ঐন্দ্রিলার মতোই এই ৮ তারকা আক্রান্ত ক্যানসারে, তবে হার মানেন নি

Antara Nag

Published on:

Advertisements

টলিউডের অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা মাত্র ১৭ বছর বয়স থেকে ভুগছেন কর্কট রোগে। এই মারণ ব্যাধির প্রথম ধাক্কা সামলে সুস্থ হয়ে ওঠার বছর পাঁচেকের মধ্যে আবারও আক্রান্ত হন একই রোগে। সেবারও নিজের অদম্য ইচ্ছা শক্তি ও প্রিয়জনদের ভালবাসার টানে এই মারন রোগকে হারিয়ে সুস্থ হয়ে ফিরে এসেছেন। তবে শুধু ঐন্দ্রিলাই নয় টলিউড বলিউড মিলিয়ে অন্তত এমন আট জন তারকাকে পাওয়া যাবে যারা কর্কট রোগের মতো মারণ রোগের বিরুদ্ধে যুদ্ধ করে জয় পেয়েছেন।

Advertisements

চন্দন সেন (Chandan Sen) :  বাংলা ধারাবাহিক ও থিয়েটার জগতের এক অন্যতম বিখ্যাত অভিনেতা চন্দন সেন। খড়কুটো, এক্কাদোক্কা ধারাবাহিকে অভিনয়ে করা এই বিখ্যাত অভিনেতা ফলিকিউলার লিম্ফোমাতে আক্রান্ত। ২০১০ সালে প্রথমবার তার এই রোগ ধরা পড়ে। তারপর থেকেই এই মারণব্যধির সঙ্গে ক্রমাগত যুদ্ধ করে চলেছেন। বেঁচে থাকার অদম্য জেদ ও মানসিক কাঠিন্যের জেরে দীর্ঘ ১২ বছর ধরে তিনি এই রোগের বিরুদ্ধে লড়ে চলেছেন।

Advertisements

অনুরাগ বসু (Anurag Basu) :  বলিউডের এই প্রখ্যাত চিত্রপরিচালক রক্ত জনিত কর্কট রোগে আক্রান্ত। ২০০৪ সালে প্রথম তার শরীরে বাসা বাঁধে। এই খবর চাউর হতেই চমকে গিয়েছিল গোটা দেশ। তবে তিনি হার মানেননি। এই রোগের বিরুদ্ধে যুদ্ধ জিতে ফিরে এসেছেন নিজের কাজের জগতে। আজও স্বমহিমায় তিনি নিজের স্থানে বিরাজমান।

Advertisements

সোনালী বেন্দ্রে (Sonali Bendre) :  বলিউডের একসময়ের অন্যতম সুপারহিট নায়িকা ছিলেন সোনালী বেন্দ্রে। ২০১৮ সালে তার শরীরেও প্রথমবারের মতো এই মরণব্যাধির উপস্থিতি টের পাওয়া যায়। সাথে সাথে এই রোগের চিকিৎসা করাতে তিনি আমেরিকা চলে যান। দীর্ঘ রোগভোগের পর তিনি আজ সুস্থ হয়েই দেশে ফিরেছেন এই অভিনেত্রী।

সঞ্জয় দত্ত (Sanjay Dutta) :  বলিউডের এই বিতর্কিত অভিনেতাও এই রোগে আক্রান্ত হয়েছেন। ২০২০ সালের প্রথমবারের মতো তার অসুস্থতার খবর এই মিডিয়ার সামনে আসে। তারপর সেই রোগের চিকিৎসা করিয়ে আপাতত তিনি সুস্থ। সেই সঙ্গে তিনি আবারও ফিরে গিয়েছেন তার কাজের দুনিয়ায়। কর্কট রোগকে হারিয়ে কাজের দুনিয়ায় ফিরে এসে কাজ করেছেন শামসেরা ও কেজিএফ ২ এর মত সুপার হিট সিনেমা গুলিতেও।

তাহিরা কশ্যপ (Tahira Kashyap) :  বলিউডের এক বিখ্যাত অভিনেতার নাম হলো আয়ুষ্মান খুরানা। তাহিরা কাশ্যপ আয়ুষ্মান খুরানার স্ত্রী। তিনি স্তন কর্কট রোগে আক্রান্ত হয়েছিলেন। দীর্ঘ চিকিৎসা পর তিনি আজ সুস্থ। এই রোগের থেকে ছুটকারা পেতে তাহিরাকে ব্রেস্ট সার্জারিও করতে হয়েছিল। মরণব্যাধির সাথে স্ত্রীর এই অসম লড়াইয়ে প্রতিটা মুহূর্তে পাশে থেকেছেন আয়ুষ্মান।

কিরণ খের (Kiran Kher) :  বলিউডের আর এক বিখ্যাত জুটি হলেন অনুপমের ও কিরণ খের। কিরণও কর্কট রোগে আক্রান্ত হয়েছিলেন। স্বামী অনুপম খেরই প্রথম সোশ্যাল মিডিয়াতে স্ত্রীর এই রোগের কথা স্বীকার করেন। তারপর চিকিৎসা করিয়ে আপাতত কিরণ পুরোপুরি সুস্থ।

মনীষা কৈরালা (Manisha Koirala) :  মনীষা কৈরালা বলিউডের বিখ্যাত নায়িকাদের মধ্যে একজন। ২০১২ সালে প্রথম তার শরীরে এই মারন ব্যাধির উপস্থিতি টের পাওয়া যায়। তারপর তিনি চিকিৎসার জন্য নিউইয়র্ক চলে যান। দীর্ঘদিন ধরে চিকিৎসা চলে তার। আপাতত তিনি পুরোপুরি ভাবে এই রোগের থেকে মুক্ত হয়েছেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরেছেন।

লিসা রায় (Lisa Ray) :  বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীও কর্কট রোগে আক্রান্ত হয়েছিলেন। দীর্ঘ চিকিৎসার ও রোগভোগের পর তিনি এই রোগ থেকে মুক্তি পেয়েছেন। নিজের সেই কঠিন সময়ের লড়াই নিয়ে একটি বইও লিখেছেন তিনি, যার নাম ‘ক্লোস টু দ্য বোন : আ মেময়ের’।

Advertisements