Advertisements

Tax Free Countries: ইনকাম ট্যাক্স রিটার্নের পিছনে খরচ করতে হয় না এক টাকাও, তালিকায় রয়েছে বিশ্বের নামকরা ১০ টি দেশ

Prosun Kanti Das

Published on:

These are the tax free Countries in the World: কোনো দেশের গোটা অর্থনীতি নির্ভর করে সেই দেশের আয়করের উপর। আয়কর কি? আয়কর হল ট্যাক্স যা দেশের জনগণের উপার্জনের ওপর নির্ধারিত হয়। যে জনগণের উপার্জন যত বেশি তার ট্যাক্স এর পরিমাণ তত বেশি থাকে। এই ভাবেই ট্যাক্স সংগ্রহ করে দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখা হয়। কিন্তু আপনারা কি জানেন এমন কিছু দেশ রয়েছে যেখানে এক টাকাও ট্যাক্স নেওয়া হয় না। তবে প্রশ্ন আসতেই পারে যে সেই সমস্ত দেশের অর্থনীতি কিভাবে চলছে? চলুন আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক সেই সমস্ত ট্যাক্স ফ্রি দেশের (Tax Free Countries) সম্পর্কে।

Advertisements
সৌদি আরব

ট্যাক্স ফ্রি দেশের (Tax Free Countries) তালিকার প্রথমেই আসছে সৌদি আরবের নাম। সৌদি আরবেও সরকার দেশের জনগণের থেকে কোন প্রকার ট্যাক্স ধার্য করে না। যার ফলে কোন জনগণেরই উপার্জনের ওপর ট্যাক্স কাটা হয় না। তাহলে সেই দেশের অর্থনীতি কিভাবে চলে? সৌদি আরবে ইনডাইরেক্ট ট্যাক্স রয়েছে যার দ্বারাই দেশের অর্থনীতিকে চালানো হচ্ছে।

Advertisements
কাতার

দ্বিতীয় দেশটি হচ্ছে কাতার। কাতারে তেল উৎপাদন ক্ষেত্রটি ভীষনই শক্তিশালী। ওই তেল বিক্রির খাতেই প্রচুর পরিমাণ উপার্জন হয়। যার ফলে কাতারের জনগণের ওপর কোন কর চাপিয়ে দেওয়া হয় না। তাই কাতার একটি ছোট্ট দেশ হলেও ট্যাক্স ফ্রি (Tax Free Countries) হওয়ায় কাতারের জনগণ বেশ ধনী।

Advertisements
ব্রুনাই

কাতারের মতো ব্রুনাইতেও তেলের খনি রয়েছে। যার ফলে ওই তেল ভান্ডার থেকেই দেশের প্রধান উপার্জন আসে। এর ফলে ব্রুনাইয়ের জনগণের ওপর কোনোভাবে কর চাপানো হয় না

কুয়েত

কুয়েতেও জনগণের উপর কোন ট্যাক্স বসানো হয়নি। কুয়েতে তেল ভান্ডার থেকে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন হয়। এবং সেই উপার্জিত অর্থই দেশের অর্থনীতিতে চাঙ্গা রাখতে সক্ষম।

বাহরাইন

বাহরাইন হলো এমন একটি দেশ যেখানে প্রত্যক্ষ কোন কর না থাকলেও পরোক্ষ ট্যাক্সের বিষয়টি বেশ শক্তিশালী। এখানে স্টার্ট আপগুলি এতটাই চাঙ্গা যে তাদের উপার্জনের উপর ভিত্তি করেই দেশের অর্থনীতিকে ভালোভাবে চালানো সম্ভব হয়।

মোনাকো

মোনাকো এমন একটি দেশ যেখানে সরকার জনগণের উপর কোন প্রকার কর চাপাইনি। এর ফলে ইউরোপের এই ছোট্ট দেশটি ট্যাক্স ফ্রি।

ওমান

ওমানের তেল এবং গ্যাসের সরবরাহ প্রচুর। এই দুটো ক্ষেত্র থেকেই এত অর্থ আসে যে তা দিয়েই দেশের অর্থনীতিকে চালানো সম্ভব হয়। তাই ওমানের নাগরিকদের ওপর কোনো রকম ট্যাক্স চাপানো হয় না।

আরও পড়ুন ? Budget for BSNL: জিও, এয়ারটেল, ভিআই-কে সোজা চ্যালেঞ্জ! পাশে দাঁড়াতে কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের

বাহামাস

বাহামাস দ্বীপপুঞ্জ পৃথিবীর মধ্যে একটি অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্র হিসাবে খ্যাত। সারা বছরই পর্যটকরা দলে দলে ভিড় করে থাকেন বাহামাসে। এই দেশেও কোনো কর নেই জনগনের ওপর।

কেম্যান দ্বীপপুঞ্জ

এই দ্বীপপুঞ্জটিও পর্যটন কেন্দ্র হিসেবে বিখ্যাত হওয়ায় প্রচুর পরিমাণে পর্যটকরা আসে। এটাই তাদের আয়ের প্রধান উৎস। যার ফলে এদের নাগরিকদের উপর কোনো কর চাপানো হয়নি।

সংযুক্ত আরব আমিরশাহি

সংযুক্ত আরব আমিরশাহিরতেও জনগণের উপর ট্যাক্স বসানো হয় না। এদের তেলের ভান্ডার এবং পর্যটন কেন্দ্র থেকে যা উপার্জন হয় তা দিয়ে অর্থনীতি চালানো হয়।

Advertisements