ভারতের এই শেষ ৫টি জায়গা, অধিকাংশ মানুষই দেখেন নি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভ্রমণের ক্ষেত্রে ভারতীয়দের আলাদা করে নাম রয়েছে। অধিকাংশ ভারতীয়ই ভ্রমণ করতে ভালোবাসেন। তবে এই ভ্রমণপিপাসুদের মধ্যে অধিকাংশ মানুষই রয়েছেন যারা দেশের এই ৫টি জায়গা দেখেননি। এই পাঁচটি জায়গা হল দেশের শেষ প্রান্ত অর্থাৎ আন্তর্জাতিক সীমানায় দেশের মাটিতে কোন গ্রাম, কোন সাগর, কোন পাহাড় অথবা কোন দোকান।

Advertisements

দেশের শেষ দোকান : হিন্দুস্তান কা অন্তিম দোকান নামে একটি দোকান রয়েছে উত্তরাখণ্ডের চামোলি জেলায়। ভারত চীন সীমান্তে অবস্থিত এই দোকানটি আক্ষরিক অর্থেই দেশের শেষ দোকান। এই দোকানটির বয়স আনুমানিক ২৫ বছর। দোকানটি মূলত চায়ের দোকান হলেও টুকটাক মুখরোচক খাবার পাওয়া যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,১১৮ মিটার উপরে এই দোকানটি অবস্থিত।

Advertisements

দেশের শেষ গ্রাম : আন্তর্জাতিক সীমান্ত এলাকায় এই ধরনের গ্রাম অনেক থাকলেও সরকারিভাবে উত্তরাখণ্ডের একটি সীমান্তবর্তী এলাকাকে শেষ গ্রাম বলে আখ্যা দেওয়া হয়েছে। এই গ্রামে যাওয়ার পথে সাইন বোর্ডে দেখা মিলবে লেখা রয়েছে ‘ভারতের শেষ গ্রাম’। ভারতের শেষ কোন গ্রাম তা নিয়ে হামেশাই উত্তরাখণ্ডের মানা এবং হিমাচল প্রদেশের চিতকুলের বাসিন্দাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতো। সরকারি হিসাবে দেখা যায় হিমাচলের চিতকুল হল ইন্দো-তিব্বত সীমান্তে অবস্থিত শেষ জনবসতিপূর্ণ গ্রাম এবং তারপরই উত্তরাখণ্ডের মানাকে সরকারিভাবে ‘ভারতের শেষ গ্রাম’ হিসেবে স্বীকৃত দেওয়া হয়।

Advertisements

দেশের শেষ রাস্তা : ভারতের শেষ ভূমি হিসেবে বলা হয়ে থাকে তামিলনাড়ুর রামেশ্বরম দ্বীপে অবস্থিত ধনুশকোডিকে। এখানে যে উপকূলবর্তী এলাকায় রাস্তা রয়েছে তাকেই ভারতের শেষ রাস্তা ধরা হয়। এই রাস্তা থেকে শ্রীলঙ্কার দূরত্ব মাত্র ৩১ কিলোমিটার। এখান থেকে শ্রীলঙ্কা ভালোভাবেই দেখা যায়।

দেশের শেষ রেল স্টেশন : দেশের শেষ রেল স্টেশনটি অবস্থিত পশ্চিমবঙ্গে। মালদার হাবিবপুরে অবস্থিত সিঙ্গাবাদ রেল স্টেশনকে দেশের শেষ রেলস্টেশন ধরা হয়ে থাকে। এটি ব্রিটিশ আমলের সব ঐতিহ্য এখনো বহন করছে। ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত এই রেলস্টেশন থেকে হেঁটে বাংলাদেশ যাওয়া যায়। দক্ষিণ ভারতে কন্যাকুমারীকেও আবার ভারতের শেষ রেলস্টেশন ধরা হয়ে থাকে। এছাড়াও পূর্ব ভারতে দেশের শেষ রেলস্টেশন হল অসমের তিনসুকিয়ার লিডো ব্রাঞ্চ লাইন। উত্তর ভারতে দেশের শেষ রেলস্টেশন হল জম্মু ও কাশ্মীরের বারামুলা। পশ্চিমে ভারতের শেষ স্টেশন হল গুজরাটের ভুজ।

দেশের শেষ সমুদ্র সৈকত : কন্যাকুমারী হলো দেশের শেষ সমুদ্র সৈকত। এখানে বঙ্গোপসাগর, ভারত মহাসাগর এবং আরব সাগরের মিলন ঘটেছে। এখানে রয়েছে দেখার মত অজস্র নিদর্শন এবং সেই সকল নিদর্শনের মধ্যে এমনও কিছু নিদর্শন রয়েছে যা কয়েক হাজার বছর পুরাতন।

Advertisements