পোস্ট অফিসের এই ৮টি স্কিমে টাকা দ্বিগুণ করার সুযোগ

নিজস্ব প্রতিবেদন : নিজেদের কষ্টার্জিত অর্থ সঞ্চয় করার জন্য দেশের অধিকাংশ মানুষ এখন ইন্ডিয়ান পোস্ট অফিসের উপর ভরসা রাখে। বছরের পর বছর ধরে সুরক্ষিত রিটার্ন দেওয়ার পরিপ্রেক্ষিতেই আমজনতার এই ভরসা। রাষ্ট্রায়াত্ত একাধিক ব্যাঙ্কের তুলনায় পোস্ট অফিস সঞ্চয় অর্থের উপর যা সুদ দিয়ে থাকে তা অনেক বেশি। যে কারণে বিশেষজ্ঞরা মনে করছেন, অর্থ সঞ্চয়ের বিচারে বহু মানুষ পোস্ট অফিসে তাদের সঞ্চয় রাখার দিকে ঝুঁকছেন।

সঞ্চয়ের ক্ষেত্রে পোস্ট অফিসের একাধিক স্কিম রয়েছে যেগুলিতে অন্যান্য জায়গায় তুলনায় কম সময়ে দ্বিগুণ টাকা পাওয়া যায়। এক্ষেত্রে ৮টি প্রকল্পের সন্ধান মিলেছে যাতে এই টাকা দ্বিগুণ হয় খুব কম সময়ের মধ্যে। এই ৮টি প্রকল্প হলো পোস্ট অফিস টাইম ডিপোজিট, পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট, পোস্ট অফিস রেকারিং ডিপোজিট, পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম, পোস্ট অফিস পাবলিক প্রভিডেন্ট ফান্ড, পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, পোস্ট অফিস সুকন্যা সমৃদ্ধি যোজনা ও পোস্ট অফিস ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট।

পোস্ট অফিস টাইম ডিপোজিট : এই স্কিমে প্রায় ১১ বছরে সঞ্চয় করা অর্থ দ্বিগুণ হয়ে যায়। ১ থেকে ৩ বছরে ৫.৫ শতাংশ হিসেবে সুদ পাওয়া যায়। পাঁচ বছরের ক্ষেত্রে পাওয়া যায় ৬.৭ শতাংশ সুদ।

পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট : পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে বর্তমানে সুদ পাওয়া যাচ্ছে ৪ শতাংশ। এই সুদ অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তুলনায় বেশি। তবে এই প্রকল্পে কেবলমাত্র টাকা রেখে দ্বিগুণ করতে চাইলে সময় লাগবে ১৮ বছর।

পোস্ট অফিস রেকারিং ডিপোজিট : পোস্ট অফিস রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে সুদের পরিমাণ ৫.৮ শতাংশ। টাকা দ্বিগুণ হতে সময় লাগবে প্রায় ১৩ বছর।

পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম : এখানে সুদের পরিমাণ ৬.৬ শতাংশ। টাকা দ্বিগুণ হবে প্রায় ১১ বছর সময়ের মধ্যে।

পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম : এই প্রকল্পে সুদের পরিমাণ সর্বোচ্চ এবং অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তুলনায় অনেক বেশি। এখানে সুদ পাওয়া যায় ৭.৪ শতাংশ। ১০ বছরের মধ্যে এখানে টাকা দ্বিগুণ হয়ে যায়।

পোস্ট অফিস পাবলিক প্রভিডেন্ট ফান্ড : ১০ বছরের কিছু সময়ের মধ্যেই এই প্রকল্পে টাকা রাখলে তা দ্বিগুণ হয়। এই প্রকল্পের আওতায় ১৫ বছরের সঞ্চয় ৭.১ শতাংশ হিসেবে সুদ পাওয়া যায়।

পোস্ট অফিস সুকন্যা সমৃদ্ধি যোজনা : বর্তমানে এই প্রকল্পে সুদ দেওয়া হচ্ছে ৭.৬ শতাংশ। এই প্রকল্পে সঞ্চিত অর্থ দ্বিগুণ হতে সময় লাগে ১০ বছরের কম সময়।

পোস্ট অফিস ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট : ৬.৮ শতাংশ সুদ দেওয়া হয়ে থাকে এই প্রকল্পের আওতায়। ঠিকঠাক টাকা সঞ্চয় রাখলে ১১ বছরের মধ্যেই সেই টাকা দ্বিগুণ হয়ে যাবে।