Advertisements

Credit Card Rules: বিল পেমেন্ট হোক বা ক্যাশব্যাক! এই ৪ ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের নিয়মে বড় বদল

Prosun Kanti Das

Published on:

These banks have introduced major changes in credit card usage rules: বর্তমানে খুব কম মানুষই আছেন যারা নগদে লেনদেন করে থাকেন। ‘ডিজিটাল ইন্ডিয়া’-তে বেশিরভাগ মানুষ আজকাল বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মগুলির মাধ্যমে টাকা-পয়সা লেনদেন করে থাকে। এছাড়া ডিজিটাল প্লাটফর্মের বহু আগে থেকেই মানুষের হাতে রয়েছে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড। যদিও ডেবিট কার্ডের চেয়ে ক্রেডিট কার্ডের জনপ্রিয়তা অনেকাংশে বেশি। আর সেই জন্যই হয়তো বারংবার ক্রেডিট কার্ড সংক্রান্ত নিয়ম-কানুন (Credit Card Rules) পরিবর্তন করা হয়ে থাকে নিরাপত্তার জন্য।

Advertisements

ডেবিট কার্ডের চেয়ে ক্রেডিট কার্ডগুলি অর্থ প্রদানের একটি নিরাপদ উপায়। আপনার ডেবিট কার্ডটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত, এটি হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে এটি একটি বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে৷ যে কেউই এটি ব্যবহার করতে পারে এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনার কষ্ট করে জমানো টাকা তুলে নিতে পারে। যদিও আপনি ‘জালিয়াতি’ হিসেবে এই অভিযোগ দায়ের করে রিপোর্ট করতে পারেন এবং আপনার টাকা ফেরত পেতে পারেন৷ কিন্তু আপনার ব্যাঙ্কের তরফ থেকে তদন্ত করে টাকা ফেরত এতে বেশ খানিকটা সময় নিয়ে নেবে। হঠাৎই দেশে এই ক্রেডিট কার্ড নিয়ে ঘোষণা করা হলো কিছু নয়া নিয়ম (Credit Card Rules)।

Advertisements

যেহেতু এখন প্রচুর মানুষ ক্রেডিট কার্ডের মাধ্যমেই লেনদেন করছেন সেই জন্য বেশ কিছু ব্যাংক থেকে ক্রেডিট কার্ড ব্যবহারের যে ফি তাই ইতিমধ্যে বাড়িয়ে দিয়েছে তবে জুন থেকে লাগুক করা হয়েছে একদম নতুন নিয়ম। পরিচিত চারটি ব্যাংক ক্রেডিট কার্ড সংক্রান্ত এই বদল আনার ঘোষণা করেছে এই চারটি ব্যাংক হল – এইচডিএফসি, (HDFC), ব্যাঙ্ক অফ বরোদা (BANK OF BARODA), আইডিএফসি (IDFC) এবং ইয়েস ব্যাংক (YES)।

Advertisements
এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC)

যারা এইচডিএফসি ব্যাংকের সুইগি ক্রেডিট কার্ড (Swiggy Credit Card) ব্যবহার করে থাকেন, তাদের জন্য রয়েছে এক দারুন সুখবর। ২০২৪ এর ২১শে জুন থেকে Swiggy hdfc ক্রেডিট কার্ডে গ্রাহকরা পেতে চলেছেন বোনাস অফার। তারা আরো বেশি পরিমাণে এই কার্ড ব্যবহারের মাধ্যমে পেতে পারেন ক্যাশব্যাক।

ব্যাঙ্ক অফ বরোদা (BANK OF BARODA)

২০২৪ এ ২৬ শে জুনের পর থেকে ব্যাঙ্ক অফ বরোদার ওয়ান ক্রেডিট কার্ডের ফি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও যদি ক্রেডিট কার্ডের লিমিট পূরণ না করা হয় বা খুব বেশি দেরি করা হয় সেক্ষেত্রে লেট ফাইন না হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন ? RBI New Repo Rate: সরকার গঠনের আগেই স্বস্তি দিলো RBI, লোনের EMI নিয়ে চিন্তা বাড়লো না ঋণগ্রহীতাদের

আইডিএফসি (IDFC BANK)

আইডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড যারা ব্যবহার করে থাকেন তাদের জন্য করা হয়েছে এক নতুন নিয়ম। যদি এই ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি ইউটিলিটির খাতে ২০,০০০ টাকার বেশি খরচ করে ফেলেন তবে আপনাকে জিএসটিসহ ১% কর দিতে হবে।

ইয়েস ব্যাংক (YES BANK)

যারা ইয়েস ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন, তাদের এই কার্ড ব্যবহার করার ক্ষেত্রে অতিরিক্ত ফি লাগতে পারে বলেই জানা যাচ্ছে। জ্বালানি ব্যাংকের কো ক্রেডিট কার্ড গুলোর উপর সবচেয়ে বেশি চাপ পড়বে বলে মনে করা আছে এই নিয়মের পর।

উপরের চারটি ব্যাংকের মধ্যে আপনার কাছে কোন ক্রেডিট কার্ড রয়েছে? তবে অবশ্যই একবার এই ক্রেডিট কার্ড সংক্রান্ত নিয়মগুলি (Credit Card Rules) মনোযোগ সহকারে পড়ে নিন।

Advertisements