযোগ দিচ্ছে ইকুইটাস স্মল ফিনান্স ব্যাঙ্ক।
এইইউ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক: ফিক্সড ডিপজিটে বিনিয়োগ করা অর্থের উপর এইইউ স্মল ফিনান্স ব্যাঙ্ক সুদ দিচ্ছে ৮ শতাংশ। মিলছে ১ বছর ৬ মাসের মেয়াদে।
উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাঙ্ক: ১ বছর ৩ মাসের মেয়াদে ফিক্সড ডিপোজিটে উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাঙ্কের গ্রাহকরা সুদ পাচ্ছে ৮.৫% (FD Interest Rate)।