Fixed Deposit Interest Rate: ৮ শতাংশের বেশি সুদ! ফিক্সড ডিপোজিটে বড় অফার দিচ্ছে এই ব্যাঙ্ক

Prosun Kanti Das

Published on:

Advertisements

These bank is increasing their Fixed Deposit Interest Rate: ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে গেলে সব থেকে সুরক্ষিত এবং নিশ্চিন্ত বিকল্প হল ফিক্সড ডিপোজিট। যারা নিজেদের উপার্জনের অর্থ সঞ্চয় করেন তাদের প্রথম পছন্দের তালিকায় থাকে এফডি। এতে রিস্ক কম থাকে এবং ভালো রিটার্ন পাওয়া যায়। আপনারা আশাকরি সবাই জানেন ভারতের ব্যাঙ্কিং খাতের একটি পরিচিত নাম হল SBM ব্যাঙ্ক ইন্ডিয়া। বর্তমানে SBM ব্যাঙ্ক ইন্ডিয়া বিশাল অফার এনেছে তাদের ফিক্সড ডিপোজিট স্কিমে, বৃদ্ধি করেছে তাদের সুদের হার। ব্যাংকগুলোর ফিক্সড ডিপোজিট স্কিমগুলোতে পেয়ে যাবেন দুর্দান্ত অফার (Fixed Deposit Interest Rate)।

Advertisements

যারা এফডি স্কিমে (Fixed Deposit Interest Rate) অর্থ সঞ্চয় করছেন তাদের জন্য অত্যন্ত সুখবর কারণ, ব্যাঙ্ক বর্তমানে ফিক্সড ডিপোজিট স্কিমে ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে ৪.২৫ শতাংশ থেকে ৮.২৫ শতাংশ হারে সুদ অফার করছে। এছাড়াও গ্রাহকদের সুবিধার্থে সুদের হার বাড়ানো হয়েছে ৮.২৫ শতাংশ। SBM ব্যাঙ্ক ইন্ডিয়া সম্প্রতি তাদের ফিক্সড ডিপোজিট স্কিমে সুদের হার বাড়িয়েছে ৭ নভেম্বর ২০২৩ তারিখে।

Advertisements

৭ দিন থেকে ১৪ দিনের মেয়াদে ৪.২৫ শতাংশ সুদের হার দেওয়া হচ্ছে। ব্যাঙ্ক তার ফিক্সড ডিপোজিট বা এফডি স্কিমে (Fixed Deposit Interest Rate) ৪.২৫ শতাংশ সুদের হার দিচ্ছে ১৫ থেকে ৯০ দিনের মেয়াদে। এছাড়া এই স্কিমে ৯১ দিন থেকে ১২০ দিনের মেয়াদে ৪.৮০ শতাংশ সুদের হার অফার করছে। পাশাপাশি ব্যাঙ্ক এফডি স্কিমে ১২১ দিন থেকে ১৮০ দিনের মেয়াদে সুদের হার দিচ্ছে ৫.০০ শতাংশ।

Advertisements

১৮১ দিন থেকে ১ বছরের মেয়াদে ব্যাঙ্ক সুদের হার দিচ্ছে ৬.৫৫ শতাংশ। এছাড়া এই স্কিমে (Fixed Deposit Interest Rate) ১ বছর থেকে ৩৮৯ দিনের মেয়াদে ৭.০৫ শতাংশ সুদের হার অফার করছে। আপনি যদি ৩৯০ দিনের মেয়াদে সঞ্চয় করেন তাহলে সুদের হার হবে ৬.৫০ শতাংশ। ব্যাঙ্ক তার ফিক্সড ডিপোজিট স্কিমে ৩৯১ দিন থেকে ১৫ মাসের মেয়াদে ৮.১০ শতাংশ সুদের হার দিচ্ছে।

পাশাপাশি আপনি যদি ১৫ মাস থেকে ১৮ মাসের মেয়াদে সঞ্চয় করেন ৭.০৬ শতাংশ সুদের হার পাবেন। এছাড়া ব্যাঙ্ক তার এফডি স্কিমে ১৮ মাস থেকে ৩ বছর ২ দিনের মেয়াদে ৭.৩০ শতাংশ সুদের হার অফার করছে। এছাড়া আপনি যদি ৩ বছর ২ দিন থেকে ৫ বছরের মেয়াদে অর্থ সঞ্চয় করেন সুদের হার পাবেন ৮.২৫ শতাংশ। ব্যাঙ্ক তার ফিক্সড ডিপোজিট স্কিমে ৫ বছর থেকে ১০ বছরের মেয়াদে ৭.৪০ শতাংশ সুদের হার অফার করছে।

Advertisements